ইন্দোনেশিয়া

- সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী | | NCTB BOOK

ইন্দোনেশিয়া ৩৩টি প্রদেশ নিয়ে গঠিত দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র। হাজার দ্বীপের দেশ খ্যাত ইন্দোনেশিয়ায় দ্বীপের সংখ্যা প্রায় ৫০০০টি। এই দেশটি পৃথিবীর বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র। দেশটিতে মানুষ বসতির ইতিহাস বিশ্বের সবচেয়ে পুরনো, যাদের বলা হয় জাভাম্যান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪২ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত তিন বছর। জাপানিরা ইন্দোনেশিয়া দখল করে। ১৯৪৫ সালের ১৭ই আগস্ট নেদারল্যান্ডস থেকে সুকণের নেতৃত্বে ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে এবং ইন্দোনেশিয়া প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করে।

  • রাষ্ট্রীয় নামঃ The Republic of Indosia
  • রাজধানীঃ নুসানতারা
  • ভাষাঃ ইন্দোনেশিয়ান
  • মুদ্রাঃ রুপিয়া

জেনে নিই

  • ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে- ১৯৪৫ সালে নেদারল্যান্ডের কাছ থেকে।
  • ইন্দোনেশিয়া ৩৫০ বছর ডাচ আইনে পরিচালিত হয়।
  • ইন্দোনেশিয়ার প্রথম প্রেসিডেন্ট ছিলেন- ড. আহম্মদ সকৰ্ণ ।
  • মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট- মেঘবর্তী সুকর্ণপুত্রী।
  • ইন্দোনেশিয়ার লোমাবোক দ্বীপকে মসলা দ্বীপ বলা হয়।
  • ইন্দোনেশিয়ার স্বাধীনতাকামী প্রদেশ- আচেহ ও ইরিয়ান জায়া ।
  • এশিয়ার বৃহত্তম দ্বীপ বোর্নিও, ইন্দোনেশিয়া ।
  • ইন্দোনেশিয়ার জাতীয় বিমান সংস্থার নাম গারুদা।
  • ইন্দোনেশিয়ার সরকারী সংবাদ সংস্থার নাম- আনতারা।
  • ইন্দোনেশিয়া ১৭,৫০৮ দ্বীপ নিয়ে গঠিত (সরকারি)।
  • 'বান্দা আচেহ প্রদেশ' সম্পর্কে পার্লামেন্টের সিদ্ধান্তে স্বায়ত্তশাসনের ব্যাপারে গণভোট প্রদান করে ।
  • জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া ।
  • স্বাধীনতার জন্য আন্দোলনরত আচেহ দ্বীপ- ইন্দোনেশিয়ার ।
  • পশ্চিম পাপুয়া ও পশ্চিম তিমুর হচ্ছে ইন্দোনেশিয়ার প্রদেশ।

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

পশ্চিম তিমুর

Please, contribute by adding content to পশ্চিম তিমুর.
Content

# বহুনির্বাচনী প্রশ্ন

ইন্দোনেশিয়ার একটি অঙ্গরাজ্য
একটি স্বাধীন দেশ
অস্ট্রেলিয়ার একটি প্রদেশ
কোনোটি ঠিক নয়
Promotion