বি: দ্র: বাজারে যে সব ওপেন এন্ডেড বেজ পাওয়া যায় তার সবগুলিই ফোমিং পদ্ধতিতে তৈরী। বানিজ্যিক ভিত্তিতে কখনই এভাবে রেখ তৈরী হয় না। কেবল মাত্র কয়েকটি কাটিং অপারেশন শেখানোর জন্য এই ক্লাসটি নেওয়া হচ্ছে।
১. স্টিল রুল (Steel Rule)
২. প্রিক পাঞ্চ (Prick Panch)
৩. স্ক্রাইবার (Scriber)
৪. হ্যামার ( Hammer)
৫. ডিভাইডার (Divider)
৬. ক্যালিপার্স (Calipers)
৭. ট্রাইস্কয়ার (Try square)
৮. হারমাফ্রোডাইট ক্যালিপার্স (Hermaphrodite Callipers)
৯. কম্বিনেশন সেট (Combination Set)
১০. সারফেস প্লেট (Surface Plate )
১১. টুল মেকার্স ভাইস (Tool Makers Vice)
১. স্টিল রুল দিয়ে মাপন (Measuring with Steel Rule) স্টিন রুল দিয়ে মান গ্রহণের সময় কার্যবস্তুর উপরিতলে স্টিল রুপ এমনভাবে ধরতে হবে যেন, রুদের রেগাগুলো কার্যবস্তুকে স্পর্শ করে। যাগ নেওয়ার সময় ১০ মিমি মার্ক থেকে নিতে হবে, কারণ রুলের শেষ প্রান্ত ভাঙা থাকতে পারে। চিত্রে একটি স্টিল ফলের ব্যবহার দেখানো হলো।
চিত্রঃ ব্যব: ১.১ স্টিল রুলের সাহায্যে মাপ গ্রহণ
বান। ১/১
২. ড্রাইবার দিয়ে লাইন টানা (Lines) মেটালের পৃষ্ঠদেশ (চক দ্বারা) কালার করার পর এটা লে-আউট করার উপযোগী হয়। সরল রেখা টানার জন্য টিল ফুল, ক্ষরার অথবা বেতেল প্রোট্রেটরকে যথাস্থানে রেখে শক্ত করে বাম হাতে ধরে রাখতে হবে। ডান হাতে ফাইবার ধরে সাপ টানতে হবে। এতে সরল রেখা উৎপন্ন হবে। ডিভাইডার দিয়ে বৃত্তাকার অংশটি চিত্র মোতাবেক দাগ টানতে হবে।
পাঞ্চিং (Prick Punching)
কালারিং (Colouring) এবং ফ্লাইং লাইন (Scribe Line) অনেক সদর হাতের সবার মুছে যেতে বা নষ্ট হতে পারে। অধিক স্থায়িত্বের লক্ষ্যে কি পার্কিং করা হয়। গ্রিক পাশের সেন্টারটি অবশ্যই সঠিকভাবে লাইনের উপর রেখে হাতুড়ি দিয়ে হালকাভাবে আঘাত দিতে হবে। গ্রিক পাঞ্চের মার্কটি ২ মি.মি. দূরে দূরে হবে। নিচের চিত্রে গ্রিক পাঞ্চিং-এর মাধ্যমে একটা লাইন মার্কিং করা দেখানো হলো।
চিত্ৰঃ ব্যব ১/২ (খ) পাঞ্চিং এর পর
এভাবে সঠিকভাবে লে-আউট প্রস্তত করা হলো।
ধাতুর নাম/মনের নাম | ব্রেডের তে পিচ (মিলিমিটার) | এতি ইঞ্চিতে দাঁত সংখ্যা |
---|---|---|
মাইন্ড স্টিল, কাল্ট আয়রন ইত্যাদি | ১.৮ | ১৪ |
টুল টিপ, হাই কার্বনটিস, হাইস্পিড স্টিল ইত্যাদি | ১.৮ | ১৮ |
ব্রাশ, কপার, রট আয়রন ইত্যাদি | ১.০০ | ২৪ |
কচুইট এবং পাতলা পাইপ, পাতলা পিট ইতানি | ০.৪ | ৩২ |
চিত্র: ব্যব ১/৩ জনের আকৃতি অনুসারে ডাইসে আটকানো পদ্ধতি
চিত্ৰ: ব্যব ১/৪ হাতুড়ি দ্বারা আঘাত করে কার্যবস্তু আটকানো নিষিদ্ধ
চিত্র : ব্যব ১/৫ স্ট্রাইস্কয়ারের সাহায্যে দুটি তল ৯০° অবস্থানে আছে কিনা তা পরীক্ষা করা হচ্ছে
ফাইল নির্বাচনের সময় নিচের বিষয়গুলি বিবেচনা করতে হবে-
১) কতখানি ধাতু ক্ষয় করতে হবে?
২) জবের আকৃতি কেমন হবে?
৩) জবের ফিনিসিং কেমন হবে?
চিত্রঃ ব্যব ১/৬ ফাইলিং করার পদ্ধতি
চিত্র : ব্যব ১/৭ ডাবল ‘ভি’
ধাতু ফাইলিং করে নির্দিষ্ট মাপের 'ভি' তৈরি করতে যে বিষয়গুলো নিরীক্ষণ করতে হবে । জব মার্কিং করার সময় ক্রাইবার দাগ যেন সরল রেখা হয়। সেন্টার পাঞ্চকে হাতুড়ি দিয়ে সাবধানে আঘাত করতে হবে। জনটি তাইসে আটকানোর সময় হাতুড়ি ব্যবহার না করে হাত নিয়ে ভালোমতো টাইট নিতে হবে। কারণ ভাইসের হাতলে হাতড়ি দিয়ে বেশি আঘাত করলে ভাইস নষ্ট হতে পারে। মার্কিং অনুসারে সাবধানে ফাইল করতে হবে।
১) লে-আউট টুলস বলতে কী বোঝায়?
২) কম্বিনেশন স্কয়ার দ্বারা কী কাজ করা হয়?
৩) ডিভাইডার ও ক্যালিপার্সের কাজের বিভেদ উল্লেখ কর ।
৪) হ্যাকস এর বিভিন্ন অংশের নাম দেখ ।
৫) হ্যাকস ব্লেডের টিপিআই বলতে কী বোঝায়?
৬) কী কী কারণে হ্যাকস ব্লেড ভেঙে যায়?
৭) ফাইলিং বলতে কী বোঝায়?
৮) কয়েক প্রকার ফাইলের নাম লেখ।
৯) ফাইল নির্বাচন পদ্ধতি লেখ ।
আরও দেখুন...