সাইফুল সাধারণ কৃষক পরিবারের সদস্য। বাবা-মা, ভাই- বোন মিলে ৬ জনের পরিবার। সাইফুলের বাবা বসতবাড়ির পাশের জমিতে ধান চাষের পাশাপাশি শাক-সবজি, পিঁয়াজ, আদা-রসুন ইত্যাদি চাষ করে। জমির পশ্চিম-উত্তর কোণায় ডোবাতে মাছের চাষ করে। ডোবার উপর মাচায় হাঁস-মুরগি পালন করে। সাইফুলরা বাড়িতে ২টি গরু পালন করে। গরু দিয়ে জমি চাষ করে এবং গরুর গোবর, হাঁস-মুরগির বিষ্ঠা সার হিসাবে ব্যবহার করে। খামারে উৎপাদিত দ্রব্য ব্যবহার করে সংসারের প্রয়োজন মিটিয়ে উদ্বৃত্ত পণ্য বাজারজাত করে কিছু অর্থের সংস্থানও হচ্ছে।
প্রাকৃতিক উপাদানসমূহ যেমন- ভূমি, বৃষ্টি, তাপ, আলো ইত্যাদির যথোপযুক্ত ব্যবহার দ্বারা মানুষ ও পশুপাখির খাদ্য এবং অন্যান্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী উৎপাদনের কাজকে খামারকরণ বলে। খামারকরণ ব্যবস্থায় উৎপাদন খরচ কমিয়ে বিভিন্ন কৃষিপণ্য বাজারে চাহিদামতো, সময়মতো ও গুণগতমান বজায় রেখে উৎপাদনের ব্যবস্থা করা হয় এবং সঠিক মূল্যে বিক্রয় করা হয়। অর্থাৎ বলা যায়, খামারকরণ একটি উৎপাদন প্রক্রিয়া।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?