অশুদ্ধ | শুদ্ধ | প্রয়োগ - অপপ্রয়োগ ও বাক্যশুদ্ধি |
‘আমার সন্তান যেন থাকে দুধ ও ভাতে’, এই কথা কবি বলেছেন। | আমার সন্তান যেন থাকে দুধে ও ভাতে, এই কথা কবি বলেছেন।/আমার সন্তান যেন থাকে দুধেভাতে, এই কথা কবি বলেছেন। | দুধ ও ভাতে> দুধে ও ভাতে |
অক্লান্তি হীনভাবে প্রজন্ম চত্বরে সমায়েত হচ্ছে। | ক্লান্তি হীনভাবে প্রজন্ম চত্বরে সমায়েত হচ্ছে। | অক্লান্তি হীনভাবে> ক্লান্তি হীনভাবে |
অক্ষির জলে বুকে ভেসে গেল | চোখের জলে বুক ভেসে গেল। | অক্ষির> চোখের |
অধ্যায়ন ছাত্রদের তপস্যা। | অধ্যয়নই ছাত্রদের তপস্যা। | অধ্যায়ন> অধ্যয়নই |
অনুমতি ছাড়া কারখানায় ঢুকা আইনত দণ্ডনীয় অপরাধ। | অনুমতি ছাড়া কারখানায় ঢুকা আইনত দণ্ডনীয়/আইনত অপরাধ। | আইনত দণ্ডনীয় অপরাধ> আইনত দণ্ডনীয়/আইনত অপরাধ |
অন্য কোন উপায়ন্তর না দেখে তারা গুলি ছুড়তে লাগল। | অন্য কোন উপায় না দেখে তারা গুলি ছুড়তে লাগল। | উপায়ন্তর> উপায় |
অন্যাভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার | অন্নাভাবে প্রতি ঘরে হাহাকার। | অন্যাভাবে> অন্নাভাবে |
অন্যায়ের প্রতিফল দুর্নিবার্য। | অন্যায়ের প্রতিফলন অনিবার্য। | প্রতিফল> প্রতিফলন |
অভাবে চরিত্র নষ্ট। | অভাবে স্বভাব নষ্ট। | চরিত্র> স্বভাব |
অরন্য জনপদে একটি চমৎকার পুস্তক। | ‘অরণ্য জনপদে’ একটি চমৎকার পুস্তক। | অরন্য> অরণ্য |
অল্পদিনের মধ্যে তিনি আরোগ্য হলেন। | অল্পদিনের মধ্যে তিনি আরোগ্য লাভ করলেন। | আরোগ্য হলেন> আরোগ্য লাভ করলেন |
অশ্রুজলে তার কপল ভিজে গেছে। | অশ্রুতে তার কপল ভিজে গেছে। | অশ্রুজলে> অশ্রুতে |
আইনানুসারে তিনি একাজ করতে পারেন না। | আইনত তিনি একাজ করতে পারেন না। | আইনানুসারে> আইনত |
আকণ্ঠ পর্যন্ত ভোজন ভাল নয় | আকণ্ঠ ভোজন ভাল নয়। | আকণ্ঠ পর্যন্ত> আকণ্ঠ |
আগুনের দ্বারা নিভে গেছে কতগুলো প্রাণ। | আগুনে নিভে গেছে কতগুলো প্রাণ। | আগুনের দ্বারা> আগুনে |
আগে সিংহচিহ্নিত আসনে বসে রাজা দেশ চালাতেন। | আগে সিংহাসনে বসে রাজা দেশ চালাতেন। | সিংহচিহ্নিত আসনে> সিংহাসনে |
আজকাল বিদ্বান মেয়ের অভাব নেই | আজকাল বিদুষী মেয়ের অভাব নেই। | বিদ্বান> বিদুষী |
আজকের সন্ধ্যা বড়ই মনমুগ্ধকর। | আজকের সন্ধ্যা বড়ই মনোমুগ্ধকর। | মনমুগ্ধকর> মনোমুগ্ধকর |
আপনার এলাকার উন্নয়নের জন্য আপনি দিবারাত্রি পরিশ্রম করেছেন। | আপনার এলাকার উন্নয়নের জন্য আপনি দিবারাত্র/দিনরাত পরিশ্রম করেছেন। | দিবারাত্রি> দিবারাত্র/দিনরাত |
আপনারাই প্রথম তাদেরকে সুস্বাগতম জানালেন। | আপনারাই প্রথম তাদের স্বাগত জানালেন। | তাদেরকে সুস্বাগতম> তাদের স্বাগত |
আপনি জনগণের হয়েও তাদের পক্ষে সাক্ষী দেননি। | আপনি জনগণের হয়েও তাদের পক্ষে সাক্ষ্য দেননি। | সাক্ষী> সাক্ষ্য |
আপনি তো গরিবদেরকে সাহায্য করেন না। | আপনি তো গরিবদের সাহায্য করেন না। /আপনি তো গরিবকে সাহায্য করেন না। | গরিবদেরকে> গরিবদের/ গরিবকে |
আপনি তো ছুরিতে মানুষ মারেন। | আপনি তো ছুরি দিয়ে মানুষ মারেন। | ছুরিতে> ছুরি দিয়ে |
আপনি বা হুজুর যদি বলেন, তাহলে (আমি) যাই। | আপনি বা হুজুর যদি বলেন, তাহলে (আমি) যাব। | যাই> যাব |
আপনি রবীন্দ্রনাথ পড়ে কী পেলেন? | আপনি রবীন্দ্রনাথকে পড়ে কী পেলেন? | রবীন্দ্রনাথ> রবীন্দ্রনাথকে |
আপনি সদাসর্বদা জনগণের মঙ্গল চেয়েছেন। | আপনি সর্বদা/সব সময় জনগণের মঙ্গল চেয়েছেন। | সদাসর্বদা> সর্বদা/সব সময় |
আপনি সপরিবার আমন্ত্রিত | আপনি সপরিবারে আমন্ত্রিত | সপরিবার> সপরিবারে |
আবশ্যকীয় ব্যয়ে কার্পণ্যতা অনুচিৎ। | আবশ্যকীয় ব্যয়ে কার্পণ্য অনুচিত। | কার্পণ্যতা অনুচিৎ> কার্পণ্য অনুচিত |
আবাল্য হতে তিনি কাব্য প্রিয়। | বাল্য হতেই তিনি কাব্য প্রিয়। | আবাল্য> বাল্য |
আমরা এমন কিছু মানুষদের চিনি, যারা এখনও দেশের জন্য প্রাণ দেবে। | আমরা এমন কিছু মানুষকে চিনি যারা এখনও দেশের জন্য প্রাণ দেবে। | মানুষদের> মানুষকে |
আমরা বাংলা দেশের সুসন্তান এই কথা যেন কদাপিও না ভুলি | আমরা বাংলাদেশের সুসন্তান এই কথা যেন কদাপি না ভুলি। | কদাপিও> কদাপি |
