SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or
Log in with Google Account

বাংলাদেশের জাতীয় সংসদে আসন সংখ্যা কত?

Created: 6 years ago | Updated: 9 months ago

জাতীয় সংসদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইনসভা। এককক্ষ বিশিষ্ট এ আইনসভার সদস্য সংখ্যা ৩৫০; যার মধ্যে ৩০০ জন সংসদ সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন এবং অবশিষ্ট ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত। সংরক্ষিত আসনের নারী সদস্যগণ নির্বাচিত হন ৩০০ সংসদ সদস্যের ভোটে (পরোক্ষ নির্বাচন পদ্ধতিতে) নির্বাচিত হন। সংসদের মেয়াদকাল পাঁচ বছর।

জেনে নিই

 • বাংলাদেশের সর্বোচ্চ আইনসভা জাতীয় সংসদ।
 • সংসদের মোট আসন- ৩৫০ টি হলেও নির্বাচিত আসন- ৩০০ টি।
 • সংসদের সংরক্ষিত নারী আসন- ৫০ টি।
 • সংসদের ১নং আসন- পঞ্চগড়।
 • সংসদের ৩০০ নং আসন- বান্দরবান
 • সবচেয়ে কম মেয়াদকাল ছিল- ৬ষ্ঠ সংসদে।
 • সংসদে কাস্টিং ভোট- স্পীকারের নিজের ভোট।
 • সংসদে হুইপের কাজ- দলীয় শৃংখলা রক্ষা করা।
 • ফ্লোর ক্রসিং- সংসদে অন্য দলে যোগদান বা নিজ দলের বিপক্ষে ভোটদান।
 • রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি প্রতিটিতে ১টি করে জাতীয় সংসদের আসন বিদ্যমান।
 • জাতীয় সংসদে এ পর্যন্ত বিদেশী রাষ্ট্রপ্রধান ভাষণ দেন- ২ জন ।

যুগোশ্লোভিয়ার সাবেক প্রেসিডেন্ট মার্শাল যোশেফ টিটো (১৯৭৪)

ভারতের সাবেক প্রেসিডেন্ট ভি ভি গিরি (১৯৭৪)

 • দক্ষিণ এশিয়ার অন্যতম স্থাপত্যশৈলী ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবন ।
Content added By

Related Question

View More
Promotion