এশিয়ার সবচেয়ে ক্ষুদ্র দেশ কোনটি?

Created: 4 years ago | Updated: 1 year ago
Updated: 1 year ago

এশিয়ার কিহু তথ্য জেনে নিই

  • পৃথিবীর বৃহত্তম মহাদেশ- এশিয়া মহাদেশ।
  • এশিয়া মহাদেশে প্রায় মধ্যভাগ দিয়ে অদিক্রম করেছে ৯০° পূর্ব দ্রাঘিমা রেখা।
  • এশিয়া মহাদেশের স্বাধীন দেশের সংখ্যা ৪৪ টি।
  • Tiger of Bicycle নামে পরিচিত- ভিয়েতনাম
  • 'City of Fountains বলা হয়- তাসখন্দকে।
  • Father of Apple Tree বলা হয়- কাজাখস্তানকে এর 'আলামাআতা' শহরকে।
  • The Land of Fames' নামে পরিচিত- আজারবাইজান।
  • "নাগারনো কারাবাখ” নিয়ে বিরোধ রয়েছে- আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে ।
  • মালদ্বীপের নিজেস্ব কোনো সেনাবাহিনী নেই।
  • ব্ল্যাক সেপ্টেম্বর' (১৯৭০) - ফিলিস্তিন ভিত্তিক একটি গেরিলা সংগঠন।
  • ন্যাটো (NATO)- তে মুসলিম সদস্য রাষ্ট্র- তুরস্ক ও আলবেনিয়া।
  • কম্বোডিয়ার রাজতন্ত্র বিলোপ সাধন করে- লন নল।
  • টিপু সুলতান শাসক ছিলেন- মহীশূরের।
  • লোহিত সাগরের আরেক নাম- সাইনাস আরা বিকাস ।
  • কুনলুন ও হিমালয়ের মধ্যে অবস্থিত- তিব্বত মালভূমি ।
  • পাকিস্তানের সীমান্ত বাহিনীর নাম- রেঞ্জার্স।
  • এশিয়ার কোন দেশটি যুক্তরাষ্ট্রের উপনিবেশ- ফিলিপাইন।
  • মুসলিম অধ্যুষিত 'মিন্দানাও দ্বীপ' অবস্থিত- ফিলিপাইনে ।
  • "আবু সায়াফ' গেরিলা সংঠন- ফিলিপাইনের।
  • বিশ্বের প্রথম মুসলিম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন- বেনেজির ভুট্টো (পাকিস্তানের)।
  • জনসংখ্যায় বৃহত্তর মুসলিম দেশ- ইন্দোনেশিয়া।
  • দ্বৈত রাজনৈতিক দেশ হিসেবে অভিহিত করা হয়- তাইওয়ানকে।
  • বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক নেই কিন্তু বাণিজ্যিক সম্পর্ক রয়েছে- তাইওয়ানের।
  • তাইওয়ানের সাথে কূটনৈতিক সম্পর্ক থাকা একমাত্র দেশ ভ্যাটিকান সিটি।
  • লেবাননে নিয়মতান্ত্রিকভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হয় খ্রিস্টান, প্রধানমন্ত্রী নির্বাচিত হয় মুসলিম।
  • হিজবুল্লাহ' গেরিলা সংগঠনটি লেবাননে।
  • সংবিধান ও আইনসভা নেই সৌদি আরবের।
  • গোবি মরুভূমি- মঙ্গোলিয়ায় অবস্থিত।
  • তুর্কমেনিস্থানের ৮০% অঞ্চল জুড়ে কারাকোরাম পর্বতমালা অবস্থিত।
  • 'এশিয়ার সুইজারল্যান্ড' বলা হয়- ভুটানকে।
  • আরব দেশগুলো প্রাশ্চাত্য দেশগুলোর উপর তেল অবরোধ করে ১৯৭৩ সালে।
  • দুই ইয়েমেন একত্রিত হয়েছিল- ১৯৯০ সালে।
  • নৃতাত্ত্বিকভাবে মধ্যপ্রাচ্যের অধিকাংশ জাতিগোষ্ঠী- ককেশীয়।
  • জাপান কোরিয়া দখল করেছিল- ১৯১০ সালে।
  • মার্কিন যুক্তরাষ্ট্র কোরিয়ার উপর হস্তক্ষেপ করে- ১৯৫০ সালে।
  • উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার যুদ্ধ সংঘটিত হয়েছিল- ( ১৯৫০-১৯৫৩) সাল পর্যন্ত।
  • 'কোরীয় যুদ্ধ' এর অবসান ঘটে- ১৯৫৩ সালে ।
  • কোরীয় যুদ্ধ-কে কেন্দ্র করে জাতিসংঘে গৃহীত প্রস্তাবের নাম- শান্তির জন্য ঐক্য প্রস্তাব ।
  • উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়াকে বিভক্তকারী সীমারেখার নাম- ৩৮° অক্ষরেখা।
  • বিশ্বের অষ্টম পারমাণবিক অস্ত্রধর দেশের নাম- উত্তর কোরিয়া।
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত দক্ষিণ কোরিয়া অধীনে ছিল- জাপানের।
  • ‘মেমোগেট কেলেঙ্কারি' এর সাথে জড়িত নাম- পাকিস্তানের সাবেক রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি।
