বুটস্ট্রাপ৩ কলাপ্স (Bootstrap3 Collapse)

বুটস্ট্রাপ বেসিক কলাপ্সিবল

বড় কোনো কন্টেন্টকে লুকিয়ে রেখে টোগল করে দেখোনোর জন্য বুটস্ট্রাপ "কলাপ্স" ব্যবহার করা হয়। নিচের উদাহরণে একটি বেসিক কলাপ্সিবল তৈরি করা দেখানো হলোঃ

kt_satt_skill_example_id=1105

উদাহরণের ব্যাখ্যা

.collapse ক্লাসের মাধ্যমে একটি কলাপ্সিবল এলিমেন্টকে বুঝানো হয়েছে। বাটনে ক্লিক করার সাথে সাথে কন্টেন্ট টি দেখা যায় আর ক্লিক করলে তা চলে যায়।

কলাপ্সিবল কন্টেন্টকে নিয়ন্ত্রন(দেখানো/লুকানো) করার জন্য, < a > অথবা < button > এলিমেন্টের মধ্যে data-toggle="collapse" এট্রিবিউট যুক্ত করুন।

তারপর বাটন বা লিংকের সাথে কলাপ্সিবল কন্টেন্টকে (< div id="collapse" >) সংযুক্ত করার জন্য করার জন্য data-target="#idName" এট্রিবিউট যুক্ত করুন।

নোটঃ < a > এলিমেন্টে data-target এট্রিবিউটের পরিবর্তে href এট্রিবিউট ব্যবহার করা যায়ঃ

kt_satt_skill_example_id=1106


ডিফল্টভাবে, কলাপ্সিবল কন্টেন্ট লুকানো অবস্থায় থাকে। ডিফল্টভাবে কন্টেন্টকে প্রদর্শিত অবস্থায় রাখার জন্য .in ক্লাস যুক্ত করতে হবেঃ

kt_satt_skill_example_id=1107


কলাপ্সিবল প্যানেল

নিচের উদাহরণে কিভাবে কলাপ্সিবল প্যানেল তৈরি করা যায় তা দেখানো হলোঃ

kt_satt_skill_example_id=1108


কলাপ্সিবল লিষ্ট গ্রুপ

নিচের উদাহরণে লিস্ট গ্রুপ সহ একটি কলাপ্সিবল প্যানেল তৈরি করা দেখানো হলোঃ

kt_satt_skill_example_id=1109


 

একরডিওন

নোটঃ কলাপ্সিবল আইটেমটি প্রদর্শিত হওয়ার সাথে সাথে পেরেন্ট এলিমেন্টের অন্য সব কলাপ্সিবল এলিমেন্ট ক্লোজ করে দেওয়ার জন্য data-parent এট্রিবিউট ব্যবহার করতে হবে।

kt_satt_skill_example_id=1110


বুটস্ট্রাপ কলাপ্সের সম্পূর্ণ রেফারেন্স

বুটস্ট্রাপ কলাপ্স অপশন, মেথড এবং ইভেন্টের সম্পূর্ণ রেফারেন্সের জন্য আমাদের বুটস্ট্রাপ JS কলাপ্স রেফারেন্স পেজে ভিজিট করুন।

Content added || updated By

আরও দেখুন...

Promotion