১৯৭০ সালের সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচনে কমিশনার ছিলেন-
১৯৭০ এর সাধারণ নির্বাচন (The General Election of 1970)
প্রেসিডেন্ট আইয়ুব খান ৬৯ গণ অভ্যুত্থানের পতনের ফলে সেনাবাহিনীর প্রধান জেনারেল আগা মুহম্মদ ইয়াহিয়া খানের নিকট ১৯৬৯ সালের ২৫ মার্চ ক্ষমতা হস্তান্তর করে রাজনীতিকে বিদায় জানান । জেনারেল ইয়াহিয়া খান দ্বিতীয় বারের মত সারা দেশে মার্শাল ল' জারি করেন ২৫ মার্চ রাতে । জেনারেল ইয়াহিয়া খান ক্ষমতা গ্রহণের পর জনপ্রতিনিধির কাছে বৈধ প্রক্রিয়াতে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দেন এবং আইনগত কাঠামো আদেশ (Legal Framework Order) ঘোষণা করেন ৩০ মার্চ, ১৯৭০ সালে। পাকিস্তানের প্রথম জাতীয় পরিষদ নির্বাচন হয় ১৯৭০ সালের ৭ ডিসেম্বর। পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদ নির্বাচন হয় ১৯৭০ সালের ১৭ ডিসেম্বর।
আইনসভা | নির্বাচিত আসন | সংরক্ষিত আসন | মোট আসন |
---|---|---|---|
জাতীয় পরিষদ | ৩০০ | ১৩ | ৩১৩ |
আওয়ামী লীগের প্রাপ্ত আসন | ১৬০ | ৭ | ১৬৭ |
পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ | ৩০০ | ১০ | ৩১০ |
আওয়ামী লীগের প্রাপ্ত আসন | ২৮৮ | ১০ | ২৮৯ |
জেনে নিই