  • কখনো কোনো দেশের উপনিবেশ ছিলনা- থাইল্যান্ড (শ্বেত হস্তির দেশ)।
  • 'খাইল্যান্ড' শব্দের অর্থ- মুক্ত ভূমি(শ্যামদেশ)।
  • উত্তর ভিয়েতনাম ও দক্ষিণ ভিয়েতনাম নামক দুটি আলাদা রাষ্ট্রের অভ্যুদয় ঘটে- ১৯৫৪ সালে।
  • উত্তর ভিয়েতনাম ও দক্ষিণ ভিয়েতনাম মধ্যে যুদ্ধ সংঘটিত হয়- (১৯৫৫-১৯৭৫) সাল পর্যন্ত।
  • উত্তর ভিয়েতনাম ও দক্ষিণ ভিয়েতনাম পুনরায় একত্র হয়- ১৯৭৬ সালে ।
  • 'দ্বিতীয় ইন্দোচীন যুদ্ধ 'হো সি মিন' নামটি জড়িত ভিয়েতনামের সাথে।
  • লি ডাক থো ছিলেন- ভিয়েতনামের নেতা।
  • এশিয়ার মাইনর বলা হয় ভূমধ্যসাগরের- পূর্ব উপকূলকে।
  • এশিয়ার একমাত্র খ্রিস্টান রাষ্ট্র- ফিলিপাইন।
  • এশিয়ার একমাত্র বৌদ্ধ রাষ্ট্র- শ্রীলংকা।
  • এশিয়ার সর্ব পশ্চিম বিন্দু- বেবা অন্তরীপ ।
  • এশিয়ার সবচেয়ে খরোস্রোতা নদী- সালউইন।
  • দক্ষিণ এশিয়ার শ্রীলঙ্কায় সারা বছর বৃষ্টিপাত হয় ।
  • এশিয়ার মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় সারা বছর পরিচলন বৃষ্টি হয়।
  • পৃথিবীর ৬০ ভাগ মানুষ এশিয়া মহাদেশে বাস করে।
  • এশিয়া মহাদেশের তথা পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট; এশিয়া মহাদেশে অবস্থিত।
  • পৃথিবীর উচ্চতম মালভূমির নাম- পামির মালভূমি ।
  • মধ্যপ্রাচ্যের অধিকাংশ অধিবাসী- ককেশীয়।
  • এশিয়ার মাইনর ও ক্ষুদ্র সিনাই দ্বীপের মধ্যবর্তী অঞ্চলকে বলা হয়- লেভান্ট
  • দক্ষিণ পূর্ব এশিয়া 'ওরিয়েন্ট অঞ্চলের' এর অন্তর্ভুক্ত ।
  • হেরাত, কান্দাহার, মজার ই-শরীফ আফগানিস্থানে অবস্থিত।
  • পরস্য উপসাগর বাহরাইন দ্বীপে অবস্থিত।
  • পৃথিবীর বৃহত্তম রেলপথ- ট্রান্স সাইবেরিয়ান রেলপথ ।
  • 'করনার স্টোন অব পিস' এই স্মৃতিসৌধটি অবস্থিত- ওকিনাওয়া, জাপান।
  • 'সুশী' ও 'সাশিমী' এক ধরনের খাবার জাপানি জনপ্রিয় খাবার।
  • ড্রাগন অর্থনীতির দেশ- দক্ষিন কোরিয়া, তাইওয়ান, হংকং ও সিঙ্গাপুর।
  • বিদেশী বিনিয়োগ করতে সেকেন্ডহোম প্রোগ্রাম চালু করে- মালয়েশিয়া।
  • পুত্রজায়া হল মালয়েশিয়ার প্রশাসনিক- রাজধানী।
  • ব্রুনাই-এর প্রধান আয়ের উৎস- পেট্রোলিয়াম
  • সিঙ্গাপুর একটি এশিয়ার - নগররাষ্ট্র ।
  • মুসলিম দেশ নয় কিন্তু পতাকায় চাঁদ তারা আছে যে দেশের সিঙ্গাপুর।
  • মধ্য এশিয়ায় অবস্থিত সর্ববৃহৎ প্রজাতন্ত্রের নাম- কাজাখস্তান ।
  • এশিয়ার চীন, উত্তর কোরিয়া, ভিয়েতনাম ও লাওসে একদলীয় শাসনব্যবস্থা বিদ্যমান।
  • পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ- গডউইন অস্টিন (ভারত-পাকিস্তান)
  • সর্বোচ্চ ভবন-বুর্জ দুবাই/বুর্জ খলিফা (৮২৮মিটার/১৭১৭ ফুট)।
  • এশিয়া ও ইউরোপ মহাদেশকে একত্রে বলা হয়- ইউরেশিয়া।
  • এশিয়া আফ্রিকা মহাদেশকে একত্রে বলা হয়- আফ্রোশিয়া ।
  • গ্রিস ও তুরস্কের বিবাদের কারণ- সাইপ্রাস।
  • পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম শহর- জেরিকো (ফিলিস্তিন)।

আলোচিত অঞ্চল

  • গোল্ডেন ট্রায়াঙ্গেল: মায়ানমার, লাওস ও থাইল্যান্ড সীমান্তে অবস্থিত পপি উৎপাদনকারী অঞ্চল ।
  • গোল্ডেন ক্রিসেন্ট : আফগানিস্তান, পাকিস্তান ও ইরান সীমান্তে অবস্থিত আফিম মাদক উৎপাদনকারী অঞ্চল ।
  • গোল্ডেন ওয়েজ: বাংলাদেশ, ভারত ও নেপাল সীমান্ত যা মাদক পাচার ও চোরাচালানের জন্য বিখ্যাত ।
  • গোল্ডেন ভিলেজ: বাংলাদেশের কুষ্টিয়া জেলার ২৬ টি গ্রামকে গাঁজা উৎপাদনের জন্য 'গোল্ডেন ভিলেজ' বলা হয়।
Content added By
Promotion