পাতলা সালফিউরিক এসিডে অশুদ্ধ 0.14g লোহা গলানো হল। উক্ত দ্রবণ 20cm3 0.02 mol/ dm3 K2 Cr2O7 এর সাথে বিক্রিয়া করে।
(a) Fe2+ আয়ন এবং Cr2O2-7আয়নের সমতাপূর্ণ আয়নিক সমীকরণ লিখ ।
(b) অবিশুদ্ধ লোহার নমুনায় ভরের সাপেক্ষে লোহার শতকরা হার নির্ণয় কর। [লোহার পারমাণবিক ভর Fe = 56]