জার্মানি

- সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী | | NCTB BOOK
  • রাষ্ট্রীয় নামঃ The Federal Republic of Germany
  • রাজধানীঃ বার্লিন
  • ভাষাঃ জার্মান
  • মুদ্রাঃ ইউরো

তথ্য

জার্মানি ইউরোপের অন্যতম প্রধান শিল্পোন্নত ও অর্থনীতির দেশ। এটি ১৬টি রাজ্য নিয়ে গঠিত একটি সংযুক্ত ইউনিয়ন। এটির উত্তর সীমান্তে উত্তর সাগর, ডেনমার্ক ও বাল্টিক সাগর, পূর্বে পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্র, দক্ষিণে অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড এবং পশ্চিম সীমান্তে ফ্রান্স, লুক্সেমবুর্গ, বেলজিয়াম এবং নেদারল্যান্ড্স অবস্থিত। জার্মানির ইতিহাস জটিল এবং এর সংস্কৃতি সমৃদ্ধ, তবে ১৮৭১ সালের আগে এটি কোন একক রাষ্ট্র ছিল না। ১৮১৫ থেকে ১৮৬৭ পর্যন্ত জার্মানি একটি কনফেডারেসি এবং ১৮০৬ সালের আগে এটি অনেকগুলি স্বতন্ত্র ও আলাদা রাজ্যের সমষ্টি ছিল।

জেনে নিই

  • আধুনিক জার্মানির প্রথম চ্যান্সেলর অটোভন বিসমার্ক (১৮৭১-৯০) ।
  • নাৎসি আন্দোলন প্রথম শুরু হয় মিউনিখ শহর থেকে।
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফ্রান্স আত্মসমর্পন করে জার্মানির কাছে।
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি মিত্রবাহিনীর নিকট আত্মসমর্পন করে- ৭ মে ১৯৪৫ সালে।
  • জার্মানির প্রাচীন রাজাদের উপাধি- কাইজার।
  • কার্ল মার্কস জন্মগ্রহণ করে জার্মানিতে, তিনি বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রবক্তা ।
  • কার্ল মার্কসের বিখ্যাত গ্রন্থের নাম- Das Capital
  • ১৯৪৯ সালে সোভিয়েত ইউনিয়নের নিয়ন্ত্রণে থাকা পূর্ব জার্মানিতে প্রতিষ্ঠিত হয়- সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা।
Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

ইমানুয়েল ম্যাথরো
ভ্লাদিমির পুতিন
এঙ্গেলা মার্কেল
থেরেসা মে

এডলফ হিটলার

  • জার্মানির প্রতিষ্ঠাতা হিটলার ছিলেন- জার্মানির চ্যান্সেলর (১৯৩৩-১৯৪৫) সাল।
  • হিটলার জার্মানির চ্যান্সেলর নিযুক্ত হন- ৩০ জানুয়ারী ১৯৩৩ সালে।
  • হিটলারের রাজনৈতিক দলের নাম- নাসী বা Nazi |
  • হিটলারের গোপন' পুলিশ বাহিনী- গেস্টাপো।
  • হিটলার অস্ট্রিয়ায় জন্মগ্রহণ করেন ১৮৮৯ সালে।
  • হিটলারের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম My Struggle ও Mein Kampf (১৯২৫)।
  • হিটলার অস্ট্রিয়াকে জার্মানির অংশ হিসেবে ঘোষণা করে- ১৯৩৮ সালে।
  • হিটলার বার্লিনে ফুয়েরার বাঙ্কারে ১৯৪৫ সালের ৩০ এপ্রিল সস্ত্রীক আত্মহত্যা করেন।
  • ১৯৩৩ সালে তিনি জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হন।
  • রাজনৈতিক দলের নাম ছিল নাৎসি পার্টি (Nazi Party)
  • হিটলারের পুলিশ বাহিনীর নাম ছিল গেস্টাপো (Gestapo)
  • বিখ্যাত রাজনৈতিক আত্নজীবনীমূলক গ্রন্থ “Main kampf”
Content added || updated By

# বহুনির্বাচনী প্রশ্ন

বার্লিন

বার্লিন টানেল: মার্কিন গোয়েন্দা সংস্থা CIA সমাজতান্ত্রিক রাষ্ট্র পূর্ব জার্মানিতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির জন্য জার্মানির পশ্চিম বার্লিন থেকে আধা কিলোমিটার সুরঙ্গ টানেল নির্মাণ করে পূর্ব জার্মানির দুর্ভেদ্য গোয়েন্দা নেটওয়ার্কে সংযোগ স্থাপন করে।

বার্লিন প্রাচীর:

  • নির্মাণ করা হয়: ১৯৬১ সালে।
  • নির্মাণ করে: পূর্ব জার্মানি
  • নির্মাতা: German Democratic Republic
  • দৈর্ঘ্য: ১৫৫/১৬১ কিলোমিটার
  • ভেঙ্গে ফেলা হয়: ১৯৮৯ সালে ৯ নভেম্বর।
  • দুই জার্মানি একত্রিত হয়: ৩ অক্টোবর, ১৯৯০ (মধ্যরাত্রিতে)
  • মুদ্রা চালু: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দুই জার্মানিতে এক মুদ্রা চালু হয় ১৮ মে, ১৯৯০ সালে।
  • বার্লিন প্রাচীর ভাঙার প্রতিক্রিয়া: ১৯৮৯ সালে পোল্যান্ড ও হাংগেরির সমাজতন্ত্রের পতন হয়।

জেনে নিই

  • বিশ্বের সবচেয়ে বড় আইটি মেলা অনুষ্ঠিত হয়- হ্যানোভার, জার্মানি।
  • ব্লাক ফরেস্ট অবস্থিত- জার্মানিতে।
  • ফ্রাঙ্কফুট হলো পৃথিবীর সবচেয়ে বড় জার্মান বইমেলা ।
  • DW (Deutsche Welle) প্রতিষ্ঠিত হয় ১৯৫৩ সালে সংবাদ সংস্থা।
  • জার্মানির প্রথম মহিলা চ্যান্সেলর এঞ্জেলা মার্কেল।
  • জার্মানির পার্লামেন্ট এ আসন সংখ্যা হলো- ৬১৪টি।
  • বার্লিন দেয়ালে নির্মিত গেইটের নাম- ব্রান্ডেডবার্গ গেইট।
  • জার্মানির যে রাজা ইংল্যান্ডের সিংহাসনে বসেন- প্রথম জর্জ (১৭১৪ সালে)।
  • প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি আত্মসমর্পন করে- ১৯১৮ সালে।
  • প্রথম বিশ্বযুদ্ধে জার্মানিকে সমর্থন করে- অটোম্যান সাম্রাজ্য।
  • পশ্চিম জার্মানির রাজধানীর নাম ছিল- বন।
  • পূর্ব জার্মানির রাজধানীর নাম ছিল- বার্লিন।
  • নুরেমবার্গে জার্মানির যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়- ১৯৪৫ সালে ।
  • ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) যে দেশভিত্তিক সংস্থা- জার্মান ভিত্তিক ।
  • জার্মানির বর্তমান চ্যান্সেলর- ওলাফ শলৎস
Content added || updated By

# বহুনির্বাচনী প্রশ্ন

যুক্তরাষ্ট্র

পূর্ব জার্মানি

পশ্চিম জার্মানি

সোভিয়েত ইউনিয়ন

Promotion