পৌষ্টিকতন্ত্র (Digestive System)

যে তন্ত্রের সাহায্যে খাদ্যবস্তু গ্রহণ, পরিপাক, পরিপাককৃত খাদ্যরন শোষণ এবং খাদ্যের অপাচ্য অংশ মলরূপে ত্যাগ করা হয়, তাকে পরিপাকতন্ত্র বলে। পৌষ্টিতন্ত্রকে দুইটি অংশে ভাগ করা যায়। যথা- ক) পৌষ্টিক নালী। মুখ, মুখবিবর, গলবিল, অন্ননালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র এবং পায়ু। মানুষের পৌষ্টিকনালী মুখ থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত ৮-১০ মিটার লম্বা। খ) পৌষ্টিক গ্রন্থি : লালাগ্রন্থি, অগ্নাশয় ও যকৃত।

 

Content added By

Related Question

View More