নিম্নে ভোগ ও প্রান্তিক উপযোগের একটি তালিকা দেওয়া
হলো:
ভোগের একক | প্রান্তিক উপযোগ (MU) |
১ম | ৮০ |
২য় | ৬০ |
৩য় | ৪০ |
৪র্থ | ২০ |
৫ম | ০ |
৬ষ্ঠ | -২০ |
নিচে উদ্দীপকের তথ্যের আলোকে মোট উপযোগ নির্ণয় করার জন্য একটি তালিকা তৈরি করা হলো-
বিভিন্ন একক হতে প্রাপ্ত প্রান্তিক উপযোগ যোগ করে মোট উপযোগ পাওয়া যায়। অর্থাৎ TU মোট উপযোগ এবং MU প্রান্তিক উপযোগ হলে, TU = EMU = MU₁ + MU2+...+ MU
মোট উপযোগ সূচি:
দ্রব্য ভোগের একক | প্রান্তিক উপযোগ (MU) (টাকায়) | মোট উপযোগ (TU = Σ(MU) (টাকায়) |
১ম | 80 | 80 |
২য় | 60 | 140 |
৩য় | 40 | 180 |
৪র্থ | 20 | 200 |
৫ম | 0 | 200 |
৬ষ্ঠ | -20 | 180 |
তালিকায় দেখা যায়, প্রথম একক ভোগের জন্য প্রান্তিক উপযোগ ৪০ একক এবং মোট উপযোগও ৪০ একক। ভোগের পরিমাণ পর্যায়ক্রমে বৃদ্ধি করা হলে ভোগের ৪র্থ এককে প্রান্তিক উপযোগ যখন 20 তখন মোট উপযোগ সর্বোচ্চ 200 এবং ভোগের ৫ম এককে প্রান্তিক উপযোগ (০) শূন্য হয়। এরপর ভোগ বৃদ্ধি করলে প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয় এবং মোট উপযোগ হ্রাস পায়।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?