তোমার এক বন্ধু প্রায়ই কম্পিউটারে গেমস খেলে। এতে তার কী কী ক্ষতি হতে পারে? বর্ণনা কর ৷
আমার এক বন্ধু প্রায় কম্পিউটারে গেমস খেলি এটা তার যে যে ক্ষতি হতে পারে তার বর্ণনা দেওয়া হলো যেমন :
তার মস্তিষ্ক খারাপ হতে পারে তার চোখ এর ক্ষতি হতে পারে এর ফলে তার মাথা ব্যথা করতে পারে এটা মস্তিষ্কে ভালো আঘাত করতে পারে তাই বলা যায় যে কম্পিউটারে গেমস প্রতিদিনই খেলা কারোরই উচিত নয় তাই আমার বন্ধুর উচিত প্রতিদিন গেম খেলাকে নেশা না করে বাদ দেওয়া।
এতে করে সে ভালো একটি জীবন পাবে।