জগন্নাথ বিশ্ববিদ্যালয় || ডি ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ) ২০২৪-২৫ || শিফট-১ (14-02-2025) || 2025

All Written Question

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (কৃত্রিম বুদ্ধিমত্তা) হলো এমন একটি প্রযুক্তি যা কম্পিউটার সিস্টেম বা মেশিনকে মানুষের মতো চিন্তা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা প্রদান করে। এটি বিভিন্ন ডেটা বিশ্লেষণ ও প্যাটার্ন শনাক্তকরণের মাধ্যমে জটিল সমস্যার সমাধান করতে সক্ষম। জন ম্যাকার্থি ১৯৫৫ সালে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ধারণা দেন। চ্যাটজিপিটি যুক্তরাষ্ট্রের এবং ডিপসিক চীনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উদাহরণ। 

6

করিডোর ও ট্রানজিট কী? 

Created: 1 month ago | Updated: 1 month ago
Updated: 1 month ago

করিডোর 

যখন একটি দেশ তার নিজের এক অংশ থেকে অন্য কোনো অংশে পণ্য পরিবহন বা যাতায়াতের জন্য দ্বিতীয় কোনো স্বাধীন দেশের ভূখণ্ড ব্যবহার করে তখন তাকে করিডোর সুবিধা বলে। 

যেমন: বাংলাদেশ যখন ভারতীয় পণ্যবাহীযানকে কলকাতা থেকে বাংলাদেশের উপর দিয়ে আগরতলায় যাওয়ার সুযোগ দেয়, তখন তা হয় করিডোর সুবিধা। এখানে মাত্র দুটি দেশ থাকবে। 

 

ট্রানজিট 

একটি দেশ দ্বিতীয় দেশের ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় কোনো দেশে পণ্য বহন করলে তাকে ট্রানজিট সুবিধা বলে। 

যেমন: বাংলাদেশ যখন ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল বা ভুটানে পণ্য পাঠাবে তখন ভারত বাংলাদেশকে ট্রানজিট সুবিধা দিচ্ছে বলা হবে। 

ধরি, শার্ট দুটির প্রত্যেকটির বিক্রয়মূল্য = 100 টাকা এবং ১ম শার্টের ক্রয়মূল্য = x টাকা, ২য় শার্টের ক্রয়মূল্য = y টাকা। 

১ম শার্টের ক্ষেত্রে, 

∴ x + x × 10% = 100 

 

⇒ x = 90.91 টাকা 

২য় শার্টের ক্ষেত্রে, 

∴ y - y × 10% = 100 

 y - 10y100= 100 

⇒ y = 111.11 টাকা 

∴ মোট ক্রয়মূল্য = x + y = 90.91 + 111.11 টাকা 

= 202.02 টাকা  

∴  মোট বিক্রয়মূল্য = 200 টাকা 

∴  মোট ক্ষতি = 2.02 টাকা 

∴  শতকরা ক্ষতি =2.02200×100%

= 1% 

উত্তর: শতকরা ক্ষতি 1%।