কম্পিউটারের মাদারবোর্ডে বিদ্যমান মাইক্রোপ্রসেসর এবং অন্যান্য চিপ বা Component গুলো বিদ্যুৎ পরিবাহী লাইনের মাধ্যমে সংযুক্ত থাকে। এই লাইনগুলোকে কম্পিউটার বাস বা Computer Bus বলে।
কম্পিউটারের গতি মাপার একক হলো মেগাহার্টজ।
কম্পিউটার বাস সাধারণত ৩ প্রকার।
যথা: ১) ডাটা বাস (Data Bus ) ২) এড্রেস বাস (Address Bus) ৩) কন্ট্রোল বাস (Control Bus)
ডাটা বাস (Data Bus): ডাটা বাসের কাজ হলো বিভিন্ন চিপের মধ্যে তথ্য আদান প্রদান করা। ডাটা বাস সাধারণত ৮ বিট, ১৬ বিট, ৩২ বিট এবং ৬৪ বিটের হতে পারে। বেশি বিটের ডাটা বাস দ্রুত ও বেশি পরিমাণ ডাটা ট্রান্সফার করতে পারে।
এড্রেস বাস (Address Bus): এড্রেস বাস হলো এক গুচ্ছ পথ যার মাধ্যমে কোন ইনফরমেশন পাঠিয়ে কম্পিউটারে রক্ষিত কোন ডাটা খোজা। এড্রেস বাসের কাজ হলো ডাটা কোথা থেকে কোথায় গেল তা লোকেশন শনাক্ত করা।
কন্ট্রোল বাস (Control Bus) : কন্ট্রোল বাস হলো দ্বিমুখী বাস। এই বাস দ্বারা আদান প্রদান অপারশনকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। কন্ট্রোল বাস মেমরি থেকে তথ্য Read / write করে। Interrupt Chanel কন্ট্রোল করে। সিলিং টেষ্ট এবং রিটেক্ট করে এবং ডিএমএ কন্ট্রোল করে।