ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে এলাকার চেয়ারম্যান জনাব আ. হালিম তার নিজ ছেলেকে বেদম প্রহার করেন। ছেলেকে ভালো পথে ফিরিয়ে আনতে তার প্রচেষ্টার অন্ত নেই। নিজ ছেলের উপযুক্ত বিচার করায় এলাকাবাসীও তার ওপর সন্তুষ্ট। তিনি এলাকাবাসীকে বলেন, রাসুল (স) তো আমাদের এ শিক্ষাই দিয়েছেন। আমিও চেষ্টা করছি সত্য দীন প্রচার ও প্রসারের। একজন প্রতিনিধি হিসেবে এটা আমার কর্তব্য।
ইসলামি শিক্ষা একটি আদর্শিক শিক্ষা ব্যবস্থা। একারণে ইসলামি শিক্ষার প্রতি সবচেয়ে বেশি গুরুত্বারোপ করা হয়। ইসলামি শিক্ষায় মানুষের বৈষয়িক এবং পরকালীন কল্যাণের বিষয়গুলোর সমন্বয় সাধন করে শিক্ষাব্যবস্থা প্রণীত হয়। একজন মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে ইসলামি শিক্ষা। তাই এ শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ।