Bangladesh Bank Recruitment Test of Cash Officer Examination Held on : 24.02.2017 || 2017

All Written Question

Importance of Bank in the Daily Life

Banking an important role the financial life of a citizen as well as business and the importance of banks can be seen from the fact that they are considered as to be the life-blood modern economy. Although no wealth is created by Bank, but their essential activities facilitates the process of production, exchange and distribution of wealth. In this way they become the effective partners in the process of economic development and growth. In the words of Stephenson & Brital "Banks are the custodians and distribution of liquid capital, which is the life-blood of ou commercial and industrial activities and upon the prudence of their administration depend the economic well- being of the nation".

 What do banks do?

Banks play an important role an intermediary (যোগাযোগের মাধ্যম), in the financial system. They have three main functions:

1. Banks are where people can safely deposit their savings, which banks then pay interest on. It there were no banks, people would have to store and protect their savings themselves, which would involve major risks. 

2. Banks are largely responsible for the payments system. Electronic payments are becoming more important as people use less cash. This means that banks are processing more card payments transfers, direct debits, etc. every day. 

3. Banks issue loans to both people and companies. Without banks, it would be very hard for people to buy a home or start a business, or for companies to make investments, for example.

 Banks do a variety of other things, such as helping corporations with their complex financial needs. This can range from the various ways to gain access to capital for growth and investments, to assisting in mergers and acquisitions, to converting currencies.

Why is this important? 

  • Our economy couldn't function without banks. By attracting savings and granting credit, banks are the oil for the wheels that keep the economy turning.
  •  Without banks we'd have to pay for everything with cash, which we'd have to save somewher That's obviously very risky. 
  • Without banks as a go-between, savers and borrowers would have to find each other personally and a single transaction between a saver and a borrower would be very costly: just think of the fees you'd have to pay a solicitor to draw up a contract. 
  • Plus, the saver would be assuming a big risk-if the borrower can't repay, the saver would lose all their savings. A bank fends money to a lot of people and companies. If some are unable to repay their loans, the bank can absorb these losses and savers won't be affected. 
  • Banks also help solve the issue that customers generally want ready access to the money the deposit, while many loans require long-term commitments, such as a 30-year mortgage fo financing a house.
  •  So banks borrow (i.e. hold customers' deposits) short-term but lend long term. By doing thi they transform debts with short maturities (deposits) into credits with very long maturities managing the risks associated and collecting the difference in the interest rate as profit. This known as "term transformation" and is a vital part of banking.

 

 In fine, Banks play an important part in a nation's economy by providing a safe foundation for individuals and businesses to invest or deposit their money, which allows the bank to use the more in its possession for loans. The ability for the public to receive these loans enables them to mak purchases, which drives the economy at different levels. The bank is able to take the deposits, which start out as liabilities, and turn them into assets. This is accomplished by the banks investing the money that is deposited in way that gains higher returns than what is being paid to the depositor's account when they receive interest. These allow the banks to loan money and still have the funding to cover any withdrawals that an account holder may make. 

According to the passage, the modern man has turned out to be the enemy of everything that is non-human because he has been dominated by drives of acquisitiveness and power.

3 Which is one of the requirements for bringing out the best in man?

Created: 2 years ago | Updated: 1 year ago
Updated: 1 year ago

Understanding is one of the requirements for bringing out the best in man.

4 Why could not Western Renaissance make total total impact on today’s humanity?

Created: 2 years ago | Updated: 1 year ago
Updated: 1 year ago

Western Renaissance could not make total impact on today's humanity because old civilization was based on acquisitiveness and control over others.

5 The behavior of the modern man can be best described by cruel and greedy.

Created: 2 years ago | Updated: 1 year ago
Updated: 1 year ago

6 The author is advocating humanistic approach to be adopted by the society.

Created: 2 years ago | Updated: 1 year ago
Updated: 1 year ago

The author is advocating humanistic approach to be adopted by the society.

7 Write a letter to your friend describing your experience in the “Ekushey Bai Mela”

Created: 2 years ago | Updated: 1 year ago
Updated: 1 year ago

Amar Ekushey Boi Mela

Amar Ekushey Boi Mela 2017 opens at the Bangla Academy grounds at 1 February, 2017. The event that started its journey in 1984 has hugely expanded in size, number of publications on display, and in terms of attracting visitors over the years. Actually it is the Bengali term boi mela, which sounds nicer and, in its literal meaning of festival of books, is more accurate. Because this is not some trade expo, like Frankfurt, nor it is some polite but dull gathering of the middle classes. The fair attracts hundreds of thousands of people over its duration. 

