CPR দেয়ার সময় Chest compression এর Effectiveness চেক করবার জন্য কোন Pulse feel হয়?

Created: 1 year ago | Updated: 1 year ago
Updated: 1 year ago

কাজ (Work)

কোন বস্তুর ওপর বল প্রয়োগে যদি বস্তুরটির সরণ ঘটে, তাহলে বল এবং বলের দিকে বলের প্রয়োগ বিন্দু সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। কাজের মাত্রা সমীকরণ ML2T2।

কাজ = বল ⤫ বলের দিকে সরণের উপাংশ।

আন্তর্জাতিক পদ্ধতিতে কাজের একক জুল। সিজিএস পদ্ধতিতে কাজের একক আর্গ। 1 জুল= 107 আর্গ। পাহাড়ে ওঠা বা সিঁড়ি ভাঙ্গায় অভিকর্ষ বলের বিপরীতে কাজ করতে হয় বলে পরিশ্রম বেশি হয়। পক্ষান্তরে পাহাড় থেকে বা সিঁড়ি দিয়ে নামার সময় অভিকর্ষ বলের দিকে কাজ করতে হয় বলে পরিশ্রম কম হয়। পাহাড়ে ওঠার সময় শরীরকে স্থির রাখার জন্য সামনের দিকে ঝুঁকতে হয়।

Content added By
Promotion