Academy

M, N, OR নামে খুলনা বিভাগে চারটি ব্যাংক রয়েছে। বাজারে ব্যাংকগুলোর সুনাম দিন দিন হ্রাস পাচ্ছে, ফলে গ্রাহকদের লেনদেনের পরিমাণও কম হচ্ছে। সম্প্রতি M ব্যাংকের গ্রাহক মিসেস রহিমা সৌদি আরবে যাওয়ার সময় তার অলংকার এবং সম্পত্তির দলিল ব্যাংকে রেখে যায়। সে সৌদি আরব থেকে তার হিসাবে প্রতি মাসে ৮০ হাজার টাকা করে জমা করে। প্রায় দুই বছর পর মিসেস রহিমার ভাই জনাব লতিফ M ব্যাংকে রহিমার কত টাকা আছে জানতে চাইলে ব্যাংক অফিসার জনাব ইউসুফ তাকে সেটি বলে দেয়। ফলে রহিমা M ব্যাংকের ওপর ক্ষুব্ধ হয়ে তার হিসাব বন্ধ করে দেয় এবং অন্য একটি ব্যাংকে তার সব টাকা জমা করে। এমতাবস্থায়, M. N, Q ও R ব্যাংক সিদ্ধান্ত নিল একই ব্যবস্থাপনায় পুনরায় ভালোভাবে ব্যাংকিং কার্যক্রম শুরু করবে। যেখানে ব্যাংকগুলো একে অপরকে সহযোগিতা করবে এবং নিজস্ব নামেই ব্যাংক পরিচালনা করবে। 

উদ্দীপকে কাঠামোভিত্তিক কোন ধরনের ব্যাংকের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।

Created: 1 year ago | Updated: 1 year ago
Updated: 1 year ago

ফিন্যান্স ও ব্যাংকিং

Please, contribute to add content.
Content
Promotion