করিডোর ও ট্রানজিট কী?
করিডোর
যখন একটি দেশ তার নিজের এক অংশ থেকে অন্য কোনো অংশে পণ্য পরিবহন বা যাতায়াতের জন্য দ্বিতীয় কোনো স্বাধীন দেশের ভূখণ্ড ব্যবহার করে তখন তাকে করিডোর সুবিধা বলে।
যেমন: বাংলাদেশ যখন ভারতীয় পণ্যবাহীযানকে কলকাতা থেকে বাংলাদেশের উপর দিয়ে আগরতলায় যাওয়ার সুযোগ দেয়, তখন তা হয় করিডোর সুবিধা। এখানে মাত্র দুটি দেশ থাকবে।
ট্রানজিট
একটি দেশ দ্বিতীয় দেশের ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় কোনো দেশে পণ্য বহন করলে তাকে ট্রানজিট সুবিধা বলে।
যেমন: বাংলাদেশ যখন ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল বা ভুটানে পণ্য পাঠাবে তখন ভারত বাংলাদেশকে ট্রানজিট সুবিধা দিচ্ছে বলা হবে।