আমাদের প্রধানমন্ত্রী চেষ্টা করেছেন নর - নারীর বৈষম্যতা দূর করতে। | আমাদের প্রধানমন্ত্রী চেষ্টা করেছেন নর - নারীর বৈষম্য দূর করতে। | বৈষম্যতা> বৈষম্য |
আমার আর বাঁচিবার স্বাদ নেই। | আমার আর বাঁচার সাধ নেই। | বাঁচিবার> বাঁচার |
আমার এ কাজে মনোযোগীতা নাই | আমার এ কাজে মনোযোগ নেই। | মনোযোগীতা> মনোযোগ |
আমি অপমান হয়েছি। | আমি অপমানিত হয়েছি। | অপমান> অপমানিত |
আমি অর্থাৎ হাসান জেনে শুনে ভুল করি না। | আমি অর্থাৎ হাসান জেনে শুনে ভুল করে না। | করি> করে |
আমি এই ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করিয়াছি। | আমি এই ঘটনা চাক্ষুষ দেখিয়াছি (বা প্রত্যক্ষ করিয়াছি)। | প্রত্যক্ষ করিয়াছি> দেখিয়াছি/ প্রত্যক্ষ করিয়াছি |
আমি এই মানুষটিকে চিনি। | আমি এই মানুষকে চিনি। /আমি মানুষটিকে চিনি। | এই মানুষটিকে> এই মানুষকে/ মানুষটিকে |
আমি এখন ভীষণ ব্যাস্ত। | আমি এখন ভীষণ ব্যস্ত। | ব্যাস্ত> ব্যস্ত |
আমি বড় অপমান হইয়াছি | আমি বড় অপমানিত হইয়াছি। | অপমান> অপমানিত |
আমি সন্তোষ্ট হইলাম | আমি সন্তুষ্ট হলাম | সন্তোষ্ট হইলাম> সন্তুষ্ট হলাম |
আমি সাক্ষী দিয়েছি। | আমি সাক্ষ্য দিয়েছি। | সাক্ষী> সাক্ষ্য |
আমি, সে আর তুমি কাজটি করব। | সে, তুমি আর আমি কাজটি করব। | আমি, সে আর তুমি> সে, তুমি আর আমি |
আশাকরি তুমি আরোগ্য হইয়াছ। | আশাকরি তুমি আরোগ্য লাভ করিয়াছ । | আরোগ্য হইয়াছ> আরোগ্য লাভ করিয়াছ |
ইতিপূর্বে তার সাথে দেখা হয় নাই। | ইতঃপূর্বে তার সঙ্গে দেখা হয় নি। | |
ইতিমধ্যে আপনি বলেছেন, আপনি মুক্তিযোদ্ধা ছিলেন। | ইতোমধ্যে আপনি বলেছেন, আপনি মুক্তিযোদ্ধা ছিলেন। | ইতিমধ্যে> ইতোমধ্যে |
ইত্যাবসারে বৃদ্ধ লোকটির দিন কাটে। | ইত্যবসারে বৃদ্ধ লোকটির দিন কাটে। | ইত্যাবসারে> ইত্যবসারে |
ইহা একটি কিম্বদন্তী | ইহা একটি কিংবদন্তি । | কিম্বদন্তী> কিংবদন্তি |
ইহা প্রমাণ হইয়াছে । | ইহা প্রমাণিত হইয়াছে। | প্রমাণ> প্রমাণিত |
ইহার আবশ্যক নাই। | ইহার আবশ্যকতা নাই। | আবশ্যক> আবশ্যকতা |
উৎপন্ন বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম প্রয়োজন। | উৎপাদন বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম প্রয়োজন। | উৎপন্ন> উৎপাদন |
উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়। | উপর্যুক্ত বাক্যটি শুদ্ধ নয়। | উপরোক্ত> উপর্যুক্ত |
উল্লেখিত বিষয় হলো তিনি এখন সমাজসেবী। | উল্লিখিত বিষয় হলো তিনি এখন সমাজসেবী। | উল্লেখিত> উল্লিখিত |
উহার আবশ্যক নাই। | ইহার আবশ্যকতা নাই। | উহার আবশ্যক> ইহার আবশ্যকতা |
উহার উদ্ধতপূর্ণ আচারণে ব্যাথিত হইয়াছি। | তাহার উদ্ধত (বা ঔদ্ধতপূর্ণ) আচরণে ব্যথিত হইয়াছি। | উদ্ধতপূর্ণ> উদ্ধত/ঔদ্ধতপূর্ণ |
এ কলম দিয়ে কাজ হবে না। | এ কলমকে দিয়ে কাজ হবে না। | কলম> কলমকে |
এ কাজটি আমার পক্ষে সম্ভব নহে। | এ কাজটি করা আমার পক্ষে সম্ভব নয়। | কাজটি> কাজটি করা |
এ কাজে তাহার হস্ত পাকা। | এ কাজে তার হাত পাকা। | তাহার হস্ত> তার হাত |
এ প্রেক্ষিতে আমরা ঘটনাটি ঘটিয়েছি। | এ পরিপ্রেক্ষিতে (প্রেক্ষাপটে) আমরা ঘটনাটি ঘটিয়েছি। | এ প্রেক্ষিতে> এ পরিপ্রেক্ষিতে/প্রেক্ষাপটে |
এ বিষয়ে তাহারা সচেষ্টিত নহে। | এ বিষয়ে তাহারা সচেষ্ট নহে। | সচেষ্টিত> সচেষ্ট |
এ ব্যাপারে আমার অর্থাৎ হাসানের ভুল হবে না। | এ ব্যাপারে আমার অর্থাৎ হাসানের ভুল হয় না। | হবে না> হয় না |
এ মহান নারীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। | এই মহিয়সী নারীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। | মহান নারীর > মহিয়সী নারীর |
এ রূপ জীবন কল্পনা করিতেও আমাদের আতঙ্কিত হয়েছিল। | এরূপ জীবন কল্পনা করিতেও আমাদের আতঙ্ক হয়েছিল। | আতঙ্কিত> আতঙ্ক |
এই কলমটিকে দিয়ে ভালো লেখা হয়। | কলমটি দিয়ে ভালো লেখা হয়। | এই কলমটিকে> কলমটি দিয়ে |
