জগন্নাথ বিশ্ববিদ্যালয় || ডি ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ) ২০২৪-২৫ || শিফট-২ (14-02-2025) || 2025

All Written Question

উদাহরণসহ ণ-ত্ব বিধির নিয়ম লেখা হলো-

নিয়ম 

উদাহরণ 

ঋ, র, ষ-এর পরে মূর্ধন্য 'ণ' হয়। 

ঋণ, তৃণ, বর্ণ, বর্ণনা, কারণ, মরণ, ব্যাকরণ, ভীষণ, ভাষণ, উষ্ণ ইত্যাদি। 

ঋ, র, ষ-এর পরে স্বরধ্বনি, য, য়, হ, ং এবং ক-বর্গীয় ও প-বর্গীয় ধ্বনি থাকলে তার পরবর্তী দন্ত-ন মূর্ধন্য-ণ হয়। 

কৃপণ (ঋ-কারের পরে প, তার পরে ণ), হরিণ (র-এর পরে স্বর তারপরে ণ, অর্পণ (অ+র+প্+অ+ণ), লক্ষণ (ল্+অ+++অ+ণ), এরূপ বক্ষ্যমাণ রুক্মিণী, স্পৃহণীয়, অপেক্ষমাণ, ম্রিয়মাণ। 

প্র, পরা, পূর্ব, অপর - এগুলোর পর 'অহ্ন' থাকলে 'ন' 'ণ' হয়। 

প্রাহ্ণ, পরাহ্ণ, পূর্বাহ্ণ, অপরাহ্ণ। 

প্র, পরা, পরি, নির্  - এই চারটি উপসর্গ ও অন্তর শব্দের পরে নদ, নম্, নশ্, নহ্, নী, নু, নুদ, অন্ ও হন্ ধাতুর 'ন' হবে 'ণ'। 

নম্ পরিণাম; নহ্ পরিণাহ; নী প্রণয়; নুদ প্রণোদ, প্রণোদিত; অন্ - প্রাণ; হন্ - অন্তর্হণন। 

উত্তর, পর, পার, রবীন্দ্র, চান্দ্র, নার, রাম শব্দের পরে 'অয়ন' বা 'আয়ন' শব্দ যুক্ত হলে এর 'ন' পরিবর্তিত হয়ে 'ণ' হয়। 

পরায়ণ, পারায়ণ, উত্তরায়ণ, চান্দ্রায়ণ, রবীন্দ্রায়ণ, নারায়ণ, রামায়ণ। 

তৎসম শব্দের বানানে ট-বর্গীয় ধ্বনির (ট, ঠ, ড, ঢ) আগে যুক্তবর্ণ হিসেবে 'ণ' যুক্ত হয়। 

কণ্টক, তাণ্ডব, ঘণ্টা, লুণ্ঠন। 

অগ্র ও গ্রাম শব্দের পরবর্তী 'নী' ধাতুর ন>ণ হয়। 

অগ্রণী, গ্রামণী। 

মধ্যাহ্ন' ও 'সায়াহ্ন' শব্দে 'ণ' হবে 'ন' কারণ এখানে 'অহ্ন' 'মধ্য' ও 'সায়' শব্দের পরে আছে এবং পূর্বে ঋ, র, ষ- এর কোনোটিই নেই। 

যেসব বিশেষণ বাক্যের অন্তর্গত অন্য বিশেষণকে বিশেষিত করে, সেসব বিশেষণকে ভাববাচক বিশেষণ বলে। 

উদাহরণসহ বিশেষণ পদের শ্রেণিবিভাগ: 

প্রকারভেদ 

সংজ্ঞা 

উদাহরণ 

০১। বর্ণবাচক 

যে বিশেষণ দিয়ে বর্ণ বা রং নির্দেশ করা হয়, তাকে বর্ণবাচক বিশেষণ বলে। 

নীল আকাশ, সবুজ মাঠ, লাল ফিতা এখানে 'নীল', 'সবুজ' এবং 'লাল' হলো বর্ণবাচক বিশেষণ। 

০২। গুণবাচক 

যে বিশেষণ দিয়ে গুণ বা বৈশিষ্ট্য বোঝায়, তাকে গুণবাচক বিশেষণ বলে। 

চালাক ছেলে, ঠান্ডা পানি গরম তেল- এখানে 'চালাক', 'ঠান্ডা' ও 'গরম' হলো গুণবাচক বিশেষণ। 

০৩। অবস্থাবাচক 

যে বিশেষণ দিয়ে অবস্থা বোঝায়, তাকে অবস্থাবাচক বিশেষণ বলে

চলন্ত ট্রেন, উড়ন্ত পাখি, ঘুমন্ত শিশু। তরল পদার্থ-এখানে 'চলন্ত', উড়ন্ত ও 'ঘুমন্ত' অবস্থাবাচক বিশেষণ। 

