ধাতব পদার্থ ও তাদের যৌগসমূহ

- সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান | - | NCTB BOOK
674
674
Please, contribute by adding content to ধাতব পদার্থ ও তাদের যৌগসমূহ.
Content

# বহুনির্বাচনী প্রশ্ন

পরামণুর কেন্দ্রে অবস্থিত পারমাণবিক সংখ্যাকে সেই পরমাণুর প্রোটন সংখ্যা বলে। একে n দ্বারা প্রকাশ করা হয়। অক্সিজেনের একটি পরমাণুতে আটটি (৮) প্রোটন আছে।
-
-
পজিটিভ চার্জ আছে
পজিটিভ চার্জ নেই
পজিটিভ ও নেগেটিভ এই দুই রকম চর্জই আছে
উপরের কোনোটিই সত্যি নয়

ধাতু

354
354
Please, contribute by adding content to ধাতু.
Content

# বহুনির্বাচনী প্রশ্ন

সোডিয়াম (Na)

273
273

সোডিয়াম (Na)

 বাতাস সোডিয়াম এর নাথে ক্ষ তাপমাত্রায় বিক্রিয়া করে না। তবে আর্দ্র বাতাসের সংস্পর্শে সোডিয়াম বায়ুর জলীয বাষ্প এবং কার্বন-ডাই-অক্সাইডের সাথে বিক্রিয়া করে ধীরে ধীরে সোডিয়াম কার্বনেটে পরিণত হয়। এজন্য সোডিয়ামকে পেট্রোল বা কেরোসিনের নিচে রাখা হয়।

 

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

০.৫% জলীয় দ্রবণ
০.৯% জলীয় দ্রবণ
১% জলীয় দ্রবণ
২% জলীয় দ্রবণ

পটাসিয়াম (K)

235
235
Please, contribute by adding content to পটাসিয়াম (K).
Content

# বহুনির্বাচনী প্রশ্ন

অ্যালুমিনিয়াম (AI)

293
293
Please, contribute by adding content to অ্যালুমিনিয়াম (AI).
Content

# বহুনির্বাচনী প্রশ্ন

তাপের পরিবহনের জন্য
তাপের পরিচালনের জন্য
তাপের বিকিরণের জন্য
ব্যাপন প্রক্রিয়ার জন্য

ক্যালসিয়াম (Ca)

277
277

ক্যালসিয়াম (Ca)

চক

ক্যালসিয়াম কার্বনেট (CaCO3)

চুন

ক্যালসিয়াম অক্সাইড (CaO)

কলিচুন বা স্ল্যাকেড লাইম

ক্যালসিয়াম হাইড্রোক্সাইড (Ca(OH)2

সোডা লাইম

ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ও সোডিয়াম হাইড্রোক্সাইড এর মিশ্রণ (CaHNaO2)

প্লাস্টার অফ প্যারিস

আংশিক অনার্দ্র ক্যালসিয়াম সালফেট 2(CaSO4).H2O

ব্লিচিং পাউডার

ক্যালসিয়াম ক্লোরাহাইপোক্লোরাইট (Ca(OCl)Cl

Content added By

জিঙ্ক বা দস্তা (Zn)

489
489

জিঙ্ক বা দস্তা (Zn)

জিঙ্ক সবচেয়ে তাড়াতাড়ি ক্ষয়প্রাপ্ত হয়। [*] তুঁতে বিষাক্ত। এটি ছত্রানাশক এবং কীটনাশক হিসেবে ব্যবহৃত হয়।

 

ভিট্রিওল

ধাতব যৌগ

সংকেত

সাদা ভিট্রিয়ল

আর্দ্র জিঙ্ক সালফেট (ZnSO4.7H2O)

গ্রিন ভিট্রিয়ল

আর্দ্র ফেরাস সালফেট (FeSO4.7H2O)

ব্লু ভিট্রিয়ল বা তুঁতে [*]

আর্দ্র কপার সালফেট (CuSO4.5H2O)