এই কাজে স্বার্থকতা লাভ করিতে চাইলে আরো মনযোগ করিতে হইবে | এই কাজে সার্থকতা লাভ করতে চাইলে আরো মনোযোগ দিতে হবে। | স্বার্থকতা> সার্থকতা, মনযোগ> মনোযোগ |
এক অগ্রহায়ণে শীত যায় না। | এক মাঘে শীত যায় না। | অগ্রহায়ণে> মাঘে |
এক সদ্যজাত শিশুর সর্বাংগীন কুশলতা কামনা করে তিনি কাব্যিকতা করেছেন। | এক সদ্যোজাত শিশুর সর্বাঙ্গীণ কুশল কামনা করে তিনি কাব্য রচনা করেছেন। | সর্বাংগীন কুশলতা> সর্বাঙ্গীণ কুশল, কাব্যিকতা> কাব্য রচনা |
একসময় আমের কাননে মিটিং বসেছিল। | একসময় আম্রকাননে মিটিং বসেছিল। /একসময় আমের বাগানে মিটিং বসেছিল। | আমের কাননে> আম্রকাননে/ আমের বাগানে |
একের লাঠি দশের বোঝা। | দশের লাঠি একের বোঝা । | একের লাঠি দশের> দশের লাঠি একের |
এখানে খাটি গরুর দুধ পাওয়া যায়। | এখানে গরুর খাঁটি দুধ পাওয়া যায়। | খাটি গরুর দুধ> গরুর খাঁটি দুধ |
এটা অপক্ক হাতের লেখা। | এটা কাঁচা হাতের লেখা। | অপক্ক> কাঁচা |
এটি অপক্ক হাতের কাজ। | এটি অপটু হাতের কাজ। | অপক্ক> অপটু |
এটি একটি মহৎ আবিস্কার। | এটি একটি মহৎ আবিষ্কার। | আবিস্কার> আবিষ্কার |
এটি দল কোন্দল। | এটি দলীয় কোন্দল। | দল কোন্দল> দলীয় কোন্দল |
এটি সার্বজনীন ব্যাপার। | এটি সর্বজনীন ব্যাপার। | সার্বজনীন> সর্বজনীন |
এত বড় মানুষ হয়েও আপনার সৌজন্যতার কমতি নাই। | এত বড় মানুষ হয়েও আপনার সৌজন্যের/সুজনতার কমতি নাই। | সৌজন্যতার> সৌজন্যের/সুজনতার |
এমন অষহনীয় ব্যাথা কখনো অনুভব করিনি। | এমন অসহ্য ব্যথা কখনো অনুভব করি নি। | অষহনীয়> অসহ্য |
এমন কিছু লোকদের কথা বললেন, যারা রাজাকার। | এমন কিছু লোকের কথা বললেন, যারা রাজাকার। | লোকদের> লোকের |
এমন লজ্জাস্কর ব্যাপার যে ঘটবে তাহা কদাপিও চিন্তা করিনি | এমন লজ্জাকর ব্যাপার যে ঘটবে তা কখনও চিন্তা করি নি। | লজ্জাস্কর> লজ্জাকর, তাহা কদাপিও> তা কখনও |
এর একটা ব্যাবস্থা কর। | এর একটা ব্যবস্থা কর। | ব্যাবস্থা> ব্যবস্থা |
ঐ লোকটি খুব সৎ। | লোকটি খুব সৎ। | খুব সৎ> সৎ |
কস্ট অর্থ ক্লেস। | কষ্ট অর্থ ক্লেশ। | কস্ট> কষ্ট, ক্লেস> ক্লেশ |
কায়কবাদ মহাশশান লেখেন। | কায়কোবাদ ‘মহাশ্মশান’ লেখেন। | কায়কবাদ> কায়কোবাদ, মহাশশান> মহাশ্মশান |
কালীদাস বিখ্যাত কবি । | কালিদাস বিখ্যাত কবি। | কালীদাস> কালিদাস |
কিছু কিছু মানুষ আছে যে অন্যের ভালো দেখতে পারে না। | কিছু কিছু মানুষ আছে যারা অন্যের ভালো দেখতে পারে না। | যে> যারা |
কীতির্বাস বাঙলা রামায়ণ রচনা করেছিলেন। | কৃত্তিবাস বাংলা রামায়ণ রচনা করেছিলেন। | কীতির্বাস বাঙলা> কৃত্তিবাস বাংলা |
কুআকারের মানুষগুলো ভালো স্বভাবেরও হয়। | কদাকার মানুষগুলো ভালো স্বভাবেরও হয়। | কুআকারের> কদাকার |
কুপুরুষের মত কথা বল কেন? | কাপুরুষের মতো কথা বল কেন? | কুপুরুষের> কাপুরুষের |
ক্রিয়ার সঙ্গে যেসব বিভক্তি যুক্ত হয় তাদেরকে ক্রিয়াবিভক্তি বলে। | ক্রিয়ার সঙ্গে যেসব বিভক্তি যুক্ত হয় তাদের ক্রিয়াবিভক্তি বলে। | তাদেরকে> তাদের |
ক্ষমা একটি মহানগুণ | ক্ষমা একটি মহৎ গুণ। | মহানগুণ> মহৎ গুণ |
গরুকে দিয়ে শুধু লাঙল না গাড়িও টানা হয়। | গরু দিয়ে শুধু লাঙল না গাড়িও টানা হয়। | গরুকে> গরু |
গেলাসে করে দুধ দাও। | গেলাসে দুধ দাও। | গেলাসে করে> গেলাসে |
ঘটনাটি শুনে আপনি তো উদ্বেলিত হয়ে পড়েছিলেন। | ঘটনাটি শুনে আপনি তো উদ্বেল হয়েছিলেন। | উদ্বেলিত হয়ে পড়েছিলেন> উদ্বেল হয়েছিলেন |
ঘড়িকে হাতে দাও। | ঘড়ি হাতে দাও /ঘড়িটি হাতে দাও। | ঘড়িকে> ঘড়ি/ ঘড়িটি |
ঘরটি ছিমছিমে অন্ধকার। | ঘরটি ঘুটঘুটে অন্ধকার। | ছিমছিমে> ঘুটঘুটে |
ঘামজলে তার শার্ট ভিজে গেছে। | ঘামে তার শার্ট ভিজে গেছে। | ঘামজলে> ঘামে |
ঘি মাখা ভাত ডিম দিয়ে খেতে খুব মজা। | ঘিভাত ডিম দিয়ে খেতে খুব মজা। | ঘি মাখা ভাত> ঘিভাত |
ছয়টি ঋতুর সমাহারের দেশ বাংলাদেশ। | ছয়ঋতুর দেশ বাংলাদেশ। | সমাহারের দেশ > দেশ |
ছেলেটি নিস্পাপী নিরপরাধী কিন্তু সেই সেষ বংশের মাথায় চূণকালী দিল। | ছেলেটি নিস্পাপ, নিরপরাধ কিন্তু সেই পর্যন্ত বংশের মুখে চুনকালি দিল । | নিস্পাপী নিরপরাধী> নিস্পাপ, নিরপরাধ, মাথায় চূণকালী> মুখে চুনকালি |
