অতি সংক্ষিপ্ত প্রশ্ন
অতি সংক্ষিপ্ত প্রশ্ন
১. টেক্সটাইল ফাইবার বলতে কী বোঝায় ?
২. প্রাকৃতিক ফাইবারের সংজ্ঞা দাও ।
৩. ফাইবারের শক্তির একক কী?
৪. শক্তি প্রয়োগ করলে ফাইবার প্রসারিত হয় এবং শক্তিযুক্ত করলে ফাইবার আবার পূর্বের অবস্থানে ফিরে আসে' ফাইবারের কোনো গুণাগুণের ফলে এরূপ অবস্থার সৃষ্টি হয়?
৫. ঘনত্বের একক কী?
৬. উদ্ভিজ প্রাকৃতিক ফাইবারের কয়েকটি উদাহরণ দাও।
৭. গ্লাস ও অ্যাসবেস্টস কোনো ধরনের ফাইবার?
৮. ১০০ ভাগ কৃত্রিম ফাইবারের ৩টি উদাহরণ দাও ।
৯. পৃথিবীতে প্রচুর পরিমাণে ব্যবহৃত হচ্ছে এ রকম ১টি বীজ ফাইবারের নাম লেখ।
১০. কোন ফাইবারের প্রাকৃতিক ফিলামেন্ট থাকে।
১১. ফাইবারের উৎস কী?
১২. কটন ফাইবারের আর্দ্রতা ধারণ ক্ষমতা কত?
১৩. তুলা আঁশের গ্রেডিং কিসের উপর নির্ভর করে ?
১৪. ট্রাসের পরিমাণ নির্ণয়ের জন্য কোন যন্ত্রের সাহায্য নেওয়া হয় ?
১৫. কটন উৎপাদনকারী কয়েকটি দেশের নাম লেখ ।
১৬. যে কোনো ৫টি তুলার দোষত্রুটির নাম লেখ।
১৭. কটন ফাইবারের দৈর্ঘ্য কত?
১৮. পাটের রাসায়নিক সংকেত লেখ।
১৯. পাটের বোটানিক্যাল নাম লেখ।
২০. পাটের আর্দ্রতা ধারণ ক্ষমতা কত?
২২. সিদ্ধ ফাইবারের সেরিছিনের পরিমাণ কত?
২৩. সফট সিল্ক কী?
২৪. সিল্কের আর্দ্রতা ধারণ ক্ষমতা কত?
২৫. কোকুন কী?
২৬. সেরিকালচার বলতে কী বোঝায় ?
২৭. সিল্ক উৎপাদনকারী কয়েকটি দেশের নাম লেখ ।
২৮. সুতার সংজ্ঞা দাও ।
২৯. সুতার কাউন্ট নির্ণয়ের কয়টি পদ্ধতি ও কী কী?
৩০. পরোক্ষ পদ্ধতিতে কোন মান স্থির থাকে?
৩১. প্রত্যক্ষ পদ্ধতিতে সুতার কাউন্ট নির্ণয়ের সূত্রটি লেখ।
৩২. কটন সুতার প্রতিটি হ্যাংক দৈর্ঘ্য কত?
৩৩. ফিলামেন্ট সুতা বলতে কী বোঝায়?
৩৪. মাল্টি ফিলামেন্ট ইয়ার্ন কী?
৩৫. স্পার্ন ইয়ার্ন কাকে বলে?
৩৬. ইংলিশ কটন কাউন্ট-এর সংজ্ঞা দাও ।
৩৭. 'Ne'-এর ব্যাখ্যা দাও।
৩৮. সুতার যে কোনো ৫টি ত্রুটির নাম লেখ।
৩৯. ওয়াইন্ডিং বলতে কী বোঝায় ?
৪০. কোন ওয়াইন্ডিং -এর সংজ্ঞা দাও।
৪১. পার্ন কোথায় ব্যবহার করা হয় এবং কেন?
৪২. কয়েকটি ইয়ার্ন প্যাকেজের নাম লেখ।
৪৩. ইয়ার্ন প্যাকেজের যে কোনো ৫টি ত্রুটির নাম লেখ।
৪৪. ঢালা প্রকরণের সংজ্ঞা দাও।
৪৫. ক্রিলের সংজ্ঞা দাও ।
৪৬. মিল ওয়াশিং কী?
৪৭. সাইজ ও সাইজিং-এর সংজ্ঞা দাও।
৪৮. কটন ইন্ডাস্ট্রিতে সাধারণত কোন ধরনের অ্যাডহেসিভ ব্যবহার করা হয় নাম লেখ।
৪৯. কয়েকটি সফেনিং এজেন্টের উদাহরণ দাও।
৫০. জুট ইন্ডাস্ট্রিতে আঠালো জাতীয় পদার্থ হিসেবে কী ব্যবহার করা হয় লেখ।
৫১. মাড় দ্রবণের pH কত রাখা হয়?
৫২. মাড়ে ব্যবহৃত প্রতিষেধক উপাদানগুলোর নাম লেখ।
সংক্ষিপ্ত প্রশ্ন
১. প্রাকৃতিকভাবে প্রাপ্ত সকল ফাইবারই টেক্সটাইল ফাইবার নয় কেন?
