শামীম ও শাহীন ইসলামি শিক্ষার গুরুত্ব সম্পর্কে আলোচনা করছিল। শামীম বলল, ইসলামে শিক্ষার গুরুত্ব এতই বেশি যে, আল্লাহ তায়ালা মহানবি (স) এর ওপর সর্বপ্রথম যে ওহি নাজিল করেছেন, তাতে বলা হয়েছে 'তুমি পড়ো'। শাহীন বলল, আল্লাহ তায়ালা ইসলামি শিক্ষা অর্জনকারীদের পছন্দ করেন। ফেরেশতারা তাদের জন্য পাখা বিছিয়ে দেন। ইসলামি শিক্ষা অর্জনকারীকে আল্লাহ সহজেই ক্ষমা করেন।