On his way home from shopping. Mobarok must travel due south for 5 miles and then due east for another 12 miles to reach his house. If Mobarok could travel in a straight line from the store to his house, how many fewer miles would he travel?
প্রশ্নে বলা হচ্ছে, শপিং করে বাড়ি ফেরার সময় মোবারক 5 মাইল দক্ষিণে এবং তারপর পূর্বদিকে বরাবর আরো 12 মাইল গেলেন। শপিংমল থেকে সরাসরি তার বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিলে তিনি কত মাইল পথ কম হাঁটিতেন?
এখন প্রশ্নঅনুযায়ী চিত্রটি আঁকিঃ
চিত্রে দেখা যাচ্ছে যে, A যদি শপিং মল হয়,
তবে মোবারক দুইভাবে তার বাড়ি c তে পৌঁছাতে পারে।
i) এর পথ দিয়ে গেলে তাকে 5+12=17 মেইল পথ অতিক্রম করতে হয়।
ii) এর পথ দিয়ে গেলে তাকে শুধু 13 মেইল পথ অতিক্রম করতে হয়।
কারণ, 52 + 122 = 132 [পিথাগোরাসের সূত্রানুযায়ী]
কম যেতে হতো = 17-13 = 4 মাইল।