জনাব হাফিজ ইদানীং আবদুল খালেকের অনেক পরিবর্তন লক্ষ্য করেন। সময়মতো অফিসে চলে আসে এবং আগের চাইতে কর্মেও বেশ মনোযোগী। জোহরের নামাজ আদায় করতে নিয়মিত মসজিদে যান। একদিন তাকে জিজ্ঞেস করলেন, আপনি তা আগে নিয়মিত নামাজ পড়তেন না, এখন কেন পড়ছেন? আবদুল খালেক বললেন, স্যার, ইসলাম সম্পর্কে আগে এতটা জানতাম না। অনেকটা উদাসীন ছিলাম। কুরআন ও হাদিস পড়ে বুঝতে পারছি একজন মু'মিনের ইসলাম শিক্ষা করা অত্যন্ত জরুরি। আর সাথে সাথে সেগুলো পালন করা আরও জরুরি।
হ্যাঁ, ইসলামি শিক্ষা অর্জন করার ব্যাপারে আমি আব্দুল খালেকের সাথে একমত। ইসলাম আরবি শব্দ। এর অর্থ আনুগত্য করা, আত্মসমর্পণ করা। ইসলাম শিক্ষা হচ্ছে কুরআন, হাদিস, তাওহিদ ও রিসালাতভিত্তিক শিক্ষা। এ শিক্ষা লাভের ফলে একজন শিক্ষার্থীর চিন্তাশক্তি, চরিত্র ও আচরণ এমনভাবে তৈরি হবে। যার ফলে তার জীবনের সকল কর্মকাণ্ড ইসলামি আদর্শ অনুযায়ী পরিচালিত হবে।
এ শিক্ষার মাধ্যমে মানুষের চরিত্রে অনেক পরিবর্তন সাধিত হয়। যেমন- পাপী পাপাচার ত্যাগ করে, বেনামাজি নামাজ আদায় করে, মুনাফিক নেফাকি ত্যাগ করে, ব্যভিচারী ব্যভিচার ছেড়ে দেয়। সর্বোপরি মানুষ সকল অনাচার থেকে বিরত থেকে আল্লাহর ইবাদতে মশগুল থাকে। এই শিক্ষার অনুশীলনের দ্বারাই আল্লাহর নির্দেশ পালন করা হয়, অর্জিত হয় তাকওয়া। আর এ তাকওয়ার বলেই উদ্দীপকের আব্দুল খালেক তার চরিত্রকে করেছেন মাধুর্যময়। তিনি ঠিক সময়মতো অফিসে আসেন, কাজেও মনোযোগী, নামাজেও গাফিলতি করেন না।
ইসলাম শিক্ষা অর্জন করে বাস্তব জীবনে তা চর্চা করা প্রতিটি মুসলমানের জন্য অপরিহার্য কর্তব্য। তাই আব্দুল খালেকের কর্মকাণ্ড আমি সমর্থন করি।