৫
আর্চ ও লিন্টেলের পার্থক্য নিম্নরূপ:
আর্চ | লিন্টেল |
|---|---|
১. ইট বা পাথরদ্বারা তৈরী করা হয়। | ১. কাঠ, স্টিল, আর.সি.সি, আর.বি ইত্যাদিদিয়ে তৈরী করা হয়। |
২. ওপেনিং বা খোলাঅংশের উপর ধনুক আকৃতিতেতৈরি করা হয়। | ২. ওপেনিং এর উপর আনুভূমিকভাবে তৈরী করা হয়। |
৩. আর্চ সর্বদাকাস্ট-ইন-সিটু হয়। | ৩. লিন্টেল প্রিকাস্টও কাস্ট-ইন-সিটু উভয়ইহয়। |
৪. স্ট্রাকচার এর সৌন্দর্য্যবৃদ্ধি করে। | ৪.স্ট্রাকচারএর সৌন্দর্য্য বৃদ্ধির ব্যাপারেনিরপেক্ষ।। |
৫. হেড রুম দরকারহয়। | ৫. হেড রুম দরকারনেই। |
৬. দক্ষ কারিগরদরকার বিধায় নির্মাণ খরচ বেশি। | ৬. নির্মাণ খরচ কম। |
৭. শুধু চাপ সহ্যকরতে পারে। | ৭. চাপ ও টান উভয়ইসহ্য করতে পারে। |
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?