.......returning from office, I had an accident.
Verb-এর সঠিক ব্যবহার Grammar-এর একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যা সাধারণত Right forms of Verbs নামে পরিচিত। মূলত এতে Tense, Sequence of Tense, Mood, Modal Auxiliaries, Voice, Subject- Verb Agreement, Narration ইত্যাদি বিষয়গুলো জড়িত। তাই Verb forms সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা করতে উপরিউক্ত বিষয়গুলো পৃথকভাবে অধ্যয়ন করতে হবে। এখানে গুরুত্বপূর্ণ নিরুগুলো আলোচিত হলো।
The Tense Markers: কিছু কিছু শব্দ বা শব্দগুচ্ছ আছে যা দেখে বোঝা যায় বাক্যের Verb-টি কোন Tense-এ হবে। সেসব শব্দ বা শব্দগুচ্ছকে এখানে Tense Markers হিসেবে অভিহিত করা হয়েছে। নিচে Tense Markers-এর একটি তালিকা এবং পরে এগুলোর বিশদ ব্যাখ্যা দেয়া হলো :
Tense | Tense Markers |
Present Indefinite | always, often, sometimes, everyday, daily, regularly, usually normally, occasionally, generally, etc. |
Present Continuous | now, at this moment, at this time, at present, shill, look (তাৎক্ষণিক দৃষ্টি আকর্ষণমূলক), listen etc. Note: যেসব Verb-এর Continuous হয় না সেসব | Verb Present Continuous এর পরিবর্তে তাদেরকে Present Indefinite-এ করতে হয়। যেমন- He believes me now. |
Present Perfect | already, just, just now, yet, never, ever, lately, recently. |
Present Perfect Continuous | since, for, how long যাবৎ, ধরে, হতে, থেকে ইত্যাদি দ্বারা duration বোঝালে। Note: যেসব Verb-এর Continuous হয় না সেসব Verb যদি Present Perfect Continuous-এ আসে তাহলে তাদেরকে Present Perfect করতে হয়। যেমন : We have known each other since 1993. |
Past Indefinite | yesterday, ago, long ago, long since, last, last night, last week, last month, last year, as soon as, the day before yesterday, once. |
Past Continuous | at that moment, at that time, then etc. এবং while/when/ as দ্বারা যুক্ত দুটি অতীত ঘটনায় while/when যুক্ত অংশটি Past Continuous হয়। |
Past Perfect | অতীতের দুটি ক্রমিক ঘটনার ক্ষেত্রে before-এর পূর্বে Past Perfect এবং after-এর পরে বসে। |
Future Indefinite | tomorrow, next, next week/year, coming, ensuing in the days/years to come. |
Future Perfect | by, by this time, by (time, month, year), next (time, month, year), by next (time, month, year) |
1. সুনির্দিষ্ট অন্য কোনো সময় উল্লেখ না করা হলে বাক্যে যদি always, often, sometimes, everyday, daily, regularly, usually, normally, occasionally, generally ইত্যাদি থাকে তাহলে বাক্যে Verb-টি Present Indefinite Tense হয়।
যেমন—
We often fall a victim of circumstances.
2. যেসব Exclamatory Sentence বা আশ্চর্যবোধক বাক্য Here বা There দ্বারা শুরু হয়ে বর্তমানে কিছু ঘটছে এমন বোঝায় সেসব বাক্যে Present Indefinite
Tense ব্যবহৃত হয়। যেমন—
Here comes the bus!
There she goes!
3. বাক্যে now, at this moment, at this time, at present, still ইত্যাদি থাকলে বাক্যটি Present Continuous হয়। তেমনিভাবে বর্তমানে তাৎক্ষণিক দৃষ্টি আকর্ষণমূলক শব্দ, যেমন— look, listen, hush ইত্যাদি থাকলেও Present Continuous হয়। উল্লেখ্য, যেসব Verb-এর Continuous হয় না সেগুলোকে Present Indefinite-এ করতে হবে।
I am writing letter to my sister now.
4. দুটি বর্তমান ঘটনা যদি while / when দ্বারা যুক্ত হয় তাহলে while/when যুক্ত অংশটি Present Continuous হয়।
যেমন- Don't make a noise while your father is sleeping.
5. বাক্যে already, just, just now, yet, never, ever, lately, recently থাকলে Present Perfect Tense হয়।
Have you finished the work yet?