Held every February, it is dedicated to the martyrs of 21" February 1952 who sacrificed their lives during a demonstration, calling for the establishment of the Bengali language as the state language of former united Pakistan. During the 1950s  and 1960s, the book fair was not a part of the celebration. Ekushey celebrations started assuming a new look soon after Independence. It was in 1972 that a publisher, Chittaranjan Saha, of the prestigious publishing house Muktadhara came forward with a couple of books spread on a mat. That was the beginning and soon in the mid 1970s some others joined him and the book fair got off to a modest start. No one could have imagined at that time that some day it would become the most frequented rendezvous of the publishers, booksellers, writers, readers and even casual browsers all converging on this hallowed ground. - Quite astonishingly. 70 percent of all books in the country are sold during this time and only in this month alone 90 per cent of the books are published. It is the cultural and literary reunion of all Bangladeshis where nearly every book lover comes. Discount on books, per cent is an added incentive.

Ekushe Boi Mela is symbolic of our love lor Bangla language and literature. It also provides something of a basis to gauge how far we have progressed in developing our language and literature including translation of books from foreign languages into our mother tongue.

Currently the fair area is much more spacious with most stalls in the Sohrawardy Uddyan. It is the responsibility of the Bangla Academy to make the event more entertaining and friendlier place for the book lovers. 

8 মাতৃভাষা মানুষের সবচেয়ে প্রিয় এবং তা মনোভাব প্রকাশের জন সবচেয়ে বেশি উপযোগী । অন্য কোন ভাষায় মনোভাব প্রকাশ করে পরিপূর্ণ আনন্দ পাওয়া যায় না। প্রথিবীতে মনের ভাব প্রকাশ করার জন্য অসংখ্য ভাষার সৃষ্টি হয়েছে। প্রত্যেক জাতির মাতৃভাষার নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে এবং মাতৃভাষার সাঙ্গে এমন একটি আত্মিক সম্পর্ক থাকে যে, সেই ভাষাই তার মনোভাব প্রকাশের সর্বোত্তম বাহন হিসেবে বিবেচিত হয়। বিদেশী ভাষা কষ্টে আয়ত্ত করা গেলেও তার মর্ম যথার্থ উপলব্ধি করা যায় না িএবং তাতে মনোভাব প্রকাশেরর যথেষ্ট অন্তরায় থাকে। তাই পৃথিবীতে অসংখ্য ভাষার মধ্যে মাতৃভাষাই সবচেয়ে আপনি এবং মনোভাব প্রকাশের শ্রেষ্ঠ পন্থা। বাঙালিদের কাছে বাংলা ভাষাই মনোভাব প্রকাশের শ্রেষ্ঠ মাধ্যম। কারণএটি বাঙালির মাতৃভাষা । বাঙালির রক্তে মাংসে মজ্জায় বাংলা ভাষা মিশে আছে। বাঙালিরা পরভাষা চর্চা করে বেট, কিন্তু বাংলাতেই তার যত স্বচ্ছন্দ্য। (Translation Bengali to English)

Created: 2 years ago | Updated: 1 year ago
Updated: 1 year ago

Mother tongue is the most favourite language and the most appropriate way to express feelings. One doesn't get complete pleasure to express feelings using other languages. Numerous have been created for expressing feelings. Every nation has an own form and has a soul relation with language that is the only language is considered as the best way to express one's feelings. Foreign languages can hardly be learnt but not possible to judge the value of appropriateness and there remains obstacles to express feelings. That is why among the various language ages, mother language is the own language and the best way to express feelings. Only Bengali language is the best medium to express feelings for the Bengalis. Because it is the mother tongue of Bengalis. Bangla language lies on the heart of the people of Bengalis. Bengalis may cultivate others language but they like to speak in Bangla.

বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে পদ্মা সেতুর ভূমিকা

ভূমিকাঃ পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা যে কোন দেশের উন্নয়নের জন্য অন্যতম উপাদান। যে দেশের যোগাযোগ ব্যবস্থা যত উন্নত সে দেশের জাতীয় উন্নয়ন তত দ্রুত ত্বরান্বিত হয়। বাংলাদেশ নদীমাতৃক দেশ এবং এটার রাজধানী দেশের কেন্দ্রে অবস্থিত হওয়ায় রাজধানীর সাথে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যাহত হয় যেটা উন্নতির অন্তরায়। স্বাধীনতার দীর্ঘ সময় পরে যমুনা সেতু নির্মাণের দ্বারা দেশের উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় উন্নতি হলেও দেশের দক্ষিণাঞ্চল রাজধানীর সাথে যোগাযোগ ফেরী ও লঞ্চের উপর নির্ভরশীল। এমতাবস্থায় পদ্মা সেতুর জাতীয় উন্নয়নে একটি বড় পদক্ষেপ হিসেবে পরিগণিত হতে পারে। প্রকৃতপক্ষে এই সেতুটি দ্বারা সমগ্র দেশের সাথে দেশের দক্ষিণ- পশ্চিমাঞ্চলের জেলাসমূহের যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে। যেটা দেশের উন্নয়নে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

