আফগানিস্তান

- সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী | | NCTB BOOK
10
  • রাষ্ট্রীয় নামঃ The Islamic Emirate of Afghanistan
  • রাজধানীঃ কাবুল
  • ভাষাঃ আফগানী
  • মুদ্রাঃ দরি,পাস্তু পশতু

জেনে নিই

  • আফগানিস্তান (মোট প্রদেশ ৩৪ টি) একটি স্থলবেষ্টিত দেশ।
  • আফগানিস্তান স্বাধীনতা লাভ করে- ১৯১৯ সালে।
  • আফগানিস্তানের জনক- মোহাম্মদ জহির শাহ্ (শেষ রাজা)
  • আফগানিস্তানের সিমান্ত রয়েছে ৬টি দেশের সাথে।
  • আফগানিস্তানের আইনসভার নাম- লয়া জিরগা।
  • আফগানিস্তানের পশতুন জাতির গোষ্ঠীর সদস্যরা সংখ্যা গরিষ্ঠ।
  • পৃথিবীর সর্বোচ্চ বৌদ্ধ মূর্তি বামিয়ান আফগানিস্তানে অবস্থিত ছিল।
  • আফগানিস্তানের রাজতন্ত্র অবসান ঘটে ১৯৭৩ সালে ।
  • প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়- ১৯৭৩ সালে।
  • বাগরাম বিমানঘাটি অবস্থিত- কাবুলে।
  • বাজাউর উপজাতির বাস- আফগানিস্তানে ।
  • কান্দাহার, হেরাত, মাজার-ই-শরীফ শহরগুলো- আফগানিস্তানে অবস্থিত ।
  • আফগানিস্তানের প্রেসিডেন্টের বাসভবনের নাম- প্রেসিডেন্সিয়াল প্যালেস।
  • আফগানিস্তান সার্কের ৮ম সদস্য পদ লাভ করে- ৩রা এপ্রিল ২০০৭ সালে।
  • আফগানিস্তান থেকে সোভিয়েত সৈন্য প্রত্যাহার কার হয় ১৯৮৯ সালে ।
  • আফগানিস্তানের তালেবান ১৯৯৪ সালে আবির্ভূত হয়।
  • আফগানিস্তানে তালেবানদের পতন- ২০০১ সালে।
  • তালেবান শব্দের অর্থ- ছাত্র। তালেবানের প্রতিষ্ঠাতার নাম- মোল্লা ওমর।
  • আমেরিকা দীর্ঘ ২০ বছর যুদ্ধ করে পারজিত হয় তালেবানের কাছে ।
  • যুক্তরাষ্ট্র- তালেবান শান্তি চুক্তি হয়- ২৯ ফেব্রুয়ারী ২০২০ সাল। তালেবান আফগানিস্তানের পুনরায় ক্ষমতা দখল করে- ১৫ আগস্ট ২০২১ সালে। যুক্তরাষ্ট্র প্রত্যাহার করে- ৩১ আগস্ট ২০২১ সালে।
Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

মোল্লা শফিউল্লাহ
মোল্লা হাসান বারদার
মোল্লা মোহাম্মদ হাসান আধুন্দ
মোল্লা মোহাম্মদ ওমর
অপারেশন এনডুরিং ফ্রিডম
অপারেশন ডেজার্ট স্টর্ম
অপারেশন সার্চ লাইট
অপারেশন রেস্টোর হোপ
Promotion