Translate into English:
চলমান মহামারীর শুরুতেই মহামন্দার অশনি সংকেত শুনতে পায় বিশ্ব। গত বছরের শুরুতেই বৈশ্বিক অর্থনীতিকে স্থবির করে দেয় কোভিড-১৯ এর প্রাদুর্ভাব। শিল্পোৎপাদন, পর্যটনসহ বিভিন্ন খাতে প্রবৃদ্ধি নেমে আসে নেতিবাচক পর্যায়ে। আন্তর্জাতিক বাণিজ্যেও দেখা দেয় নিশ্চলতা। ওই সময় বৈশ্বিক অর্থনীতিতে যে ধস নেমেছিল, তার ধাক্কা এসে পড়েছিল বাংলাদেশেও। মহামারীর প্রভাবে গত বছরের শেষ পর্যন্ত অর্থনীতির প্রায় সব সূচকই ছিল নিম্নমূখী। বেড়েছে বেকারত্ব ও দারিদ্র্য। কমেছে রাজস্ব আয়। ব্যাংক খাতেও লেনদেনের মাত্রা নেমে আসে। নেতিবাচক ধারায় নেমে আসে ঋণ প্রবৃদ্ধি। তবে শেষ পর্যন্ত বড় মাত্রায় ধস এড়াতে সক্ষম হয় বাংলাদেশের অর্থনীতি। বরং এ মূহুর্তে কোভিডজনিত শ্লথতা কাটিয়ে পুনরুদ্ধারের সুখবর পাওয়া যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে। বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পরিসংখ্যান বলছে, দেশের অর্থনীতি এখন করোনা- পূর্ববর্তী অবস্থানে ফিরছে ।
(Translate into English)চলমান মহামারীর শুরুতেই মহামন্দার অশনি সংকেত শুনতে পায় বিশ্ব। গত বছরের শুরুতেই বৈশ্বিক অর্থনীতিকে স্থবির করে দেয় কোভিড-১৯ এর প্রাদুর্ভাব। শিল্পোৎপাদন, পর্যটনসহ বিভিন্ন খাতে প্রবৃদ্ধি নেমে আসে নেতিবাচক পর্যায়ে। আন্তর্জাতিক বাণিজ্যেও দেখা দেয় নিশ্চলতা। ওই সময় বৈশ্বিক অর্থনীতিতে যে ধস নেমেছিল, তার ধাক্কা এসে পড়েছিল বাংলাদেশেও। মহামারীর প্রভাবে গত বছরের শেষ পর্যন্ত অর্থনীতির প্রায় সব সূচকই ছিল নিম্নমূখী। বেড়েছে বেকারত্ব ও দারিদ্র্য। কমেছে রাজস্ব আয়। ব্যাংক খাতেও লেনদেনের মাত্রা নেমে আসে। নেতিবাচক ধারায় নেমে আসে ঋণ প্রবৃদ্ধি। তবে শেষ পর্যন্ত বড় মাত্রায় ধস এড়াতে সক্ষম হয় বাংলাদেশের অর্থনীতি। বরং এ মূহুর্তে কোভিডজনিত শ্লথতা কাটিয়ে পুনরুদ্ধারের সুখবর পাওয়া যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে। বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পরিসংখ্যান বলছে, দেশের অর্থনীতি এখন করোনা- পূর্ববর্তী অবস্থানে ফিরছে ।
= At the beginning of the ongoing epidemic, the world heard the thunder signal of the Great Depression. The outbreak of Covid-19 brought the economy to a standstill early last year. Growth in various sectors, including industrial production, tourism has come down to a negative level. The stillness was seen in the international trade as well. Downfall in the global economy in that time hit the economy of Bangladesh too. By the end of last year, almost all indicators in the economy were down due to the effects of the epidemic. Debt growth comes down to the negative trend. But in the end, the economy of Bangladesh was able to avoid big downfall. Rather, at this time, the good news of recovery from the languishing period caused by the pandemic is being heard on the central bank's information. The several statistics of Bangladesh Bank confirm that the economy of the country is now returning to the pre corona stage.