দ্বিমাত্রিক বস্তুর গল্প

ষষ্ঠ শ্রেণি (মাধ্যমিক) - গণিত - | NCTB BOOK
22
22
গ্রিক পন্ডিত ইউক্লিড
গ্রিক পন্ডিত ইউক্লিড

জ্যামিতি গণিতের পুরোনো কিন্তু মজার একটি শাখা। কারণ জ্যামিতি জেনেই আমরা আমাদের খেলার মাঠ, বাগান, ঘর-বাড়ি, জমিজমা ইত্যাদি পরিমাপ করে থাকি। তোমাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে জ্যামিতি শব্দটির মানে কী? জানা যায়, গ্রিকদেশের মানুষরা ভূমিকে Geo বলত এবং পরিমাপকে বলত metron| এই Geo এবং metron মিলেই হলো Geometry, বাংলায় আমরা বলি জ্যামিতি। এবার তাহলে প্রশ্ন করতে পারো এই জ্যামিতির প্রয়োজন কেন হয়েছিল? আজ থেকে অনেক অনেক বছর আগে কৃষিকে নির্ভর  করে গড়ে উঠেছিল বিভিন্ন সভ্যতা। কৃষি কাজের জন্য প্রয়োজন হয় জমিজমার। আর এই জমিজমা পরিমাপের জন্যই প্রয়োজন হয় জ্যামিতির। তবে আজকাল জ্যামিতি শুধু জমি পরিমাপের জন্য ব্যবহার হয় না। গণিতের অনেক জটিল সমস্যাও জ্যামিতির জ্ঞান ব্যবহার করে সমাধান করা হচ্ছে। প্রাচীন মিশর, ব্যাবিলন, ভারতবর্ষ, চীন ও দক্ষিণ আমেরিকার ইনকা সভ্যতার বিভিন্ন কাজে জ্যামিতি ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।

তবে প্রাচীন গ্রিক সভ্যতার যুগেই জ্যামিতির সাজানো গোছানো সুন্দর রূপটি স্পষ্টভাবে দেখা যায়। গ্রিক পন্ডিত ইউক্লিড জ্যামিতির সুত্রগুলোকে সুবিন্যিস্ত করে তাঁর বিখ্যাত গ্রন্থ Elements রচনা করেন। এছাড়া জ্যামিতিকে সমৃদ্ধ করার ক্ষেত্রে থেলিস, পিথাগোরাস, প্লেটো, টলেমি, আর্কিমিডিস সহ আরও অসংখ্য গণিতবিদের অবদান রয়েছে।

জ্যামিতির মৌলিক ধারণা

 

 নিচের ছকটি লক্ষ্য করি এবং এর খালি ঘরগুলো পূরণ করি:

জ্যামিতিক
নাম
বর্ণনাচিত্রকীভাবে পড়তে হবে
বিন্দুবিন্দুর দৈর্ঘ্য , প্রস্থ ও উচ্চতা নেই।
A বিন্দু
রেখারেখার নির্দিষ্ট দৈর্ঘ্য নেই।
AB রেখা
রেখাংশরেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য আছে।
AB রেখাংশ
রশ্মিরশ্মির একটি প্রান্ত বিন্দু আছে।
এর নির্দিষ্ট দৈর্ঘ্য নেই।
AB রশ্মি
তলতলের শুধু দৈর্ঘ্য ও প্রস্থ আছে।
তল দ্বিমাত্রিক।
সমতল RJK
সমান্তরাল
রেখা
একই সমতলে অবস্থিত দুইটি সমান্তরাল
রেখা কখনো একে অপরকে ছেদ করে না।
EF ও GH
রেখাদ্বয়
সমান্তরাল
কোণ   
সন্নিহিত কোণ   
সমকোণ   

কাগজের ত্রিভুজ

ইচ্ছেমতো কাগজের কয়েকটি ত্রিভুজ কাট। এবার, ত্রিভুজ গুলোর ছবি এঁকে বা খাতায় আঁঠা দিয়ে লাগিয়ে নিচের মতো ছক তৈরি করে পূরণ করো।