ছেলেটি ভয়ানক মেধাবী | ছেলেটি অত্যন্ত মেধাবী। | ভয়ানক> অত্যন্ত |
ছোট নাটকটি সবাইকে মুগ্ধ করল । | নাটিকাটি সবাইকে মুগ্ধ করল । | ছোট নাটকটি> নাটিকাটি |
জ্যোৎস্না রাত বড়ই মাধুর্যময়। | জ্যোৎস্না রাত বড়ই মধুর। | মাধুর্যময়> মধুর |
ঢাকা দিন দিন তার ভারসাম্যতা হারিয়ে ফেলছে। | ঢাকা দিন দিন তার ভারসাম্য হারিয়ে ফেলছে। | ভারসাম্যতা> ভারসাম্য |
ঢাকার সৌন্দর্যতা বৃদ্ধিতে কয়েকটি প্রতিষ্ঠান কাজ করছে। | ঢাকার সৌন্দর্য বৃদ্ধিতে কয়েকটি প্রতিষ্ঠান কাজ করছে। | সৌন্দর্যতা> সৌন্দর্য |
তপ্ত ভাতে নুন জোটে না, ঠাণ্ডা ভাতে ঘি। | তপ্ত ভাতে নুন জোটে না, পান্তা ভাতে ঘি। | ঠাণ্ডা> পান্তা |
তবলাওয়ালা ভালোই তবলা বাজায়। | তবলচি /তবলাবাদক ভালোই তবলা বাজায়। | তবলাওয়ালা> তবলচি /তবলাবাদক |
তাড়া আমরাতলায় বসে আমরা খাওয়ার সময় মালির তারা খেয়েছে। | তারা আমড়াতলায় বসে আমড়া খাওয়ার সময় মালির তাড়া খেয়েছে। | তাড়া আমরাতলায়> তারা আমড়াতলায়, আমরা> আমড়া, তারা খেয়েছে> তাড়া খেয়েছে |
তাদের যথোচিত পুরষ্কার দাও। | তাদের যথোচিত পুরস্কার দাও। | পুরষ্কার> পুরস্কার |
তাদেরকে দিয়ে একাজ করিও না। | তাদের দিয়ে একাজ করিও না। | তাদেরকে> তাদের |
তার অন্তর অজ্ঞান সমুদ্রে আচ্ছন্ন। | তার অন্তর তিমিরাচ্ছন্ন। | অজ্ঞান সমুদ্রে আচ্ছন্ন> তিমিরাচ্ছন্ন |
তার কথার মাধুর্যতা নাই। | তার কথার মাধুর্য/মধুরতা নাই। | মাধুর্যতা> মাধুর্য/মধুরতা |
তার দারিদ্রতা অসহনীয় | তার দারিদ্র্য অসহনীয়/ তার দরিদ্রতা অসহনীয় | দারিদ্রতা> দারিদ্র্য/ দরিদ্রতা |
তার দুচোখ অশ্রুজলে ভেসে গেল। | তার দুচোখ অশ্রুতে ভেসে গেল। | অশ্রুজলে> অশ্রুতে |
তার দুরাবস্থা দেখিলে দুঃখী হয়। | তার দুরবস্থা দেখলে দুঃখ হয় । | দুরাবস্থা> দুরবস্থা, দুঃখী> দুঃখ |
তার মা খুব মহান নেতা ছিলেন। | তার মা খুব মহিয়সী নেতা ছিলেন। | মা খুব মহান নেতা> মা খুব মহিয়সী নেতা |
তার সব ছেলেরাই কৃতি | তার সব ছেলেই কৃতী। | ছেলেরাই কৃতি> ছেলেই কৃতী |
তারকাবৃন্দ আকাশে মিটিমিটি করে জ্বলছে। | তারকারাজি আকাশে মিটিমিটি করে জ্বলছে। | তারকাবৃন্দ> তারকারাজি |
তারা শব পোড়াতে গেল। | তারা শবদাহ করতে গেল। | শব পোড়াতে> শবদাহ করতে |
তারা সকলেই এলো। | তারা এলো/ সকলেই এলো। | সকলেই এলো> এলো, তারা সকলেই> সকলেই |
তালে কানা লোককে দিয়ে কিছুই হবে না। | তালকানা লোককে দিয়ে কিছুই হবে না। | তালে কানা> তালকানা |
তাহাদের মধ্যে বেশ সখ্যতা দেখিতে পাই। | তাহাদের মধ্যে বেশ সখ্য দেখিতে পাই। | সখ্যতা> সখ্য |
তাহার জীবন সংশয়ময় । | তাহার জীবন সংশয়াপূর্ণ । | সংশয়ময়> সংশয়াপূর্ণ |
তাহার দুর্দমনীয় অধ্যাবসায় সত্যিই প্রশংসনীয়। | তাহার অধ্যবসায় সত্যিই প্রশংসনীয়। | দুর্দমনীয় অধ্যাবসায়> অধ্যাবসায় |
তাহার বৈমাত্রেয় সহোদর অসুস্থ। | তাহার বৈমাত্রেয় ভ্রাতা অসুস্থ। | বৈমাত্রেয় সহোদর> বৈমাত্রেয় ভ্রাতা |
তাহার সাংঘাতিক আনন্দ হইল। | তাহার অপরিসীম আনন্দ হইল। | সাংঘাতিক আনন্দ> অপরিসীম আনন্দ |
তাহার সৌন্দর্যবোধ আমাকে অভিভূত করেছে | তার সৌজন্যবোধ আমাকে অভিভূত করেছে। | সৌন্দর্যবোধ> সৌজন্যবোধ |
তাহারা যেন ভূল করার প্রতিযোগিতায় নেমেছে | তারা যেন ভুল করার প্রতিযোগিতায় নেমেছে। | ভূল> ভুল |
তিনি তোমার বিরুদ্ধে সাক্ষী দিলেন | তিনি তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন। | সাক্ষী> সাক্ষ্য |
তিনি মনোকষ্টে কাল কাটাচ্ছেন | তিনি মনঃকষ্টে কাল কাটাচ্ছেন। | মনোকষ্টে> মনঃকষ্টে |
তিনি স্বসম্মানে হল ত্যাগ করলন। | তিনি সসম্মানে হল ত্যাগ করলন। | স্বসম্মানে> সসম্মানে |
তিনি স্বস্ত্রীক বাজারে গিয়েছেন। | তিনি সস্ত্রীক বাজারে গিয়েছেন। | স্বস্ত্রীক> সস্ত্রীক |
তুমি কী ঢাকা যাবে? | তুমি কি ঢাকা যাবে? | কী> কি |
তুমি নির্দোষী নও | তুমি নির্দোষ নও। | নির্দোষী> নির্দোষ |
