জনাব হাফিজ ইদানীং আবদুল খালেকের অনেক পরিবর্তন লক্ষ্য করেন। সময়মতো অফিসে চলে আসে এবং আগের চাইতে কর্মেও বেশ মনোযোগী। জোহরের নামাজ আদায় করতে নিয়মিত মসজিদে যান। একদিন তাকে জিজ্ঞেস করলেন, আপনি তা আগে নিয়মিত নামাজ পড়তেন না, এখন কেন পড়ছেন? আবদুল খালেক বললেন, স্যার, ইসলাম সম্পর্কে আগে এতটা জানতাম না। অনেকটা উদাসীন ছিলাম। কুরআন ও হাদিস পড়ে বুঝতে পারছি একজন মু'মিনের ইসলাম শিক্ষা করা অত্যন্ত জরুরি। আর সাথে সাথে সেগুলো পালন করা আরও জরুরি।
ইসলাম শিক্ষা মানুষের চারিত্রিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আল্লাহর নিকট গ্রহণযোগ্য একমাত্র জীবনব্যবস্থার নাম 'ইসলাম'। মানবজাতির সার্বিক কল্যাণ ও বরকত নিহিত রয়েছে ইসলামে। ইসলামি শিক্ষা অর্জন ও বাস্তবায়নের মাধ্যমেই ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি অর্জিত হতে পারে। ইসলাম ধর্মের জ্ঞান অর্জন ব্যতীত এ ধর্মের কোনো বিধি-বিধানই পালন করা সম্ভব নয়।
ইসলামি শিক্ষা মানুষের চরিত্রে আমূল পরিবর্তন সাধন করে। যেমনটি উদ্দীপকের আব্দুল খালেকের চরিত্রে প্রতিফলিত হয়েছে। এ শিক্ষা ব্যবস্থা একটি পরিপূর্ণ শিক্ষাব্যবস্থা। এ শিক্ষা মানুষের বাহ্যিক-আচার আচরণকে যেমন সুন্দর ও নমনীয় করে তোলে, তেমনি মানসিক দিককেও পরিশুদ্ধ করে তোলে। পৃথিবীতে বেঁচে থাকার জন্য একটি মানুষকে নিষ্ঠাবান করে তোলার পাশাপাশি, আত্মীয়স্বজন, প্রতিবেশী, সমাজ ও দেশের প্রতি দায়িত্বশীল করে তোলে। এ শিক্ষা খোদাভীতি জাগ্রত করে। তাই বলা যায়, ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির জন্য ইসলামি শিক্ষার কোনো বিকল্প নেই।