Bangladesh Power Development Board (BPDB) || Assistant Director (Security) (31-05-2024) || 2024

All Written Question

কেবলমাত্র প্রতিযোগীরাই মঞ্চে আসবে। = কেবল প্রতিযোগীরাই মঞ্চে আসবে।

তার কনিষ্ঠতম কন্যা দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত। = তার কনিষ্ঠ কন্যা দুরারোগ্যে আক্রান্ত

আজকাল সব ছাত্রছাত্রীগণ অমনোযোগী। = আজকাল সকল ছাত্র-ছাত্রী অমনযোগী

আর আমার বাঁচিবার স্বাদ নাই। = আমার আর বাঁচার স্বাদ নেই।

6

সারাংশ লিখুনঃ

প্রকৃত জ্ঞানের স্পৃহা না থাকলে শিক্ষা ব্যর্থতায় পর্যবসিত হয়। তখন পরীক্ষায় পাসটাই বড় হয় এবং পাঠ্যপুস্তকের পৃষ্ঠায় জ্ঞান সীমাবৃদ্ধ থাকে। এই কারণেই পরীক্ষায় পাস করা লোকের অভাব নেই আমাদের দেশে, কিন্তু অভাব আছে জ্ঞানীর। যেখানেই পরীক্ষা-পাসের মোহ তরুণ ছাত্রছাত্রীদের উৎকণ্ঠিত রাখে, সেখানেই জ্ঞান নির্বাসিত জীবনযাপন করে। একটি স্বাধীন জাতি হিসেবে জগতের বুকে অক্ষয় আসন লাভ করতে হলে জ্ঞানের প্রতি তরুণসমাজকে অনুপ্রাণিত করতে হবে। সহজ লাভ আপাতত সুখের হলেও পরিণামে কল্যাণ বহন করে না। পরীক্ষা পাসের মোহ থেকে মুক্ত না হলে তরুণ সমাজের সামনে কখনোই জ্ঞানের দিগন্ত উন্মোচিত হবে না।

Created: 8 months ago | Updated: 2 months ago
Updated: 2 months ago

শিক্ষার প্রধান উদ্দেশ জ্ঞান অর্জন করা। কিন্তু কেবল পাঠ্য বই ও পরীক্ষা পাস নির্ভর হলে সে শিক্ষা ফলপ্রসূ হয় না। তা জ্ঞানী ও গুণীর জন্ম দিতে পারে না। দেশ ও জাতির উন্নতির  জন্য আমাদের প্রয়োজন তরুনসমাজকে  জ্ঞানের সাধনায় অনুপ্রাণিত করা। প্রথমে কষ্টকর হলেও পরিনামে তা তরুন্সমাজকে আলোকিত করবে এবং তাদের জ্ঞানের দুয়ার খুলে যাবে। 

Canada is one of the coldest countries in the world. (Comparative) = Canada is colder than most other countries in the world.