বাংলাদেশে বর্তমানে মোট কতটি শিক্ষাবোর্ড রয়েছে?
শিক্ষা হল ব্যক্তির অন্তর্নিহিত গুণাবলীর পূর্ণ বহিঃপ্রকাশ বা বিকাশ সাধনের অব্যাহত অনুশীলন। বাংলা শিক্ষা শব্দটি এসেছে 'শাস' ধাতু থেকে। যার অর্থ শাসন করা বা উপদেশ দান করা। অন্যদিকে শিক্ষার ইংরেজি প্রতিশব্দ Education এসেছে ল্যাটিন শব্দ Educare থেকে। যার অর্থ বের করে আনা অর্থাৎ ভেতরের সম্ভাবনাকে বাইরে বের করে নিয়ে আসা বা বিকশিত করা।
জেনে নিই