সিরিয়া

- সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী | | NCTB BOOK
91
91
  • রাষ্ট্রীয় নামঃ The Syrian Arab Republic
  • রাজধানীঃ দামেস্ক
  • ভাষাঃ আরবি
  • মুদ্রাঃ পাউন্ড

মৌলিক তথ্য

মধ্যপ্রাচ্যের ভূমধ্যসাগরীয় অঞ্চলের সুন্নি মুসলিম প্রধান একটি দেশ। ১৯৬৩ সাল থেকে ক্ষমতায় রয়েছে শিয়া গোষ্ঠীর বাথ পার্টি। দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ ক্ষমতায় রয়েছেন ২০০০ সাল থেকে। দেশটিতে আরব বসন্ত শুরু হয়েছিল ১৫ই মার্চ ২০১১ সালে। দেশটির পার্লামেন্ট- পিপলস পার্লামেন্ট। বর্তমানে আলেপ্পো, বসরা, দারা, দামেস্ক, রাক্কা, ইদলিব, সারখেভ ইত্যাদি সিরিয়ার যুদ্ধাঞ্চল ।

জেনে নিই

  • আইএস এর কথিত রাজধানীর নাম ছিল- রাকা।
  • সিরিয়ার IS এর ম্যাগাজিনের নাম- দাবিক।
  • সিরিয়ার আলোচিত শহরগুলোর নাম- আলেপ্পো, পালমিরা, ইদলিব।
  • বিশ্বের প্রাচীনতম শহর- সিরিয়ার দামেস্ক।
  • সিরিয়াকে বলা হয় সভ্যতার সূতিকাগার।
  • দেশটি ফ্রান্সের উপনিবেশ ছিল।

পালমিরা

সিরিয়ার একটি প্রাচীন শহর । ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের স্থান। মরুভূমির মুক্তা' নামে পরিচিত । গোড়াপত্তন হয় ২০০০ বছর আগে। পালমিরা 'তাদমুর' নামেও পরিচিত । রোমান সভ্যতার নিদর্শন। এখানেই অবস্থিত ঐতিহাসিক বেল মন্দির ও আর্ক অব অর্কেস্ট্রা । এই শহরকে তালগাছের শহরও বলা হয়।

সিরিয়া-ইসরাইল বিরোধ

১৯৬৭ সালে আরব-ইসরাইলের তৃতীয় যুদ্ধের সময় ইসরাইল সিরিয়ার গোলান মালভূমি দখল করে। The Syrian Observatory for Human Rights যুক্তরাজ্যভিত্তিক একটি মানবাধিকার সংস্থা।

Content added By
Promotion