ছবি১ম কোণ২য় কোণ ৩য় কোণকোণ 
তিনটির 
যোগফল
১ম বাহুর 
দৈর্ঘ্য
২য় বাহুর 
দৈর্ঘ্য
৩য় বাহুর 
দৈর্ঘ্য
ত্রিভুজের 
ধরন
         

সুক্ষ্মকোণী ত্রিভুজের তিনটি উচ্চতা

চিত্রে🔺ABC একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ এবং AD, BE ও CF তিনটি উচ্চতা।

সমকোণী ত্রিভুজের উচ্চতা

চিত্রে 🔺ABD ও 🔺ACD দুইটি সমকোণী ত্রিভুজ এবং AD উভয় ত্রিভুজের একটি উচ্চতা। কাগজ ভাঁজ করে অন্য উচ্চতাগুলোও দেখাও।

স্থুলকোণী ত্রিভুজের উচ্চতা

চিত্রে 🔺ABD সূক্ষ্মকোণী ত্রিভুজ ও 🔺ACD স্থূলকোণী ত্রিভুজ। AE উভয় ত্রিভুজের একটি উচ্চতা। কাগজ ভাঁজ করে অন্য উচ্চতাগুলোও দেখাও।

সবুজ রঙের সরলরেখাংশটি ত্রিভুজের একটি শীর্ষ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ ঘটায়। এজন্য একে ‘ত্রিভুজের মধ্যমা’ বলব।

📚 অনুশীলনী

১) চিত্রে, AB= ১০০ সে.মি., AC = ১২০ সে.মি. এবং BD = ৮০ সে.মি. হলে CE = ?

২) চিত্রে, ABC ত্রিভুজের BD মধ্যমা এবং BC বাহুর দৈর্ঘ্য AD এর দ্বিগুণ।

ত্রিভুজটি কী ধরনের? 

উত্তরের সপক্ষে যুক্তি দাও।

৩) একটি সমকোণী ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য ৫ সে.মি., ১২ সে.মি. এবং ১৩ সে.মি.। 

ক) আনুপাতিক চিত্র অংকন করো।

খ) সমকৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো।

বিভিন্ন আকৃতির বস্তু খুঁজি

বাম পাশের চিত্রগুলোর সাথে ডান পাশের শর্তগুলো মিলাও।

● (ক) চিত্রে লাল রং দিয়ে চিহ্নিত ১৬ টি বর্গক্ষেত্রে র ক্ষেত্রফল = ১৬ × ১ বর্গ সে.মি. 
= ১৬ বর্গ সে.মি. এখানে, নীল রং দিয়ে চিহ্নিত কোনো বর্গক্ষে ত্র নেই। তাই, পরিমাপে কম বেশি হওয়ার সুযোগ নেই। 
● (খ) চিত্রে লাল রং দিয়ে চিহ্নিত ১২ টি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ১২ × ১ বর্গ সে.মি. 
= ১২ বর্গ সে.মি. (খ) চিত্রে নীল রঙ দিয়ে চিহ্নিত ১২ টি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 
= ১২ × ০.৫ বর্গ সে.মি. = ৬ বর্গ সে.মি. 
● → গ্রিড থেকে পাওয়া ক্ষেত্রফল = ১২ বর্গ সে.মি. + ৬ বর্গ সে.মি. = ১৮ বর্গ সে.মি.
● এখানে, নীল রং দিয়ে চিহ্নিত বর্গের সবর্গে বগুলিতে একেবারে ঠিকঠাক ০.৫ বর্গ সে.মি. 
ক্ষেত্রফল আছে। 
● অন্য কোনো জ্যামিতিক উপায়ে (ক) ও (খ) চিত্র থেকে ক্ষেত্রফল নির্ণয় করা যায় নির্ণ কি?
● তাহলে গ্রিডের সাহায্যে (ক) ও (খ) চিত্র থেকে যে ক্ষেত্রফল পাওয়া গেল, সেগুলো
কি একেবারে সঠিক বা প্রকৃত ক্ষেত্রফল নাকি কাছাকাছি বা আপাত ক্ষেত্রফল?

