or
Don't have an account? Register
একটি কোম্পানির একটি নির্দিষ্ট হিসাব বছরে নিট বিক্রয় ১,৭৫,০০০ টাকা, নিট আয় ৯৫,০০০ টাকা, মোট সম্পত্তির প্রারম্ভিক ও সমাপনী জের যথাক্রমে ৩,০০,০০০ টাকা এবং ৪,০০,০০০ টাকা হলে কোম্পানির সম্পত্তির আবর্তন অনুপাত কত?
রেওয়ামিলে সাপ্লাইজ খরচ দেখানো হয়েছে ৩,৫০০ টাকা। বছর শেষে যদি ১,৫০০ টাকার অব্যবহৃত সাপ্লাইজ হাতে থাকে, তবে সমন্বয় দাখিলা কী হবে?
ধারে ক্রয়কৃত ১০,০০০ টাকার যন্ত্রপাতি ভুলবশত বিক্রয় হিসাবে ক্রেডিট করা হয়েছে। এই ভুলের সংশোধনী জাবেদা কী হবে?
কোনো প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদ ১,০০০ একক, সমাপনী মজুদ ৮০০ একক এবং বিক্রয় ৬,২০০ একক। যদি উৎপাদন ব্যয় ৩০,০০০ টাকা হয়, তবে উৎপাদিত পণ্যের একক প্রতি মূল্য কত?
হিসাববিজ্ঞানের কোন ধারণা বা নীতি অনুযায়ী স্থায়ী সম্পদের উপর অবচয় ধার্য করা হয়?
একটি কোম্পানির যথাক্রমে পণ্যের একক প্রতি বিক্রয়মূল্য, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় এবং স্থায়ী ব্যয় যথাক্রমে ১০০ টাকা, ৫০ টাকা ও ৭,০০০ টাকা। যদি বিক্রয় ৫০,০০০ টাকার হয়, তবে নিরাপত্তা প্রান্ত কত হবে?
অবলোপন কোন ধরনের সম্পত্তির উপর ধার্য করা হয়?
একটি প্রতিষ্ঠান নগদ ৮০,০০০ টাকা দিয়ে ভূমি ক্রয় করল। ভূ-সম্পত্তির দালালের কমিশন বাবদ ৫,০০০ টাকা প্রদান করা হলো এবং নতুন। দালান নির্মাণের জন্য পুরনো দালান ভেঙ্গে ফেলা বাবদ খরচ হলো ৭,০০০ টাকা। ক্রয়মূল্য নীতি অনুযায়ী, ভূমির মূল্য কত লিপিবদ্ধ করা হবে?