পদ্মা সেতুঃ পদ্মা সেতু দেশের বৃহত্তর নদী পদ্মার উপর প্রস্তাবিত একটি বহুমুখী সেতু। এটা দেশের বৃহত্তর প্রকল্প এবং নির্মাণ পরবর্তী সময়ে এটা হবে দেশের সর্ববৃহৎ সেতু। উত্তর দিকে মুন্সিগঞ্জের মাওয়া উপকূল এবং দক্ষিণ দিকে শরীয়তপুর ও মাদারীপুরের জাজিরা উপকূল হল সেতুটির প্রস্তাবিত স্থান। সেতুটির দৈর্ঘ্য হবে ৬.১৫ কিলোমিটার এবং প্রস্থ হবে ২১.১০ মিটার যেটা রেল এবং বাস উভয়ই চলাচলের উপযোগী করে তৈরী করা হবে।

জাতীয় উন্নয়ন: জাতীয় উন্নয়ন বলতে মূলত একটি দেশের সার্বিক উন্নয়নকে বোঝায়। শিক্ষাব্যবস্থা, যোগাযোগব্যবস্থা, স্বাস্থ্য এমনকি খেলাধুলার উন্নতিও জাতীয় উন্নয়নের অংশ। এক কথায় কোন সরকার বা কোন নির্দিষ্ট এলাকার মানুষের সার্বিক উন্নয়নই জাতীয় উন্নয়ন । জাতীয় উন্নয়নে পদ্মা সেতুর প্রভাবঃ পদ্মা সেতুটি প্রধানত দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাথে সমগ্র দেশের যোগাযোগ ব্যবস্থা সহজীকরণের নিমিত্তে নির্মিত হবে। দেশের অধিকাংশ উন্নয়ন কর্মকাণ্ড রাজধানী থেকে পরিচালিত হয় কিন্তু এ উন্নয়নের সুবিধাগুলো দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পৌঁছাতে পদ্মা একটি বড় বাধা। সেতুটি নির্মিত হলে দেশের কেন্দ্রীয় সুবিধা সমূহ এবং উক্ত এলাকাটির সম্ভাব্য উন্নয়ন হবে। পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা জাতীয় উন্নয়নের প্রভাবক। পদ্মা সেতু নির্মাণের যারা সৃষ্ট মাধ্যমে যে বিষয়গুলো জাতীয় উন্নয়নকে প্রভাবিত করতে পারে সেগুলো নিচে আলোচনা করা হল।

 প্রাথমিক উপকারভোগী ও তাদের সুবিধাঃ প্রত্যেকটি প্রকল্পেরই প্রাথমিক উপকারভোগী থাকে যারা এটি থেকে সৃষ্ট সুবিধাসমূহ ভোগ করতে প্রাথমিকভাবে বিবেচিত হয়। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রায় তিন কোটি লোক বসবাস করে যারা পদ্মা সেতু প্রকল্পটি প্রাথমিক উপকারভোগী। এ অঞ্চলের লোকজন ঢাকায় যাতায়াতে ফেরী এবং লঞ্চের উপর নির্ভরশীল। মাওয়া জাজিরা ফেরী পয়েন্টে পারাপারে কমপক্ষে দুই ঘণ্টা সময় প্রয়োজন হয়। এই এলাকা থেকে ঢাকায় উন্নত চিকিৎসা বা জরুরি আসা লোকজন চরম ভোগান্তির শিকার হয়। সেতুটি নির্মিত হলে এই এলাকার লোকজনের ঢাকা সহ সমগ্র দেশে যাতায়াত সহজ হবে যেটা তাদের শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসায় ও প্রযুক্তি সহ সার্বিক উন্নয়নকে ইতিবাচকভাবে প্রভাবিত করবে।

