পেন্টাগন (Pentagon) হলো যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের (U.S. Department of Defense) প্রধান সদর দপ্তর। এটি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের আর্লিংটন এলাকায় অবস্থিত এবং বিশ্বের অন্যতম বৃহৎ অফিস ভবন হিসেবে পরিচিত। ভবনটির নকশা পাঁচ কোণবিশিষ্ট হওয়ায় একে Pentagon বলা হয় (গ্রিক শব্দ penta অর্থ পাঁচ) । এর আকৃতি পঞ্চভুজাকৃতির বলে এরুপ নামকরণ করা হয়েছে। এটি বিশ্বের সবচেয়ে বড় অফিস ভবন।
পেন্টাগন থেকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও অন্যান্য প্রতিরক্ষা সংস্থার নীতিনির্ধারণ, সামরিক পরিকল্পনা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়। এটি শুধু একটি ভবন নয়, বরং যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি ও প্রতিরক্ষা ব্যবস্থার প্রতীক হিসেবেও পরিচিত।
Content added By
# বহুনির্বাচনী প্রশ্ন
সন্ত্রাসবিরোধী
মৌলবাদবিরোধী
সাধারণ নিরাপত্তা ও সামরিক তথ্য
কাশ্মীরের যুদ্ধ নিরসন
নিউইয়র্ক
ফ্লোরিডা
শিকাগো
ভার্জিনিয়া
Read more