হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত?

Created: 6 years ago | Updated: 1 month ago
Updated: 1 month ago
  • বাংলাদেশের পর্যটন রাজধানী-কক্সবাজার ।
  • ১৭৯৮ সালে ইংরেজ কর্মচারী ক্যাপ্টেন হ্যারাম কক্স এর নামে কক্সবাজার নামকরণ করা হয়।
  • নাফ নদীর তীরে অবস্থিত। পূর্বনাম পালকিং/ফালকিং।
  • পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত। কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য-১২০ কি.মি. ।
  • সেন্টমার্টিন দ্বীপের আয়তন ৮ বর্গ কি.মি. সেন্টমার্টিন দ্বীপের আরেক/পুরাতন নাম- নারিকেল জিঞ্জিরা।
  • বাংলাদেশের একমাত্র সামুদ্রিক প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। বাংলাদেশের সর্ব দক্ষিণের স্থান ও দ্বীপ- ছেড়া দ্বীপ
  • ছেঁড়াদ্বীপ সেন্টমার্টিন দ্বীপ থেকে ৫ কি.মি. দক্ষিণে অবস্থিত।
  • ছেঁড়াদ্বীপের আয়তন-৩ কি.মি. । ইনানী সমুদ্র সৈকত-কক্সবাজারে। নাপিতখালী ভ্যালি কক্সবাজারে ।
  • কক্সবাজারের পশ্চিমে- সোনাদ্বিয়া দ্বীপ অবস্থিত। টেকনাফকে সেন্টমার্টিন যাওয়ার গেটওয়ে বলা হয়।
  • বাংলাদেশের একমাত্র পাহাড়ী দ্বীপ মহেশখালী দ্বীপ- কক্সবাজার।
  • মহেশখালী দ্বীপে আদিনাথ মন্দির রয়েছে। কুতুবদিয়া বাতিঘর এর জন্য বিখ্যাত দ্বীপ।
  • বাংলাদেশের একমাত্র সাফারি পার্ক (ডুলাহাজরা) বঙ্গবন্ধু সাফারি পার্ক-চকোরিয়া, কক্সবাজার।
  • বাংলাদেশের প্রথম রাবার বাগান- রামুতে (১৯৫১ সালে তৈরি করা হয়)।
  • বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন-সেন্টমার্টিন। আয়তন ৮ বর্গ মাইল ।
  • কক্সবাজারের তেজস্ক্রিয় বালিকে কালো সোনা বলা হয় (ইলমেনাইটকে) ।
  • বাংলাদেশের একমাত্র কৃত্রিম ম্যানগ্রোভ বন-চকোরিয়াতে, কক্সবাজার।
  • বাংলাদেশের দক্ষিণ-পূর্ব কোণের থানা- টেকনাফ, কক্সবাজার।
  • সর্ব দক্ষিণের থানা- টেকনাফ। বাংলাদেশের সর্ব দক্ষিণের ইউনিয়ন সেন্টমার্টিন ইউনিয়ন।
  • বাংলাদেশের রামু মন্দির কক্সবাজারে।
  • প্রস্তাবিত সর্বশেষ গভীর সমুদ্র বন্দরটি স্থাপন করা হবে কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়ায় বাংলাদেশের একমাত্র শীতল পানির ঝরনা- হিমছড়িতে। টেকনাফ- নাফ নদীর তীরে অবস্থিত ।
Content added By
Promotion