২. ক্রিম ফাইবারের একটি প্রাকৃতিক গুণ। এই ক্রিম থাকার কারণে টেক্সটাইল ফাইবার কী
৩. প্রাকৃতিক ফাইবারের গুরুত্বপূর্ণ ৫টি গুণাবলির নাম লেখ।
৪. কৃত্রিম ফাইবার বলতে কী বোঝায়? -এর শ্রেণিবিভাগ কর?
৫. প্রাকৃতিক ফাইবার ও মানুষের তৈরি ফাইবারের পার্থক্য লেখ।
৬. প্রাকৃতিক ফাইবারের ব্যবহার লেখ।
৭. তুলার বোটানিক্যাল নামসহ শ্রেণিবিভাগ কর।
৮. আমেরিকান তুলার গ্রেডিং দেখাও ।
৯. কটনের ভৌত গুণাবলি লেখ।
১০. তুলা আঁশের রাসায়নিক গুণাবলি লেখ।
১১. তুলার ব্যবহার লেখ।
১২. পাটকে কেন পরিবেশের বন্ধু বলা হয়?
১৩. তোষা পাটের গ্রেভিং কর।
১৪. পাটের উপাদান লেখ ।
১৫. পাটের ব্যবহার লেখ।
১৬. সিল্ক-এর উপাদানসমূহের নাম শতকরা হারসহ লেখ।
১৭. সিল্ক-এর ভৌত গুণাবলি লেখ।
১৮. সিল্ক-এর রাসায়নিক গুণাবলি লেখ।
১৯. সিল্ক-এর ব্যবহার লেখ।
২০. প্রত্যক্ষ পদ্ধতিতে কাউন্টের সংজ্ঞা সূত্রসহ লেখ।
২১. পরোক্ষ পদ্ধতিতে কাউন্টের সংজ্ঞা সূত্রসহ লেখ।
২২. সুতার যে কোনো ৩টি ত্রুটি, কারণ ও প্রতিকারসহ লেখ।
২৩. কাপড় বুননের ফ্লো চার্ট লেখ ।
২৪. ওয়াইল্ডিং -এর শ্রেণিবিভাগ দেখাও।
২৫. কোন ও চিজ ওয়াইন্ডিং -এর মধ্যে পার্থক্য লেখ।
২৬. টানা প্রকরণের উদ্দেশ্য লেখ।
২৭. ওয়ার্সিং - -এর শ্রেণি বিভাগ কর।
২৮. সেকশনাল ওয়ার্দিং ও মিল ওয়ার্সিং -এর মধ্যে পার্থক্য লেখ।
২৯. সাইজিং -এর উদ্দেশ্যাবলি কী?
৩০. সাইজিং -এর উপাদানসমূহ কী কী?
৩১. সাইজিং -এর সময় কী কী ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয় লেখ ।
৩২. যে কোনো একটি আদর্শ মাড়ের রেসিপি লেখ।
৩৩. সাইজিং -এর উপাদান নির্বাচন কী কী বিষয়ের উপর নির্ভর করে ?
রচনামূলক প্রশ্ন
১. টেক্সটাইল ফাইবারের গুণাবলি বিস্তারিত লেখ ।
২. প্রাকৃতিক ফাইবারের গুণাবলি বিস্তারিত লেখ।
৩. টেক্সটাইল ফাইবারের বৈশিষ্ট্যসমূহ বিস্তারিত লেখ ।
৪. উৎস হিসেবে টেক্সটাইল ফাইবারের শ্রেণিবিভাগ দেখাও।
৫. প্রাকৃতিক ফাইবার ও কৃত্রিম ফাইবারের পার্থক্য লেখ।
৬. কটন ফাইবারের গ্রেডিং বিস্তারিত বর্ণনা কর।
৭. তুলার দোষত্রুটি বিস্তারিত লেখ।
৮. পাটের গ্রেডিং-এর বর্ণনা দাও।
৯. জুট ফাইবারের কী কী দোষত্রুটি পাওয়া যায় আলোচনা কর।
১০. রেশম পোকা পালন বিস্তারিত লেখ।
১১. বাংলাদেশে রেশম চাষ পদ্ধতির বর্ণনা দাও।
১২. সিন্ধ বাছাই পদ্ধতির বিস্তারিত আলোচনা কর।
১৩. উইভিং-এ ব্যবহৃত সুতার গুণাগুণ বর্ণনা কর ।
১৪. সুতার কাউন্ট নির্ণয়ের পদ্ধতিসমূহের বর্ণনা দাও।
১৫. কাপড়ের বৈশিষ্ট্যের উপর সুতার ভূমিকা কী লেখ ।
১৬. বিভিন্ন পদ্ধতিতে সুতার কাউন্টের সংজ্ঞা দাও এবং এদের সূত্রসমূহ লেখ।
১৭. বিভিন্ন কাউন্ট পদ্ধতির মধ্যে সম্পর্ক দেখাও ।
১৮. কাপড় বুননের বিভিন্ন ধাপসমূহ ব্যাখ্যা কর।
১৯. চিত্রসহ পার্ন ওয়াইন্ডিং -এর বর্ণনা দাও ।
২০. যে কোনো ৫টি ইয়ার্ন প্যাকেজের নামকরণ ও প্রতিকারসহ লেখ।
২১. সাইজিং উপাদানসমূহ উদাহরণসহ লেখ।