তুমি, করিম ও আমি আজ পড়িতে যাইব | করিম, তুমি ও আমি আজ পড়িতে যাইব। | তুমি, করিম ও আমি> করিম, তুমি ও আমি |
তোমার কথায় বুকেতে আঘাত পাই। | তোমার কথায় বুকে আঘাত পাই। | বুকেতে> বুকে |
তোমার তিরষ্কার বা পুরষ্কার কিছুই চাই না। | তোমার তিরস্কার বা পুরস্কার কিছুই চাই না। | তিরষ্কার বা পুরষ্কার> তিরস্কার বা পুরস্কার |
তোমার সাথে আমার একটি গোপন পরামর্শ আছে । | তোমার সঙ্গে আমার একটি গোপনীয় পরামর্শ আছে। | গোপন পরামর্শ> গোপনীয় পরামর্শ |
দরিদ্র আমাদের দেশের একটি অভিশাপ। | দারিদ্র্য আমাদের দেশের একটি অভিশাপ। | দরিদ্র> দারিদ্র্য |
দরীদ্রকে দয়া কর । | দরিদ্রকে দয়া কর । | দরীদ্রকে> দরিদ্রকে |
দারিদ্র কবি কাজী নজরুল ইসলামকে মহান করেছে। | দারিদ্র্য কবি কাজী নজরুল ইসলামকে মহান করেছে। | দারিদ্র> দারিদ্র্য |
দারিদ্রতার মধ্যেই মহত্ব আছে। | দরিদ্রতার মধ্যেই মহত্ত্ব আছে। | দারিদ্রতার> দরিদ্রতার |
দিবারাত্র পরিশ্রমে তাহার শারীরিক স্বাস্থ্য ভঙ্গ হইয়াছে। | দিবারাত্র পরিশ্রমে তাহার স্বাস্থ্য ভঙ্গ হইয়াছে। | শারীরিক স্বাস্থ্য> স্বাস্থ্য |
দুধ মাখা ভাত কাকে খায়। | দুধভাত কাকে খায়। | দুধ মাখা ভাত> দুধভাত |
দুর্বলতাবশতঃ অনাথিনী বসে পড়ল | দুর্বলতাবশত অনাথা বসে পড়ল | দুর্বলতাবশতঃ অনাথিনী> দুর্বলতাবশত অনাথা |
দুর্বিসহ বানানটি অধিকাংশ ব্যাক্তি ভূল লেখে। | দুর্বিষহ বানানটি অধিকাংশ ব্যক্তি ভুল লেখে। | দুর্বিসহ> দুর্বিষহ, ব্যাক্তি ভূল> ব্যক্তি ভুল |
দৈনতা সব সময় ভাল নয়। | দীনতা সব সময় ভাল নয়। | দৈনতা> দীনতা |
দৈন্য সর্বদা মহত্বের পরিচায়ক নয়। | দৈন্য সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়। | মহত্বের> মহত্ত্বের |
ধর্মের কল বাতাসেতে নড়ে। | ধর্মের কল বাতাসে নড়ে। | বাতাসেতে> বাতাসে |
নদীর ঘাটে যাইয়া আমরা মরাদাহ দেখিতে লাগিলাম। চিতার ধোঁয়ায় সমস্ত জায়গাটা সমাচ্ছন্ন হইয়া আঁধার করে তুলিছিল যে আমাদের নিঃশ্বাস আটকাইয়া যাইতেছিল। | নদীর তীরে যাইয়া আমরা শবদাহ দেখিতে লাগিলাম। তার ধূমে সমস্ত স্থান সমাচ্ছন্ন হইয়া এরূপ অন্ধকার হইয়া গিয়াছিল যে আমাদের নিঃশ্বাস রোধ হইয়া যাইতেছিল। | নদীর ঘাটে> নদীর তীরে, মরাদাহ> শবদাহ, চিতার ধোঁয়ায় সমস্ত জায়গাটা> তার ধূমে সমস্ত স্থান, আঁধার করে তুলিছিল> এরূপ অন্ধকার হইয়া গিয়াছিল, নিঃশ্বাস আটকাইয়া> নিঃশ্বাস রোধ হইয়া |
পয়লা বৈশাখ বাঙালির আসল উৎসবের দিন। (ভুলটাই শুদ্ধ) | পয়লা বৈশাখ বাঙালির আসল উচ্ছবের দিন। |
পরবর্তিকালে /পরবর্তী সময়ে আপনি আসবেন। | পরবর্তীতে আপনি আসবেন। | পরবর্তিকালে /পরবর্তী সময়ে > পরবর্তীতে |
পরের মাথায় বন্দুক রেখে শিকার। | পরের কাঁধে বন্দুক রেখে শিকার। | মাথায়> কাঁধে |
পাহাড়কে নাড়ায় সাধ্য কার। | পাহাড় নাড়ায় সাধ্য কার। | পাহাড়কে> পাহাড় |
পিপিলিকা আর মরিচিকার পিছু ধাওয়া করা একই কথা। | পিপীলিকা আর মরীচিকার পিছু ধাওয়া করা একই কথা। | পিপিলিকা আর মরিচিকার> পিপীলিকা আর মরীচিকার |
প্রধান মন্ত্রীর সঙ্গে অন্যান্য মন্ত্রীবর্গ উপস্থিত ছিলেন। | প্রধান মন্ত্রীর সঙ্গে অন্যান্য মন্ত্রী উপস্থিত ছিলেন। | মন্ত্রীবর্গ> মন্ত্রী |
প্রাতকালে লোকটি গাত্রস্থান করে। | প্রাতঃকালে লোকটি গাত্রোখান করে। | প্রাতকালে> প্রাতঃকালে, গাত্রস্থান> গাত্রোখান |
প্রায়ই অর্থ কথাগুলো বড় অস্পষ্ট হয়ে থাকে | বড় কথাগুলোর অর্থ প্রায়ই অস্পষ্ট হয়ে থাকে। | প্রায়ই অর্থ কথাগুলো বড় অস্পষ্ট হয়ে> বড় কথাগুলোর অর্থ প্রায়ই অস্পষ্ট হয়ে |
প্রেমগঙ্গা আজ এমন করিয়া উদ্বেল আর হইল কেন? | প্রেমযমুনা আজ এমন উদ্বেল হইল কেন? | প্রেমগঙ্গা> প্রেমযমুনা, এমন করিয়া উদ্বেল আর> এমন উদ্বেল |
ফুল দিয়ে তাঁকে সুস্বাগতম জানানো সবার কর্তব্য। | ফুল দিয়ে তাঁকে স্বাগতম জানানো সবার কর্তব্য। | সুস্বাগতম> স্বাগতম |
বংকিমচন্দ্রের ভয়ানক প্রতিভা ছিল। | বঙ্কিমচন্দ্রের অসাধারণ প্রতিভা ছিল। | বংকিমচন্দ্রের ভয়ানক> বঙ্কিমচন্দ্রের অসাধারণ |
বইকে পুড়িয়ে ফেলো/বইগুলোকে পুড়িয়ে ফেলো। | বই/বইটি পুড়িয়ে ফেলো (একবচন)/বইগুলো পুড়িয়ে ফেলো (বহুবচন) | বইকে> বই/বইটি, বইগুলোকে> বইগুলো |
বইটি তার জরুরি প্রয়োজন। | বইটি তার (খুব) প্রয়োজন। | জরুরি> খুব |
বমালশুদ্ধ চোর ধরা পড়েছে। | বমাল বা মালশুদ্ধ চোর ধরা পড়েছে। | বমালশুদ্ধ> বমাল বা মালশুদ্ধ |
বাংলাদেশ একটি উন্নতশীল দেশ। | বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। | উন্নতশীল> উন্নয়নশীল |
বাংলা বানান আয়ত্ব করা কঠিন নয়। | বাংলা বানান আয়ত্ত করা কঠিন নয়। | আয়ত্ব> আয়ত্ত |
বাংলা ব্যাকরণ অত্যান্ত জটিল | বাংলা ব্যাকরণ অত্যন্ত জটিল। | অত্যান্ত> অত্যন্ত |
বাংলাদেশ একটি উন্নতশীল আধুনিক রাষ্ট্র। | বাংলাদেশ একটি উন্নতিশীল (বা উন্নয়নশীল) আধুনিক রাষ্ট্র। | উন্নতশীল> উন্নতিশীল/ উন্নয়নশীল |
বাজীকরের অদ্ভুত ক্রিয়া দেখিয়া ছাত্রগণেরা প্রফুল্লিত হল । | বাজিকরের অদ্ভুত খেলা দেখে ছাত্ররা আনন্দিত হল। | ক্রিয়া দেখিয়া ছাত্রগণেরা প্রফুল্লিত> খেলা দেখে ছাত্ররা আনন্দিত |
বাসের ধাক্কায় তিনি চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন। | বাসের ধাক্কায় তিনি দৃষ্টিশক্তি হারিয়েছেন। | চোখের দৃষ্টিশক্তি> দৃষ্টিশক্তি |
বিকার লোক যে কোন সময় ক্ষতি করতে পারে। | বিকৃত লোক যে কোন সময় ক্ষতি করতে পারে। | বিকার লোক> বিকৃত লোক |
বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর। | বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ। | শ্রেষ্ঠতর> শ্রেষ্ঠ |
বিদ্যান বক্তিগণ দরিদ্রের শিকার হন | বিদ্বান ব্যক্তিগণ দারিদ্র্যের শিকার হন | বিদ্যান বক্তিগণ দরিদ্রের > বিদ্বান ব্যক্তিগণ দারিদ্র্যের |
বিদ্যান লোকেরা মনে করেন আমাদের ছেলেমেয়েরা অধ্যায়ন ছেড়েছে বলেই তারা ব্যাথা, আকাঙ্খা, মুহুর্ত, প্রতিযোগীতা, দরিদ্রতা ইত্যাদি বানান ভূল করে। | বিদ্বান লোকেরা মনে করেন, আমাদের ছেলেমেয়েরা অধ্যয়ন ছেড়েছে বলেই তারা ব্যথা, আকাক্ষা, মুহুর্ত, প্রতিযোগিতা, দরিদ্রতা ইত্যাদি বানান ভুল করে। | বিদ্যান> বিদ্বান, অধ্যায়ন> অধ্যয়ন, ব্যাথা, আকাঙ্খা> ব্যথা, আকাক্ষা, প্রতিযোগীতা> প্রতিযোগিতা |
বিদ্যান হইতে হলে নিয়মিত অধ্যয়ন করতে হয়। | বিদ্বান হতে হলে নিয়মিত অধ্যয়ন করতে হয়। | বিদ্যান হইতে হলে> বিদ্বান হতে হলে |
বিপদগ্রস্থকে সাহায্য কর। | বিপদগ্রস্তকে সাহায্য কর। | বিপদগ্রস্থকে> বিপদগ্রস্তকে |
বুনো কচু, বাঘা তেঁতুল। | বুনো ওল, বাঘা তেতুল। | বুনো কচু> বুনো ওল, বাঘা তেঁতুল> বাঘা তেতুল |
বৃক্ষটি সমূলসহ উৎপাটিত হইয়াছে। | বৃক্ষটি মূলসহ উৎপাটিত হইয়াছে। | সমূলসহ> মূলসহ |
বেশি চাতুর্যতা দেখাতে গিয়ে শেষে নিজেই দল থেকে বাদ পড়লেন। | বেশি চাতুর্য/চতুরতা দেখাতে গিয়ে শেষে নিজেই দল থেকে বাদ পড়লেন। | চাতুর্যতা> চাতুর্য/চতুরতা |
ব্যাপারটি ছিল আপনার জন্য লজ্জাস্কর। | ব্যাপারটি ছিল আপনার জন্য লজ্জাকর বা লজ্জাজনক। | লজ্জাস্কর> লজ্জাকর/ লজ্জাজনক |
ভাত ছড়ালে শালিখের অভাব হয় না। | ভাত ছড়ালে কাকের অভাব হয় না। | শালিখের> কাকের |
ভারত ব্রিটিশদের অধীনস্থ ছিল বলেই তারা যুদ্ধ করেছিল। | ভারত ব্রিটিশদের অধীনে ছিল বলেই তারা যুদ্ধ করেছিল। | অধীনস্থ> অধীনে |
ভিক্ষুকদেরকে ভিক্ষা দাও। | ভিক্ষুককে ভিক্ষা দাও। (একবচন) /ভিক্ষুকদের ভিক্ষা দাও। (বহুবচন) | ভিক্ষুকদেরকে> ভিক্ষুককে/ ভিক্ষুকদের |
মনরঞ্জন মনমোহনের বড় ভাই। | মনোরঞ্জন মনোমোহনের বড় ভাই। | মনরঞ্জন মনমোহনের> মনোরঞ্জন মনোমোহনের |
মনস্কামনা পূর্ণ না হওয়ায় সে মনোস্তাপ ভুগছে। | মনস্কামনা পূর্ণ না হওয়ায় সে মনস্তাপে ভুগছে। | মনোস্তাপ> মনস্তাপে |
মহারাজ সভাগৃহে প্রবেশ করলেন। | মহারাজ সভাকক্ষে প্রবেশ করলেন। | সভাগৃহে> সভাকক্ষে |
মাতাহীন শিশুর অনেক দুঃখ। | মাতৃহীন শিশুর অনেক দুঃখ। | মাতাহীন> মাতৃহীন |
মাতাহীন শিশুর কি দুঃখ। | মাতৃহীন শিশুর কি দুঃখ! | মাতাহীন> মাতৃহীন |
মাল বহনকারী গাড়িগুলোতে আগুন ধরিয়ে তারা পালালো। | মালগাড়িগুলোতে আগুন ধরিয়ে তারা পালালো। | মাল বহনকারী গাড়িগুলোতে> মালগাড়িগুলোতে |
মুমুর্ষ রোগীকে শুশ্রসা কর । | মুমূর্ষ রোগীকে শুশ্রুষা কর। | মুমুর্ষ> মুমূর্ষ, শুশ্রসা> শুশ্রুষা |
মেয়েটি সুকেশৈলী ও সুহাসি | মেয়েটি সুকেশী ও সুহাসিনী । | সুকেশৈলী ও সুহাসি> সুকেশী ও সুহাসিনী |
মেয়েটি স্বয়ম্বর। | মেয়েটি স্বয়ংবরা। | স্বয়ম্বর> স্বয়ংবরা |
যাদুঘরে কিন্তু যাদু দেখানো হয় না। | জাদুঘরে কিন্তু জাদু দেখানো হয় না। | যাদুঘরে কিন্তু যাদু> জাদুঘরে কিন্তু জাদু |
যাবতীয় লোক সমূহ সভায় উপস্থিত ছিল । | যাবতীয় লোক সভায় উপস্থিত ছিল। | লোক সমূহ> লোক |
যার লাঠি, তার ঘাটি। | যার লাঠি, তার মাটি। | তার ঘাটি> তার মাটি |
যেসব অর্থহীন বর্ণ বা বর্ণসমষ্টি শব্দের পরে বসে শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে। | যেসব অর্থহীন বর্ণ বা বর্ণসমষ্টি শব্দের পরে বসে শব্দ গঠন করে তাদের প্রত্যয় বলে। | তাকে > তাদের |
যেসব ছাত্রদের নিয়ে কথা তারা বখাটে। | যেসব ছাত্রকে নিয়ে কথা তারা বখাটে। | যেসব ছাত্রদের> যেসব ছাত্রকে |
রচনাটির উৎকর্ষতা অনস্বীকার্য। | রচনাটির উৎকর্ষ অনস্বীকার্য। | উৎকর্ষতা> উৎকর্ষ |
রহিম ছেলেদের মধ্যে কনিষ্ঠতম/তর। | রহিম ছেলেদের মধ্যে কনিষ্ঠ। | কনিষ্ঠতম/তর> কনিষ্ঠ |
রহিমসহ আরো অনেকেই আছেন এই নাটকে। | রহিমসহ অনেকেই আছেন এই নাটকে। | আরো অনেকেই> অনেকেই |
রহিমা পাগলিনী হয়ে গেছে | রহিমা পাগল হয়ে গেছে | রহিমা পাগলিনী> রহিমা পাগল |
রাত্রিতে আসন্ন পরীক্ষার বিভীষিকা, উপেক্ষা করে তাড়াতাড়ি গেলাম শয়ন করতে ভাল নিদ্রা না হলেপাছে অসুখ বিসুখ হতে পারে এই ভয়ে। | পাছে রাতে ভাল ঘুম না হলে অসুখ বিসুখ হতে পারে এই ভয়ে আসন্ন পরীক্ষার বিভীষিকা উপেক্ষা করে তাড়াতাড়ি ঘুমোতে গেলাম। | |
রীতিকে অতিক্রম না করেও যথারীতি সে বড়লোক। | রীতিকে অতিক্রম না করেও সে বড়লোক। | যথারীতি সে> সে |
লক্ষ লক্ষ জনতারা সব সভায় উপস্থিত হয়েছিল। | লক্ষ লক্ষ জনতা সভায় উপস্থিত হয়েছিল। | জনতারা> জনতা |
লালালু খুব পুষ্টিকর। | লাল আলু খুব পুষ্টিকর। | লালালু> লাল আলু |
লেখাপড়ায় তার মনযোগ নেই। | লেখাপড়ায় তার মনোযোগ নেই। | মনযোগ> মনোযোগ |
লোকজন তার প্রতিকূলে নাই। | লোকজন তার অনুকূলে নাই। | প্রতিকূলে> অনুকূলে |
লোকটি কায়দায় নাই। | লোকটি বেকায়দায় আছে। | কায়দায় নাই> বেকায়দায় আছে |
লোকটি মিশির মতো কালো হয়েও সাদা মনের মানুষ। | লোকটি মিশকালো হয়েও সাদা মনের মানুষ। | মিশির মতো কালো> মিশকালো |
শওকত ওসমানের কৃতদাসের হাসি একটি আদমজি পুরষ্কার প্রাপ্ত উপন্যাস। | শওকত ওসমানের ক্রীতদাসের হাসি’ আদমজি পুরস্কারপ্রাপ্ত উপন্যাস। | কৃতদাসের হাসি> ক্রীতদাসের হাসি |
শরীর অসুস্থ্যের জন্য আমি কাল আসিতে পারি নাই। | অসুস্থতার জন্য আমি কল্য আসিতে পারি নাই। | শরীর অসুস্থ্যের জন্য আমি কাল> অসুস্থতার জন্য আমি কল্য |
শশান ঘাট কোথায়। | শ্মশান ঘাট কোথায়? | শশান> শ্মশান |
শশীভূষণ কি আসে নাই? | শশিভূষণ কি আসে নাই? | শশীভূষণ> শশিভূষণ |
শহর ও গ্রামে এখন ইলেকশনের আমেজ। | শহরে ও গ্রামে এখন ইলেকশনের আমেজ। | শহর ও গ্রামে> শহরে ও গ্রামে |
শহীদুল্লাহ কায়সার এবং মুনীর চৌধুরী দুজনই দেশের জন্য প্রাণ দিলেন। | শহীদুল্লাহ কায়সার ও মুনীর চৌধুরী দুজনই দেশের জন্য প্রাণ দিলেন। | এবং> ও |
শিক্ষা উপ - পরিচালক ও সহ - উপ পরিচালক আজ এই স্কুলে আসবেন। | শিক্ষা উপপরিচালক ও সহউপপরিচালক আজ এই স্কুলে আসবেন। | উপ - পরিচালক ও সহ - উপ পরিচালক> উপপরিচালক ও সহউপপরিচালক |
শিল্পায়নের সাহায্যে দেশ সমৃদ্ধশালী হইতে পারে। | শিল্পায়নের সাহায্যে দেশ সমৃদ্ধ (বা সমৃদ্ধিশালী) হইতে পারে। | সমৃদ্ধশালী> সমৃদ্ধ/ সমৃদ্ধিশালী |
শুধু নিজের না, দেশের উৎকর্ষতা সাধন করা প্রত্যেকেরই উচিত। | শুধু নিজের না, দেশের উৎকর্ষ/উৎকৃষ্টতা সাধন করা প্রত্যেকেরই উচিত। | উৎকর্ষতা> উৎকর্ষ/উৎকৃষ্টতা |
শুধুমাত্র গায়ের জোরে কাজ হয় না | শুধু গায়ের জোরে কাজ হয় না। | শুধুমাত্র> শুধু |