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

শিশুর পুষ্টি ব্যবস্থা
শিশুর শিক্ষার ব্যবস্থা
শিশুর প্রয়োজনীয় চাহিদা পূরণের ব্যবস্থা
খেলাধুলার ব্যবস্থা
তামা ও টিন
তামা ও নিকেল
তামা ও সীসা
তামা ও দস্তা
তামা ও লোহার সংকর
তামা ও নিকেলের সংকর
টিন ও দস্তার সংকর
তামা ও দস্তার সংকর
তামা ও টিন
তামা ও নিকেল
তামা ও সিসা
তামা ও দস্তা

লোহা বা আয়রন (Fe)

376
376

লোহা বা আয়রন (Fe)

সম্পূর্ণ বিশুদ্ধ লোহা ধাতুরূপে বিশেষ কাজে লাগে না। যে রৈাহা ধাতু রূপে ব্যবহৃত হয় তাহার মধ্যে কার্বন ও অন্যান্য ধাতু মিশ্রিত থাকে। লোহার মধ্যে কার্বন ও অন্যান্য ধাতুর পরিমাণ অনুযায়ী লোহাকে প্রধানত তিনটি শ্রেণীতে বিভক্ত করা হয়

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

3 মাইক্রো-সেকেন্ড
5 মাইক্রো-সেকেন্ড
18 মাইক্রো-সেকেন্ড
30 মাইক্রো-সেকেন্ড
উভয়টিই একসাথে পড়বে
লোহার বলটি আগে পড়বে
পালকটি আগে পড়বে
আদৌও পড়বে না
তামার প্রলেপ
গ্রীজের প্রলেপ
দস্তার প্রলেপ
রং এর প্রলেপ

পারদ (Mercury)

538
538

পারদ (Mercury)

পারদ (Hg) সর্বাপেক্ষা নিম্ন গলনাঙ্কবিশিষ্ট ধাতু। এটি স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থায় থাকে। পারদ ব্যতীত সিজিয়ামই একমাত্র ধাতু যা সাধারণ তাপমাত্রায় তরল। তরল পদার্থগুলোর মধ্যে পারদ সর্বাপেক্ষা ভারী। থার্মোমিটারে পারদ বহুলভাবে ব্যবহৃত হয় কারণ অল্প তাপে বহুলভাবে ব্যবহৃত হয় কারণ অল্প তাপে পারদের আয়তন অনেক বেশি বৃদ্ধি পায়। ফলে তাপমাত্রা সহজে সূক্ষভাবে মাপা যায়।

 

প্রফুল্ল চন্দ্র রায় (১৮৬১-১৯৬৪৪ খ্রি.)

প্রফুল্ল চন্দ্র রায় (সংক্ষেপে পি.সি.রায়) একজন প্রখ্যাত বাঙ্গালি রসায়নবিদ। তিনি বেঙ্গল কেমিক্যাল (ভারতের প্রথম ঔষধ কোম্পানি) এর প্রতিষ্ঠাতা এবং মারকিউরাস নাইট্রাইট এর আবিষ্কারক।

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

অপরিবাহী
সুপরিবাহী
পরিবাহী
কুপরিবাহী
গলানাঙ্ক কম
স্ফুটনাঙ্ক বেশি
একমাত্র তরল ধাতু
অল্প তাপে আয়তন অনেক বেশি বৃদ্ধি পায়

সংকর ধাতু

1.1k
1.1k

সংকর ধাতু (Alloy)

দুই ততোধিক ধাতু পরস্পরের সাথে মিশে যে সমসত্ব বা অসমসত্ব মিশ্রণ উৎপন্ন করে, সেই কঠিন ধাতব পদার্থকে সংকর ধাতু বলে। যেমন: কাঁসা হলো কপার ও টিনের সংকর ধাতু।

সংকর ধাতু

রাসায়নিক সংযুক্তি

ব্রোঞ্জ (Bronze)

৯০% তামা + ১০% টিন

পিতল (Brass)

তামা ৮০% + দস্তা (জিঙ্ক)-২০%

গান মেটাল

তামা ৮৮% + ১০% টিন + দস্তা (জিঙ্ক)-২%

ডুরালামিন

অ্যালুমিনিয়ামের সাথে মেশানো হয় কপার, ম্যাগনেসিয়াম এবং ম্যাঙ্গানিজ।

টাইপ মেটাল

সীসা ৭৫% + অ্যানিাটমনি ২০% + টিন ৫%

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion