আপনি সিএসএস(৩) মাল্টিপল কলাম লেআউট ব্যবহার করে আপনার ওয়েব পেজে সহজে খবরের কাগজের মত একাধিক কলাম লিখতে পারবেনঃ
নিম্নের টেবিলে সকল মাল্টিপল কলাম প্রোপার্টিগুলো দেখানো হলঃ
একটি এলিমেন্টকে কয়টি কলামে বিভক্ত করবে তা column-count
প্রোপার্টির দ্বারা নির্ধারণ করা হয়।
নিম্নের উদাহরণে
kt_satt_skill_example_id=1792
দুইটি কলামের মাঝে দূরত্ব নির্ধারণ করার জন্য column-gap
প্রোপার্টি ব্যবহার করা হয়।
নিম্নের উদাহরণে দুইটি কলামের মাঝে ফাকাস্থান 30px রাখা হয়েছেঃ
kt_satt_skill_example_id=1794
দুইটি কলামের মাঝে যেকোন ধরনের স্টাইল দেওয়ার জন্য column-rule-style
প্রোপার্টি ব্যবহার করা হয়। ইহা অনেকটাই বর্ডারের মত কাজ করে। আপনি একটি বর্ডারে যে সকল স্টাইল ব্যবহার করতে পারেন ঠিক ঐ সকল স্টাইলই কলামের মাঝে এই প্রোপার্টি দ্বারা ব্যবহার করতে পারবেনঃ
kt_satt_skill_example_id=1795
দুইটি কলামের মাঝের স্টাইলটির প্রস্থ নির্ধারণ করার জন্য column-rule-width
প্রোপার্টি ব্যবহার করা হয়ঃ
kt_satt_skill_example_id=1798
দুইটি কলামের মাঝের স্টাইলটির কালার নির্ধারণ করার জন্যcolumn-rule-color
প্রোপার্টি ব্যবহার করা হয়ঃ
kt_satt_skill_example_id=1801
column-rule-width
, column-rule-style
এবং column-rule-color
এই তিনটি প্রোপার্টি একত্রে column-rule
প্রোপার্টি দ্বারা প্রকাশ করা যায়। অর্থাৎ তিনটি প্রোপার্টির সংক্ষিপ্ত প্রোপার্টি হচ্ছে column-rule
প্রোপার্টি।
নিচের উদাহরণে কলামের মাঝে width
, style
এবং color
নির্দেশ করা হয়েছেঃ
kt_satt_skill_example_id=1804
আপনি কলামের মাঝে অবস্থিত যে কোনো এলিমেন্ট কয়টি কলাম নিয়ে অবস্থান করবে তা column-span
প্রোপার্টি দ্বারা নির্ধারণ করে দিতে পারেন।
নিচের উদাহরণে
kt_satt_skill_example_id=1807
একটি কলামের প্রস্থ কত হবে বা এটি কতটুকু জায়গা দখল করবে তা column-width
প্রোপার্টি দ্বারা নির্ধারণ করে দিতে পারেন।
নিম্নের উদাহরণে প্রতিটি কলামের প্রস্থ 120px হবেঃ
kt_satt_skill_example_id=1809
আরও দেখুন...