 

তোমার শিক্ষক শ্রেণি কক্ষে যে পাতা প্রদর্শন করছেন তা ভালোভাবে পর্যবেক্ষণ করো। এ পাতাগুলো কীভাবে পরিমাপ করা যায় চিন্তা করে তার একটি পরিকল্পনা করো।

🔸→লাল রঙ দিয়ে চিহ্নিত ২৩ টি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ২৩ × ১ বর্গ সে.মি.

= ২৩ বর্গ সে.মি.

🔹→ নীল রঙ দিয়ে চিহ্নিত ২৫ টি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ২৫ x ০.৫ বর্গ সে.মি. =12.5 বর্গ সে.মি.

▪️→ পাতার ক্ষেত্রফলের আপাত পরিমাপ = ২৩ বর্গ সে.মি. + ১২.৫ বর্গ সে.মি.

= ৩৫.৫ বর্গ সে.মি.

 ▪️কিন্তু নীল রং দিয়ে চিহ্নিত বর্গের সবগুলিতে একেবারে ঠিকঠাক ০.৫ বর্গ সে.মি. ক্ষেত্রফল নেই। তাহলে গ্রিড দিয়ে উপরের পরিমাপের প্রক্রিয়ায় পাতার যে ক্ষেত্রফল পাওয়া গেল, সেটা কি একেবারে সঠিক বা প্রকৃত ক্ষেত্রফল নাকি কাছাকাছি বা আপাত ক্ষেত্রফল?

 ▪️এবার গ্রিডের ক্ষুদ্রতম বর্গের এক বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ২ সে.মি. এবং ০.৫ সে.মি. নিয়ে আলাদাভাবে ছবির পাতাটিরই আপাত ক্ষেত্রফল নির্ণয় কর। 

 ▪️তোমার দৃষ্টিতে কোন ক্ষেত্রে প্রাপ্ত ক্ষেত্রফল পাতাটির প্রকৃত ক্ষেত্রফলের বেশি কাছাকাছি হবে, যৌক্তিক মতামত দাও।

📝  দলগত কাজ: আমাদের শ্রেণিকক্ষ কত বড়?

এ কাজের মাধ্যমে তোমরা তোমাদের শ্রেণিকক্ষের দেয়াল এবং মেঝে পরিমাপ করবে। দলের সকলে পরিকল্পনা করে কাজগুলো করবে এবং এক্ষেত্রে শিক্ষকের নির্দেশনা অনুসারে সতীর্থ মূল্যায়ন প্রক্রিয়াটি সম্পন্ন করবে।

👤 কর্মপত্র: পড়ার ঘর মেপে দেখি

তোমার পড়ার ঘরটির মেঝের ক্ষেত্রফল কত? 
ঐ মেঝেতে সম্ভাব্য কতটি টাইলস লাগবে? (অতিরিক্তসহ) (টাইলসের | আকার পছন্দমত নির্ধারণ করো) 
শ্রেণিকক্ষের ভিতরের ছাদসহ কতটুকু জায়গায় রং করতে হবে? (পরিমাপ ও হিসাব সম্পন্ন করতে প্রয়োজনে সহায়তা নিবে) 

🧩 পাজল

ক) শ্রেণিকক্ষের ছবিটি পূরণ করতে কতটি টাইলস প্রয়োজন হয়েছে?

খ) ছবিতে দেখানো শ্রেণিকক্ষ এবং একটি টাইলসের ক্ষেত্রফল নির্ণয় করে প্রয়োজনীয় টাইলসের সংখ্যা হিসাব করো। (সংকেত : AB ও ED রেখা সমান্তরাল। 🔺ABF ও আ🔺BCF এর উচ্চতাগুলো এঁকে নিতে পার ।

গ) (ক) এবং (খ) থেকে প্রাপ্ত ফলাফলের মধ্যে পার্থক্য থাকলে তার যৌক্তিক ব্যাখ্যা দাও।

 

২) একটি আয়তাকার জমির ক্ষেত্রফল একটি বর্গাকার জমির ক্ষেত্রফলের সমান। আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের ৪ গুণ। প্রতি মিটার দড়ির মূল্য ৭ টাকা। দড়ি দিয়ে দুইবার ঘুরিয়ে জমির চারদিকে বেষ্টনি দিতে মোট ৫৬০০ টাকা খরচ হয়।

ক) আয়তাকার জমির পরিসীমা কত হবে?

