বলিভিয়া

- সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী | | NCTB BOOK
48
48
  • রাষ্ট্রীয় নামঃ  The Plurinational State of Bolivia
  • রাজধানীঃ লাপাজ
  • ভাষাঃ স্প্যানিশ
  • মুদ্রাঃ  বলিভিয়ানো

 

জেনে নিই 

  • বিশ্বের উচ্চতম রাজধানীর নাম- লাপাজ। 
  • উচ্চতম হ্রদ টিটিকাকা অবস্থিত- বলিভিয়ায় [নামকরণ হয়েছে- সিমন বলিভারের নামে]।
  • বলিভিয়া ছিল- প্রাচীন ইনকা সাম্রাজ্যের অন্তর্ভূক্ত। 
  • বলিভিয়ার শীর্ষ গেরিলা সংগঠনের নাম- ন্যাশনাল লিবারেশন আর্মি।
  • 'চে গুয়েভারা' নামটি জড়িত- বলিভিয়া, আর্জেন্টিনা এবং কিউবার সাথে।
  • চে গুয়েভারা নিহত হয়- ১৯৬৭ সালে বলিভিয়ায়।
Content added By
Promotion