সুনীল তার ৫০ শতাংশ জমিতে পালংশাক চাষ করল। কিন্তু ক্রমাগত কয়েকদিন বৃষ্টিপাতের ফলে জলাবদ্ধতায় তার জমির সমস্ত ফসল নষ্ট হয়ে যায়। পরবর্তী বছর সে ফসল রক্ষা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করল।
মাটিতে প্রতিনিয়ত রাসায়নিক, ভৌত রাসায়নিক এবং জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটে। এসব বিক্রিয়াকে বলা হয় মাটির বিক্রিয়া। মাটির বিক্রিয়া একটি রাসায়নিক ধর্ম। এ ধর্ম প্রকাশের একক হচ্ছে pH বা অম্লমান। মাটিতে হাইড্রোজেন আয়নের ঘনত্বের ঋণাত্মক লগারিদমকে (গ্রাম/লিটার) মাটির অম্লমান বলে। অর্থাৎ pH = - log [H']। ১-১৪ সংখ্যা দ্বারা অম্লমান পরিমাপ করা হয়। pH-এর মান ৭ এর কম হলে অম্লত্ব ও ৭ এর বেশি হলে ক্ষারত্ব দেখা যায়।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?