মার্কিন যুক্তরাষ্ট্রের অবিসংবাদিত নেতা প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন দাসপ্রথা বিলোপ এবং গণতন্ত্রের নবজাগরণের উদ্দেশ্যে গেটিসবার্গ নামক স্থানে ১৮৬৩ সালের ১৯ নভেম্বর এক যুগান্তকারী ভাষণ প্রদান করেন যা পৃথিবীর ইতিহাসে 'গেটিসবার্গ এড্রেস' নামে খ্যাত। তার এ ভাষণের ব্যপ্তি ছিল মাত্র তিন মিনিট। ভাষণে তিনি গণতন্ত্র, শোষিত মানুষের মুক্তি ও অধিকারের কথা বলেছেন। পৃথিবীতে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দাসপ্রথা বিলোপে এটি একটি মাইলফলক। ক. লাহোর প্রস্তাব কত সালে পেশ করা হয়? খ. দ্বিজাতি তত্ত্ব বলতে কী বোঝায়? গ. আব্রাহাম লিংকনের ভাষণের সাথে বাংলাদেশের কোন মহান নেতার ভাষণের মিল রয়েছে? ব্যাখ্যা করো। ঘ. গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠায় উভয় নেতার ভাষণ তাৎপর্যপূর্ণ হলেও উক্ত নেতার ভাষণ ছিল আরো দিক নির্দেশনামূলক ও চেতনায় উদ্দীপ্ত- বিশ্লেষণ করো।

Created: 1 year ago | Updated: 4 days ago

মার্কিন যুক্তরাষ্ট্রের অবিসংবাদিত নেতা প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন দাসপ্রথা বিলোপ এবং গণতন্ত্রের নবজাগরণের উদ্দেশ্যে

গেটিসবার্গ নামক স্থানে ১৮৬৩ সালের ১৯ নভেম্বর এক যুগান্তকারী ভাষণ প্রদান করেন যা পৃথিবীর ইতিহাসে 'গেটিসবার্গ এড্রেস' নামে খ্যাত। তার এ ভাষণের ব্যপ্তি ছিল মাত্র তিন মিনিট। ভাষণে তিনি গণতন্ত্র, শোষিত মানুষের মুক্তি ও অধিকারের কথা বলেছেন।

পৃথিবীতে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দাসপ্রথা বিলোপে এটি একটি মাইলফলক।

ক. লাহোর প্রস্তাব কত সালে পেশ করা হয়?

খ. দ্বিজাতি তত্ত্ব বলতে কী বোঝায়?

গ. আব্রাহাম লিংকনের ভাষণের সাথে বাংলাদেশের কোন মহান নেতার ভাষণের মিল রয়েছে? ব্যাখ্যা করো।

ঘ. গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠায় উভয় নেতার ভাষণ তাৎপর্যপূর্ণ হলেও উক্ত নেতার ভাষণ ছিল আরো দিক

নির্দেশনামূলক ও চেতনায় উদ্দীপ্ত- বিশ্লেষণ করো।

Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...