Academy

জাতীয় রাজস্ব বোর্ডের উচ্চপদস্থ কর্মকর্তা সানোয়ার সাহেব চাকরিতে যোগদানের কিছুদিনের মধ্যেই নিজের সততা আর কর্মদক্ষতা দ্বারা সবার নজর কেড়েছেন। নামাজ-রোজাসহ হালাল উপার্জনের প্রতিও তার সমান গুরুত্ব। সামগ্রিক জীবন পরিচালনায় তিনি আল্লাহ ও রাসুল (স)-এর বিধান মেনে চলার চেষ্টা করেন। এ ব্যাপারে তিনি তার সহকর্মীদেরও অনুপ্রাণিত করেন। তিনি মনে করেন মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তিনি উত্তম কাজই সম্পাদন করছেন।

মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রে জনাব সানোয়ার সাহেবের কাজের যৌক্তিকতা নিরূপণ করো। (উচ্চতর দক্ষতা)

Created: 8 months ago | Updated: 8 months ago
Updated: 8 months ago
Answer :

জনাব সানোয়ার সাহেব ইসলামের আদর্শ অনুযায়ী সকল কাজ পরিচালনা করছেন, যা মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের কার্যকর সঠিক ও সর্বোত্তম পন্থা।

একজন সত্যিকার মুসলমানের প্রতিটি কাজের উদ্দেশ্য থাকে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন। আর আল্লাহর নির্ধারিত পন্থায় জীবন পরিচালনার মাধ্যমেই আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন করা সম্ভব। এ সম্পর্কিত বিস্তারিত জ্ঞানার্জনের জন্য ইসলামি শিক্ষায় শিক্ষিত হওয়া। এ কারণেই আল্লাহ তায়ালা ইসলাম শিক্ষা গ্রহণ প্রত্যেক মুসলমানের জন্য ফরজ করে দিয়েছেন।

জনাব সানোয়ার আল্লাহ ও রাসুল (স) এর পূর্ণ আনুগত্য করছেন। তিনি প্রতিটি কাজ ইসলামি বিধান অনুযায়ী করার চেষ্টা করছেন। তার এ কাজগুলোতে মহান আল্লাহর নির্দেশ বাস্তবায়িত হচ্ছে। মহান আল্লাহ তায়ালা বলেছেন, 'যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করল, সেই সাফল্য লাভ করল।' (সুরা আশ-শামস-৯) আবার হালাল রুজি অর্জনের ক্ষেত্রে মহানবি (স) বলেছেন, 'হালাল রুজি অন্বেষণ ফরজের পরেও একটি ফরজ'। (বায়হাকি) তাছাড়া নামাজ, রোজা, প্রভৃতি ইসলামের মৌলিক ইবাদত। এগুলো যথাযথভাবে আদায় করা মহান আল্লাহর নির্দেশ। মহান আল্লাহ তায়ালা বলেছেন, 'তোমরা হলে সর্বোত্তম জাতি। মানুষের কল্যাণের জন্য তোমাদের সৃষ্টি করা হয়েছে। তোমরা সৎকাজের আদেশ দেবে এবং অসৎকাজ থেকে মানুষকে দূরে রাখবে।' (সুরা আলে ইমরান-১১০)

জনাব সানোয়ার একজন সৎ ও আদর্শবান ব্যক্তি। তিনি জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর নির্দেশ বাস্তবায়নের চেষ্টা করছেন। উল্লিখিত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, তাঁর অনুসৃত কর্মপন্থা মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে কার্যকর ভূমিকা রাখবে।

8 months ago

ইসলাম শিক্ষা

**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content
Promotion