Blog

ইংরেজিতে Cox's Bazar বানানে কেন ('s) ব্যবহার করা হয় ?

ইংরেজিতে Cox's Bazar বানানে কেন ('s) ব্যবহার করা হয় ❓

কক্সবাজারের প্রাচীন নাম ছিল ‘পালংকী’। একসময় এটি ‘প্যানোয়া’ নামে পরিচিত ছিল। প্যানোয়া শব্দের অর্থ ‘হলুদ ফুল’। অতীতে কক্সবাজারের আশপাশের এলাকা হলুদ ফুলে ঝকমক করতো। আধুনিক কক্সবাজারের নামকরণ হয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা ক্যাপ্টেন "হিরাম কক্সের "নামানুসারে। তিনি এখানে একটি বাজার প্রতিষ্ঠা করেন। এটি ‘কক্স সাহেবের বাজার’ নামে পরিচিতি পায়। সেখান থেকে ‘কক্সবাজার’ নামের উৎপত্তি। Cox's Bazar এ "s" ব্যবহার করা হয় কক্স সাহেবের বাজার এটা বোঝানোর জন্য। আরো ভেঙে বললে ধরি আপনার নাম করিম, আমি আপনার বাসায় বেড়াতে এসেছি, তখন কেউ আমায় ফোন করে জিজ্ঞেস করলো
- Where are you now?
উত্তরে আমি বললাম- At Karim's home.
এখানে "s" যুক্ত করা হয়েছে করিমের বাড়ি বা আপনার বাড়ি বোঝাতে। At Karim home বললে সেটা গ্রামাটিক্যালি শুদ্ধ হতো না। আশাকরি বুঝতে পেরেছেন।

3.8k

Author

Typist
355
0 Followers

Learn yourself, teach others.

All Comments

Promotion