শুনেছি আপনি স্বস্ত্রীক ঢাকায় থাকেন। | শুনেছি আপনি সস্ত্রীক/স্ত্রীসহ ঢাকায় থাকেন। | স্বস্ত্রীক> সস্ত্রীক/স্ত্রীসহ |
সকল দৈন্যতা দূর হয়ে যাক। | সকল দৈন্য দূর হয়ে যাক। সকল দীনতা দূর হয়ে যাক। | দৈন্যতা> দৈন্য/ দীনতা |
সকল সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন। | সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন। | সকল সভ্যগণ> সভ্যগণ |
সকল সুধীমণ্ডলী উপস্থিত আছেন। | সুধীমণ্ডলী উপস্থিত আছেন। | সকল সুধীমণ্ডলী> সুধীমণ্ডলী |
সকল/সমস্ত যুদ্ধাপরাধীদের বিচার দাবি করেছে জনতা। | সকল/সমস্ত যুদ্ধাপরাধীর বিচার দাবি করেছে জনতা। | সকল/সমস্ত যুদ্ধাপরাধীদের> সকল/সমস্ত যুদ্ধাপরাধীর |
সৎ চরিত্রবান লোক সবার কাছে প্রিয়। | চরিত্রবান লোক সবার কাছে প্রিয়। | সৎ চরিত্রবান> চরিত্রবান |
সত্য প্রমাণ হোক। | সত্য প্রমাণিত হোক। | প্রমাণ> প্রমাণিত |
সব পাখিরা ঘর বাঁধে না। | সব পাখি ঘর বাঁধে না। | সব পাখিরা> সব পাখি |
সব মাছগুলোর দাম কত? | মাছগুলোর দাম কত ? | সব মাছগুলোর> মাছগুলোর |
সবাই বাবা - মার সুস্বাস্থ্য কামনা করে। | সবাই বাবা - মার সুস্থতা কামনা করে। | সুস্বাস্থ্য> সুস্থতা |
সবিনয় পূর্বক নিবেদন করি | বিনয়পূর্বক নিবেদন করি। | সবিনয় পূর্বক> বিনয়পূর্বক |
সর্ব বিষয়ে বাহুল্যতা বর্জন করিবে | সর্ব বিষয়ে বাহুল্য বর্জন করিবে। | বাহুল্যতা> বাহুল্য |
সশঙ্কিত চিত্তে সে বলল | শঙ্কিত চিত্তে সে বলল। | সশঙ্কিত> শঙ্কিত |
সাপুড়ে সাপকে খেলায়। | সাপুড়ে সাপ খেলায়। | সাপুড়ে সাপকে> সাপুড়ে সাপ |
সারা জীবন ভুতের মজুরী খেটে মরলাম। | সারা জীবন ভূতের বেগার খেটে মরলাম। | ভুতের মজুরী খেটে> ভূতের বেগার খেটে |
সাহিত্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠান | সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান | সাহিত্য এবং সাংস্কৃতিক> সাহিত্য ও সাংস্কৃতিক |
সুজন, অন্যান্য মেয়র প্রার্থীদের খবর কী? | সুজন, অন্যান্য মেয়র প্রার্থীর খবর কী? | মেয়র প্রার্থীদের> মেয়র প্রার্থীর |
সূর্য উদয় হয়নি। | সূর্য উদিত হয়নি। | সূর্য উদয়> সূর্য উদিত |
সে এমন রূপসী যেন অপ্সরী। | সে এমন রূপবতী যেন অপ্সরা। | রূপসী যেন অপ্সরী> রূপবতী যেন অপ্সরা |
সে কৌতুক করার কৌতুহল সম্বরণ করিতে পারিল না। | সে কৌতুক করার কৌতূহল সংবরণ করিতে পারিল না। | সম্বরণ> সংবরণ |
সে ক্যান্সারজনিত কারণে মারা গিয়েছে। | সে ক্যান্সার/ক্যান্সারজনিক রোগে মারা গিয়েছে। | ক্যান্সারজনিত কারণে. ক্যান্সার/ক্যান্সারজনিক রোগে |
সে ক্রোধে আত্মহারা হইয়া উঠিয়াছে। | সে ক্রোধান্ধ হইয়াছে। | ক্রোধে আত্মহারা হইয়া> ক্রোধান্ধ হইয়াছে |
সে ভুড়ি ভুড়ি খেয়ে ভুরিটি বাড়িয়েছে। | সে ভুরি ভুরি খেয়ে ভুঁড়িটি বাড়িয়েছে। | ভুড়ি ভুড়ি খেয়ে ভুরিটি> ভুরি ভুরি খেয়ে ভুঁড়িটি |
সে শৈশবেই মাতা বাপ হারিয়েছে। | সে শৈশবেই মা - বাপ হারিয়েছে। | মাতা বাপ> মা - বাপ |
সে সঙ্কট অবস্থায় পড়েছে। | সে সঙ্কটে পড়েছে। | সঙ্কট অবস্থায়> সঙ্কটে |
সেখানে গেলে তুমি অপমান হবে। | সেখানে গেলে তুমি অপমানিত হবে। | অপমান> অপমানিত |
সেলিনা হোসেন একজন বিদ্বান লেখিকা। | সেলিনা হোসেন একজন বিদ্বান লেখক। /সেলিনা হোসেন একজন বিদুষী লেখিকা। | বিদ্বান লেখিকা> বিদ্বান লেখক/বিদুষী লেখিকা |
স্নেহভাজন পুরুষলোককে পত্রের মূল আদিতে কল্যানীয়াসু বলিয়া সম্বোধন করিবে। | স্নেহভাজন পুরুষলোককে লিখিত পত্রের আদিতে কল্যাণীয়েষু’ বলিয়া সম্বোধন করিবে। | কল্যানীয়াসু> কল্যাণীয়েষু |
স্বল্পবিদ্যা ভয়ংকরী। | অল্পবিদ্যা ভয়ংকরী। | স্বল্পবিদ্যা> অল্পবিদ্যা |
হাতে ব্যাথা পেয়েছি | হাতে ব্যথা পেয়েছি। | ব্যাথা> ব্যথা |
হীন চরিত্রবান লোক পশ্বাধম | চরিত্রহীন লোক পশ্বধম । | হীন চরিত্রবান> চরিত্রহীন, পশ্বাধম> পশ্বধম |
হে ত্রিনয়নী আমাকে রক্ষা কর | হে ত্রিনয়না, আমাকে রক্ষা কর । | ত্রিনয়নী> ত্রিনয়না |