Academy

পলাশ শিমুলতলী গ্রামের শিক্ষিত যুবক। সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ. পাস করে তার গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করতে চায়। তখন ঐ গ্রামের কথিত পির তোরাব আলী তার অনুসারী সাগর মিয়া, আকাশ ও সবুজ আলীকে নিয়ে স্কুল প্রতিষ্ঠার কাজে বাঁধার সৃষ্টি করে। পলাশ অকুতোভয়, সে তার গ্রামের শিক্ষিত বন্ধু করিম, কবির ও বসিরের সম্মিলিত প্রচেষ্টায় স্কুল প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। এ ছাড়াও সে তার বন্ধুদের সহযোগিতায় ভণ্ড পির তোরাব আলীকে গ্রাম থেকে বিতারিত করে দেয়।

উদ্দীপকের পলাশের সাথে 'লালসালু' উপন্যাসের সাদৃশ্যপূর্ণ চরিত্রের মিল-অমিল দেখাও। (প্রয়োগ)

Created: 4 months ago | Updated: 4 months ago
Updated: 4 months ago

বাংলা

Please, contribute to add content.
Content
Promotion