বহুমুখী যোগাযোগ সুবিধা ও তার প্রভাবঃ পদ্মা সেতু বাস ও রেল উভয়ই চলাচলের উপযোগী করে তৈরি হবে। এটির মাধ্যমে শুধু যাতায়াতেরই সুবিধা হবে না বরং এটি টেলিযোগাযোগ, বিদ্যুৎ ব্যবস্থা এবং প্রাকৃতিক গ্যাস পরিবহনের ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করবে। এ সকল সুবিধা সমূহ দেশের মানুষের জীবনমানের উন্নয়নকে প্রভাবিত করবে। 

ব্যবসায়িক সুবিধাঃ পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা ব্যবসায় উন্নয়নের প্রধান নিয়ামক। সেতুটি নির্মিত হলে দেশের দক্ষিণ- পশ্চিমাঞ্চলের ব্যবসায়িক অবস্থায় ব্যাপক ইতিবাচক পরিবর্তন সাধিত হবে যেটা জাতীয় অর্থনীতির উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে। অন্যদিকে ঢাকার সাথে কলকাতার যোগাযোগ সহজ হবে ফলে দ্বিপাক্ষিক বাণিজ্যের উন্নয়ন ঘটবে। এলাকাভিত্তিক ব্যবসায়ের উন্নতি সবসময় জাতীয় অর্থনীতির উন্নতির কারণ হিসেবে কাজ করে ফলে জাতীয় উন্নয়নের মানও উন্নয়নের দিকে ধাবিত হয়।

মংলা বন্দরের উপর প্রভাবঃ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ দুটি নৌবন্দরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকায় অবস্থিত। এটি হল মংলাবন্দর এবং এটার সংশ্লিষ্ট পরিবহন ব্যবস্থার পদ্মা সেতু ব্যবহারের বিকল্প নেই। সেতু দ্বারা সৃষ্ট যাতায়াত ব্যবস্থার উন্নতি দ্বারা বন্দরটির সভাবা উপযুক্ত গ্রহণযোগ্যতা ও উপকারিতা বৃদ্ধি পাবে। বাংলাদেশ নদী পথে বাণিজ্য করা সাথে অধিক ব্যবসায়িক ক্ষেত্র তৈরী করতে পারবে ফলে দেশের সার্বিক বাণিজ্যের উন্নতি সাধিত সেটা জাতীয় উন্নয়নের কার্যকরী প্রভাবক হিসেবে কাজ করবে। 

জাতীয় অর্থনীতির উন্নয়নঃ জাতীয় অর্থনীতির উন্নয়নই জাতীয় উন্নয়নের বৃদ্ধি ঘটায়। আর পরিবহন ব্যবস্থা জাতীয় অর্থনীতিকে বিভিন্ন ধাপে উন্নয়নে সহযোগিতা করে। পরিবহন ব্যবস্থা জাতীয় অর্থনীতিকে বিভিন্ন মাধ্যমে সহযোগিতা করে, যেমনঃ

উৎপাদন বৃদ্ধিঃ সেতুটির মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অবস্থিত শিল্প প্রতিষ্ঠানগুলো তাদের উৎপাদন বৃদ্ধি করতে পারবে কারণ তখন তাদের উৎপাদিত পণ্যগুলো সমগ্র দেশে পৌছাতে বর্তমান সময়ের চেয়ে সহজ হবে। প্রতিযোগতি বৃদ্ধিঃ এই এলাকায় অবস্থিত শিল্প প্রতিষ্ঠানগুলো কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতিযোগী হয়ে উঠবে। এতে পণ্যের সার্বিক মান বৃদ্ধি পাবে এবং তাদের ব্যবসায়িক ক্ষেত্র ও বিস্তৃত হবে।

জমির মান বৃদ্ধিঃ যোগাযোগ ব্যবস্থার উন্নতি হওয়ার কারণে এই এলাকায় জমির মান ও বৃদ্ধি পাবে কারণ সেগুলো পূর্বের তুলনায় যে কোন কাজের জন্য অধিক যথোপযুক্ত হিসেবে বিবেচিত হবে। 

উপসংহারঃ জাতীয় উন্নয়ন মূলত জাতীয় অর্থনীতির উপর নির্ভরশীল এবং যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা জাতীয় অর্থনীতি উন্নয়নের প্রভাবক। তনুপরি পদ্মা সেতু যোগাযোগ ও পরিবহন ব্যবস্থার উন্নতিকল্পেই নির্মিত হবে। সুতরাং এটা বলা যায় যে, পদ্মা সেতু জাতীয় উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করবে। 