খ) বর্গাকার জমিতে প্রতি ৪ বর্গমিটার জায়গায় একটি করে পেঁপের চারা রোপন করলে কতটি চারা লাগবে?

চিত্রের সামান্তরিক ক্ষেত্রটির পরিসীমা ১৮০ মিটার এবং এর ক্ষেত্রফল একাধিক উপায়ে নির্ণয় করা যায়।

ক) সামান্তরিক ক্ষেত্রটির ক্ষেত্রফল যৌক্তিক ব্যাখ্যাসহ একাধিক পদ্ধতিতে নির্ণয় করো। 

খ) দেখাও যে, সামান্তরিক ক্ষেত্রটির ক্ষেত্রফল = ত্রিভুজক্ষেত্র ABD এর দ্বিগুণ।

৪) একটি ঘরের মেঝে ২৬ মিটার লম্বা ও ২০ মিটার চওড়া। ৪ মি. লম্বা ও ২.৫ মি. চওড়া কয়টি মাদুর দিয়ে মেঝেটি সম্পূর্ণ ঢাকা যাবে? প্রতিটি মাদুরের দাম ৪৫ টাকা হলে, মোট খরচ কত হবে?

 

দ্বিমাত্রিক বস্তু পরিমাপের দলগত কাজের ক্ষেত্রে সতীর্থ মূল্যায়নের জন্য রুব্রিক্স Girls

এ রুব্রিক্সটি প্রত্যেক শিক্ষার্থী তার দলের অন্য সদস্যদের সতীর্থ মূল্যায়নের জন্য ব্যবহার করবে। শিক্ষক এই মূল্যায়ন প্রক্রিয়া পরিচালনার জন্য শিক্ষার্থীদের নির্দেশনা প্রদান করবেন।

দলগত কাজের সময় তোমার দলের সদস্যদের কাজ পর্যবেক্ষণ করে সতীর্থ মূল্যায়ন প্রক্রিয়াটি পরিচালনা করো। তোমার সহপাঠী কাজটি সম্পূর্ণভাবে পারলে তিনটি তারকা, আংশিকভাবে পারলে দুইটি তারকা এবং পরিমাপ করেছে কিন্তু ফলাফল সঠিক নয় হলে একটি তারকা দাও। এক্ষেত্রে প্রয়োজনে শিক্ষকের সাহায্য নিতে পারবে।

সম্পূর্ণভাবে পেরেছে।

⭐⭐⭐

আংশিকভাবে পেইরেছে

⭐⭐

পরিমাপ করেছে কিন্তু ফলাফল সঠিক নয়

কাজে অংশ নেয়নি

🚫

মূল্যায়নকারী শিক্ষার্থীর নাম :দলের অন্য সদস্যদের নাম
মূল্যায়ন ক্ষেত্র
শ্রেণিকক্ষের দেয়ালের ক্ষেত্রফল নির্ণয় করতে পেরেছে      
শ্রেণিকক্ষের দেয়ালের যে অংশ রঙ করতে হবে তার ক্ষেত্রফল নির্ণয় করতে পেরেছে      
শ্রেণিকক্ষের মেঝের ক্ষেত্রফল নির্ণয় করতে পেরেছে      
মেঝেতে কতটি টাইলস লাগবে তা নির্ণয় করতে পেরেছে      
দলগত কাজের সময় দলের অন্যান্য সদস্যের সাথে আলোচনা করেছে।      
পরিমাপের সময় সঠিক ফলাফল নির্ণয়ের জন্য দুই/তিনবার পরিমাপ করেছে।      

মন্তব্য:

 

 

Content added By
Content updated By
Promotion