6. বাক্যে যাবৎ ধরে, হতে, থেকে অর্থে for বা since থাকলে Present Perfect এবং Present Perfect Continuous Tense উভয়ই হয়। তবে উল্লেখ্য, যেসব Verb- এর Continuous হয় না সেসব Verb এই Tense-এ আসলে তাদেরকে Present Perfect করতে হবে।
যেমন—
He has been living here for five months.
7. Yesterday, ago, long ago, long since, last, last night, last week, last month, last year, the day before yesterday, as soon as ইত্যাদি শব্দগুচ্ছ Past Indefinite Tense নির্দেশ করে।
যেমন—
He moved to Chicago just a few months ago."
I opened the door as soon as I heard the bell.
8. বাক্যে at that time, at that moment, then ইত্যাদি থাকলে Past Continuous Tense হয়। তেমনিভাবে অতীতের দুটি সমসাময়িক ঘটনা while/when/as যারা যুক্ত হলে while/when/as যুক্ত অংশটি Past Continuous Tense হয়, অপর অংশে হয় Past Indefinite। তবে কখনো কখনো when যুক্ত অংশ Past Indefinite হলে অপর অংশ Past Continuous হয় ।
We were watching the news when the telephone rang.
As the sun was shining, I decided to go out.
9. While-এর ঠিক পরে Subject থাকলে অতীতের ক্ষেত্রে Past Continuous Tense হয় । কিন্তু While-এর ঠিক পরে Subject না থেকে যদি সরাসরি Verb থাকে তাহলে উক্ত Verb-এর সাথে ing যুক্ত হয়।
যেমন—
As they waited Rahim argued against war.
While his brother was discussing the effects of pollution.
10. অতীতের দুটি ক্রমিক ঘটনার ক্ষেত্রে before-এর পূর্বে এবং after-এর পরে Past Perfect Tense হয়, অন্যটি হয় Past Indefinite -এ ।
I reached the station after the train had left.
11. বাক্যে tomorrow, next, coming, ensuing, in the days/years to come ইত্যাদি থাকলে Future Indefinite Tense হয় ।
He will come home tomorrow.
12. বাক্যে by this time, by (time, month, year), next (time, month, year) by next (time, month, year) ইত্যাদি থাকলে Future Perfect Tense হয়। যেমন—
Next August, Lata and Tanim will have been married for 10 years.
13. প্রশ্নবোধক বাক্যের শুরুতে Tense অনুযায়ী Auxiliary Verbs যেমন— do, does, did, have ইত্যাদি বসে। Does ও did শুরুতে আসলে মূল Verb-এর Present form হয়। তেমনিভাবে শুরুতে Wh-question আসলে এরপর Tense অনুযায়ী Auxiliary Verbs + Subject বসে।
Where did the accident happen?
14. It is time, it is high time, wish ইত্যাদির পর Subject থাকলে Verb-টি Past Tense এর হয়। আর এদের পর subject না থাকলে to + Verb হয়, তবে wish এর পর be verb এর স্থলে were বসে।
It is high time we discussed the matter.
It is time to do the work
15. As if/as though ব্যবহার করে অসম্ভব বা অবাস্তব কোনো কাজ বোঝালে সাধারণত নিম্নোক্ত গঠন অনুসরণ করা হয়। যেমন-
(i) Clause in present tense + as if/as though + clause in past indefinite tense (be verb এর স্থলে were হয়)
(i) Clause in past tense + as if/as though + clause in past perfect tense। তবে অসম্ভব বা অবাস্তব ঘটনা না বোঝালে এই গঠন অনুসরণ করা হয় না।
Rishan walks as if he were lame.
16. Since দ্বারা দুটি বাক্যাংশ যুক্ত হলে since-এর পূর্বে Present Indefinite অথবা Present Perfect হলে since-এর পর Past Indefinite Tense হয়। তবে since- এর আগে Past indefinite থাকলে এর পরে Past Perfect হয়।
Some days have passed since my father died.
17. বাক্যে mind, cannot help, could not help, with a view to, look forward to, be used to, get used to, worth ইত্যাদি পর কোন Verb আসলে
Verb-এর সাথে ing যুক্ত হয়।
যেমন—
I don't mind helping with the cooking but I am not going to wash the dishes.
She is looking forward to going Europe.