ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে এলাকার চেয়ারম্যান জনাব আ. হালিম তার নিজ ছেলেকে বেদম প্রহার করেন। ছেলেকে ভালো পথে ফিরিয়ে আনতে তার প্রচেষ্টার অন্ত নেই। নিজ ছেলের উপযুক্ত বিচার করায় এলাকাবাসীও তার ওপর সন্তুষ্ট। তিনি এলাকাবাসীকে বলেন, রাসুল (স) তো আমাদের এ শিক্ষাই দিয়েছেন। আমিও চেষ্টা করছি সত্য দীন প্রচার ও প্রসারের। একজন প্রতিনিধি হিসেবে এটা আমার কর্তব্য।
নাসিমের বাবার শেষের উক্তিটি যথার্থ। নাসিমের বাবার শেষোক্ত উক্তিটি হলো পাপপ্রবণতা হ্রাসেও মক্তব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাঠ্যবইয়ের নিরিখে নাসিমের বাবার বক্তব্যে সত্যতা পাওয়া যায়। পাঠ্যবইয়ে উল্লেখ আছে, মক্তব ব্যক্তির পাপপ্রবণতা হ্রাসে সহায়তা করে। যেমন- মক্তবে একটি শিশুকে খুব সহজ ও হৃদয়গ্রাহী ভাষায় পাপ না করার জন্য উৎসাহিত করা হয়। তাকে পাপের পরিণতি ও পাপ না করার পুরস্কার সম্পর্কে অবহিত করা হয়। তার মনে পাপের ব্যাপারে তীব্র ঘৃণা সৃষ্টি করা হয় ফলে সে পাপ না করার জন্য অভ্যস্ত হয়ে ওঠে, যা সামগ্রিক পাপপ্রবণতা কমিয়ে আনে।
মক্তব শুধু পাপপ্রবণতা হ্রাসই করে না বরং সদাচারপূর্ণ সামাজিক জীবনযাপনও করতে শেখায়। যেমন- মক্তব শিশুকে আদব- কায়দা সম্পর্কে-ধারণা দেয়। সহপাঠী, বন্ধু, মা-বাবা, ভাই বোন, আত্মীয়-স্বজন এবং অনাত্মীয় অন্যান্য ছোট-বড় মানুষের সাথে আচরণে ইসলামি রীতি শেখায়।
উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, পাপপ্রবণতা হ্রাসেও মক্তব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, নাসিমের বাবার এ উক্তিটি ইসলামের দৃষ্টিতে যথার্থ।