ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে এলাকার চেয়ারম্যান জনাব আ. হালিম তার নিজ ছেলেকে বেদম প্রহার করেন। ছেলেকে ভালো পথে ফিরিয়ে আনতে তার প্রচেষ্টার অন্ত নেই। নিজ ছেলের উপযুক্ত বিচার করায় এলাকাবাসীও তার ওপর সন্তুষ্ট। তিনি এলাকাবাসীকে বলেন, রাসুল (স) তো আমাদের এ শিক্ষাই দিয়েছেন। আমিও চেষ্টা করছি সত্য দীন প্রচার ও প্রসারের। একজন প্রতিনিধি হিসেবে এটা আমার কর্তব্য।
আরিফার মতের সাথে আমি একমত নই। উদ্দীপকে দেখা যায় নাসিম প্রত্যহ সকালে ঘুম থেকে উঠে মক্তবে যায়। তার খালাতো বোন আরিফা তাদের বাড়িতে বেড়াতে এলে তাদের প্রত্যহ সকালে ঘুম থেকে ওঠা এবং মক্তবে গমনাগমনকে পশ্চাৎগামিতা ও অপসংস্কৃতি মনে করে। তার এরূপ ধারণা যথার্থ নয়। প্রত্যহ সকালে ঘুম থেকে ওঠা ও মক্তবে গমন করা ইসলামি সংস্কৃতির অন্যতম দিক। মক্তব মুসলিম সমাজে এক বিশেষ প্রভাবক প্রতিষ্ঠান। পরিশীলিত মানবসমাজ গড়ে তোলার নেপথ্যে মক্তব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটিকে আদর্শ মানুষ তৈরির প্রাথমিক প্রতিষ্ঠান বলা হয়। আর মক্তব হলো পাশ্চাত্য শিক্ষা- সংস্কৃতির সম্পূর্ণ বিপরীত। সুতরাং আরিফার উক্ত ধারণা ভিত্তিহীন। এ কারণে আমি তার বক্তব্যকে সমর্থন করি না।