০৪। ক্রমবাচক 

যে বিশেষণ দিয়ে ক্রমসংখ্যা বোঝায়, তাকে ক্রমবাচক বিশেষণ বলে

এক টাকা, আট দিন এখানে 'এক' ও 'আট' ক্রমবাচক বিশেষণ। 

০৫। পূরণবাচক 

যে বিশেষণ দিয়ে পূরণসংখ্যা বোঝায়, তাকে পূরণবাচক বিশেষণ বলে। 

তৃতীয় প্রজন্ম, ৩৪তম অনুষ্ঠান- এখানে 'তৃতীয়' ও '৩৪তম' পূরণবাচক বিশেষণ। 

০৬। পরিমাণবাচক 

যে বিশেষণ দিয়ে পরিমাণ বা আয়তন বোঝায়, তাকে পরিমাণবাচক বিশেষণ বলে। 

আধা কেজি চাল, অনেক লোক এখানে 'আধা কেজি' ও 'অনেক' পরিমাণবাচক বিশেষণ। 

০৭। উপাদানবাচক 

যে বিশেষণ দিয়ে উপাদান নির্দেশ করে, তাকে উপাদানবাচক বিশেষণ বলে। 

বেলে মাটি, পাথুরে মূর্তি, মাটির পুতুল এখানে 'বেলে' 'পাথুরে' ও 'মাটির' উপাদানবাচক বিশেষণ। 

০৮। প্রশ্নবাচক 

যে বিশেষণ দিয়ে প্রশ্নবাচকতা নির্দেশিত হয়, তাকে প্রশ্নবাচক বিশেষণ বলে। 

কেমন গান? কতক্ষণ সময়? এখানে 'কেমন' ও 'কতক্ষণ' প্রশ্নবাচক বিশেষণ। 

০৯। নির্দিষ্টতাবাচক 

যে বিশেষণ দিয়ে বিশেষিত শব্দকে নির্দিষ্ট করা হয়, তাকে নির্দিষ্টতাবাচক বিশেষণ বলে। 

এই দিনে, সেই সময়। এখানে 'এই' ও 'সেই' নির্দিষ্টতাবাচক বিশেষণ। 

১০। বিধেয় বিশেষণ 

বাক্যের বিধেয় অংশে যেসব বিশেষণ বসে, সেসব বিশেষণকে বিধেয় বিশেষণ বলে। 

'লোকটা পাগল' বা 'এই পুকুরের পানি ঘোলা'- বাক্য দুটির 'পাগল' ও 'ঘোলা' বিধেয় বিশেষণ 

 

উচ্চারণস্থান অনুযায়ী ব্যঞ্জনধ্বনির প্রকারভেদ: 

নাম 

সংজ্ঞা 

বর্ণ 

ওষ্ঠ্য ব্যঞ্জন 

যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে ঠোঁট দুটি কাছাকাছি এসে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে ওষ্ঠ্য ব্যঞ্জন বলে। এগুলো দ্বি-ওষ্ঠ্য ধ্বনি নামেও পরিচিত। 

প, ফ, ব, ভ, ম। 

দন্ত্য ব্যঞ্জন 

যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা উপরের পাটির দাঁতে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে দন্ত্য ব্যঞ্জন বলে। 

ত, থ, দ, ধ। 

দন্তমূলীয় ব্যঞ্জন 

যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা উপরের পাটির দাঁতের গোড়ার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে দন্তমূলীয় ব্যঞ্জন বলে। 

ন, র, ল, স। 

মূর্ধন্য ব্যঞ্জন 

যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা মূর্ধার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে মূর্ধন্য ব্যঞ্জন বলে। 

ট, ঠ, ড, ঢ, ড়, ঢ়। 

তালব্য ব্যঞ্জন 

যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা খানিকটা প্রসারিত হয়ে শক্ত তালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে তালব্য ব্যঞ্জন বলে। 

চ, ছ, জ, ঝ, শ। 

কণ্ঠ্য ব্যঞ্জন 

যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের পিছনের অংশ উঁচু হয়ে আলজিভের কাছাকাছি নরম তালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে কণ্ঠ্য ব্যঞ্জন বলে

ক, খ, গ, ঘ, ঙ। 

কণ্ঠনালীয় ব্যঞ্জন 

যেসব ধ্বনি উচ্চারণের সময়ে ধ্বনিদ্বার থেকে বায়ু কণ্ঠনালি হয়ে সরাসরি বের হয়ে আসে তাকে কণ্ঠনালীয় ব্যঞ্জন বলে

2

Write four coherent sentences on "Community Service". 

Created: 1 month ago | Updated: 1 month ago
Updated: 1 month ago

Community service is a voluntary effort where individuals contribute their time and skills to help others in need. It plays a crucial role in strengthening communities by addressing social issues such as poverty, education, and environmental conservation. Engaging in community service fosters empathy, responsibility, and a sense of unity among people from different backgrounds. Moreover, by participating in such activities, individuals not only support those in need but also develop valuable life skills and experience personal growth. 

3

Explain the statement in four sentences: "The grass is always greener on the other side".

Created: 1 month ago | Updated: 1 month ago
Updated: 1 month ago

The saying "The grass is always greener on the other side" means that people often believe others have a better situation than they do. It reflects human nature to compare their lives with others and feel dissatisfied with their own circumstances. However, this perception is often misleading because every situation has its own challenges, even if they are not visible. The phrase encourages people to appreciate what they have instead of constantly longing for what seems better from a distance. 

বাংলাদেশে কিশোর অপরাধের চারটি প্রধান কারণ: 

(ক) আর্থিক অভাব অনটন 
(খ) শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হওয়া 
(গ) বাবা মায়ের নিয়ন্ত্রণের অভাব 
(ঘ) শহর জীবনের একাকিত্ব 

Possible Extra: 

(i) বাবা মায়ের কর্মব্যস্ততা 
(ii) মোবাইল ফোনের মাধ্যমে অনিয়ন্ত্রিত যোগাযোগ 
(iii) নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের অবক্ষয়।