ব্যাংকিং খাতে ঝুঁকি নিয়ন্ত্রণের জন্য পর্যালোচনা ও ব্যাংকিং কে শক্তিশালী করার ব্যাপারে বিশ্বব্যাপী যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে তা সন্তোষজনকভাবে উন্নতি লাভ করছে, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ অমীমাংসিত বিষয় রয়েছে, পরবর্তী বিশ্বব্যাপী ব্যাংকিং খাতে যে সংকটের সৃষ্টি হবে তা প্রতিহতের জন্য ঐ সকল বিষয়ে ঐক্যমতে পৌঁছাতে হবে। এগুলোর মধ্যে রয়েছে মাত্রাতিরিক্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর বৃদ্ধি প্রতিহত, 'এতই বড়ো আকারে বৃদ্ধি পেয়েছে যে তার লক্ষ্য অর্জনে ব্যর্থ'। নীতির কারণে ব্যাংকিং খাতে একটা স্থিতিশীল পরিবেশের জন্য হুমকিস্বরূপ; রাষ্ট্রয়াত্ত ব্যাংক গঠন এড়ানো, কারণ এগুলো বিনিয়োগ নির্ভর ব্যাংক- বেসরকারি মুনাফা যাদের প্রধান উদ্দেশ্য, থেকে খুচরা ব্যাংকিং জনগণের একান্ত প্রয়োজন এ পরিণত হচ্ছে, যার দরুন ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যাচ্ছে এবং এভাবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যতের পণ্য বাজারে নিয়ে যাওয়া যা জ্বালানী দামের অনিশ্চয়তা সৃষ্টি করে, এগুলো প্রতিরোধ করাই হচ্ছে ঐ ঐক্যমতে পৌঁছানোর বিষয়বস্তু।

Shakil ২০০৯ সালে 25,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসায় শুরু করলো। ২০১০ সালে সে আরো 10,000 টাকা বিনিয়োগ করলো এবং Raihan তার সাথে 35,000 টাকা বিনিয়োগ করে ব্যবসা শুরু করলো। ২০১১ সালে Shakil আরো 1,000 টাকা বিনিয়োগ করলো এবং Jafor 35,000 টাকা বিনিয়োগ করে Shakil'র সাথে ব্যবসায় যোগ দিল। ৩ বছরের ঐ ব্যবসায় 1,50,000 টাকা মুনাফা হলে Raihan কত টাকা মুনাফা পাবে?

 

In 3 years, 

Shakil's investment = Tk.(25,000 × 3 + 10,000 × 2+10,000 × 1) = Tk. 1,05,000

Raihan's investment = Tk.(35000 × 2) = Tk. 70,000

Jafor's investment = Tk. (35,000 × 1) = Tk. 35,000

Their investment ratio,

Shakil : Raihan : Jafor = 105000 : 70000 : 35000= 3 : 2 :1

Sum of the ratios= 3 + 2 + 1 = 6

So, Raihan's share = Tk.1,50,000 ×26=Tk. 50,000 (ans)

9 টি ইঞ্জিন দিনে 8 ঘন্টা করে কাজ করে 24 মেট্রিক টন কয়লা ব্যবহার করে। তাহলে 13 ঘন্টা করে কাজ করে 8 টি ইঞ্জিন কত মেট্রিক টন কয়লা ব্যবহার করবে যেখানে দেয়া আছে যে, প্রথম ক্ষেত্রের প্রতি 3 টি ইঞ্জিন পরবর্তী প্রতি 4 টি ইঞ্জিনের সমান কয়লা ব্যবহার করে? 

 

Given that, 4 engines of latter type = 3 engines of former type

So 8 engines of latter type=34×8=6 engines of former type

Now, In 8 hours 9 engines consume 24 metric tones

In 13 hours 6 engines consume =24×13×68×9 metric tones= 26 metric tones (ans)

Let, the amount invested in Scheme B = Tk. 100x 

So, the amount invested in Scheme C= Tk.(100x × 240%)=Tk. 240x

Here, the amount invested in Scheme C = 150% of the amount invested in Scheme A

Tk. 24x= 150×A100A=TK. 24,000150=TK. 160x

So, the amount invested in Scheme A= Tk. 160x

Now, Interest from Scheme A= Tk. (160x ×10%) = Tk. 16x

Interest from Scheme B= Tk. (100x × 12%) = Tk.12x

Interest from Scheme C = Tk. (240x×15%) = Tk.36x

According to the question, 

16x+12x+36x=3,200 64x=3200x=320064x=50 100x=50×100

So, the amount invested in Scheme B = Tk. 5000 ans.