রফিক সাহেবের আচরণে কোন মূল্যবোধ ফুটে উঠেছে?
রফিক সাহেবের উপযুক্ত আচরণ সুদৃঢ় করে—
i. সামাজিক মূল্যবোধ
ii. নৈতিক মূল্যবোধ
iii. ধর্মীয় মূল্যবোধ
নিচের কোনটি সঠিক?
অনুচ্ছেদে আরমান সাহেবের চরিত্রে কীসের অভাব?
আরমান সাহেব ক্ষমতার অপব্যবহার করতে পারতেন না যদি—
i. আইনের অনুশাসন থাকত
ii. রাষ্ট্রে গণতন্ত্র বজায় থাকত
iii. রাষ্ট্রে সুশাসন নিশ্চিত থাকত
মূল্যবোধকে কয় ভাগে ভাগ করা যায়?
নিচের কোনটি বাহ্যিক মূল্যবোধের অন্তর্ভুক্ত?
সামাজিক মূল্যবোধের বৈশিষ্ট্য কোনটি?
মানুষের কাজের ভালো-মন্দ বিচার হয় কীসের দ্বারা?
প্লেটো কোন দেশের নাগরিক ছিলেন ?
নীতি ও ঔচিত্যবোধ থেকে যে মূল্যবোধ বিবেচনা দাও: করা হয় তাকে কী বলে?
কোনটি রাজনৈতিক মূল্যবোধ?
সাংস্কৃতিক মূল্যবোধগুলো কী থেকে বেশি পরিমাণে উদ্ভূত হয়?
রাইসুল তার সংগঠনের সাফল্যদের মধ্যে সত্যবাদিতা, ন্যায়বিচার, সহমর্মিতা, সহনশীলতা, শৃঙ্খলাবোধ, জনসেবা ইত্যাদি গুণাবলি দেখে মুগ্ধ হয়। উক্ত বিষয়গুলো কোন মূল্যবোধকে নির্দেশ করে?
তাহসান সাহেবের আচরণে কোন ধরনের মূল্যবোধ ফুটে উঠেছে?
উদ্দীপকে সুশাসনের কোন মূল বিষয় সম্পর্কে কিছু বলা হয়নি?
মূল্যবোধ কাদের দ্বারা অনুমোদিত?
সামাজিক মূল্যবোধকে কী হিসেবে ব্যবহার করা যায়?
সমাজ ও রাষ্ট্রের ভিত্তি নিচের কোনটি?
রাষ্ট্র উন্নত হলে কোনটি প্রতিষ্ঠিত হয়?
সরকার ও রাষ্ট্র জনকল্যাণমুখী না হলে তাকে কী হিসেবে চিহ্নিত করা হয়?
সুশাসন নিশ্চিত করতে কীরূপ সরকার ব্যবস্থা প্রয়োজন?
মূল্যবোধ কী?
ফিরোজ এমন একটি দেশে বাস করে যেখানে সকলেই একই শাসকশাসিত, ধনী-গরিব অপরাধের জন্য সমানভাবে শাস্তিযোগ্য । ফিরোজের দেশে কোনটি বিদ্যমান?
সামাজিক মূল্যবোধের ভিত্তি হলো—
i. সামাজিক ন্যায়বিচার
ii. সহনশীলতা
iii. আইনের শাসন
সুশাসনের উপাদানসমূহ হলো—
i. জনগণের অংশগ্রহণ
ii. আইনের অপব্যবহার
iii. দায়িত্বশীলতা
স্বাধীনতার সবচেয়ে গুরুত্বপূর্ণ রক্ষাকবচ কোনটি?
আধুনিককালে আইনের প্রধান উৎস কোনটি?
গণতন্ত্রের প্রাণ হলো —
অধ্যাপক হল্যান্ডের মতে আইনের উৎস কয়টি?
আইনের প্রধান উৎস কোনটি?
কোন দেশের সাধারণ আইন চিরাচরিত রীতি ও প্রথা নির্ভর?
“আইন হচ্ছে আবেগহীন যুক্তি” – কে বলেছেন?
দ্ব্যর্থবোধক আইন পরিহার করা হয় কেন ?
আইনের অপরিহার্য শর্ত কোনটি?
আইন কী?
আইনের বৈশিষ্ট্য কোনটি?
আইন মেনে চলার মূল কারণ কী?
'ন্যায় সংরক্ষণের জন্য রাষ্ট্র যে সমস্ত নীতির স্বীকার করে এবং প্রয়োগ করে তাই আইন'- উক্তিটি কার?
আইনের ইংরেজি প্রতিশব্দ Law এটি এসেছে—
ইংরেজি Law শব্দটি কোন টিউটনিক শব্দ থেকে এসেছে?
আইনের সর্বজনগ্রাহ্য সংজ্ঞা প্রদান করেছেন কে?
'আইনের উৎস একটি এবং তা হচ্ছে সার্বে আদেশ'— উক্তিটি কার?
'রাষ্ট্র সৃষ্টির পূর্বেই আইনের জন্ম হয়েছে' এটি কার মতামত?
'আইনের দৃষ্টিতে সবাই সমান - কে বলেছেন?
সকলের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য কোনটি?
হেদায়া ও আলমগিরী কী?
স্বাধীনতার অন্যতম রক্ষাকবচ কোনটি?
আইনের সবচেয়ে প্রাচীন উৎস কোনটি?
সমাজকে সুন্দরভাবে পরিচালনার জন্যে কোনটির গুরুত্ব সর্বাধিক?
আইন প্রণয়নের সময়ের সাথে ক্রিয়াশীল উৎস হলো—
i. বিচারকের রায়
ii. চিরাচরিত প্রথা
iii. আইন পরিষদ
মোক্তারকে এ ধরনের কাজ থেকে বিরত রাখতে পারে-
'?' চিহ্নিত স্থানে কোনটি বসবে?
উক্ত বিষয়ের মাধ্যমে-
i সামাজিক শৃঙ্খলা রক্ষিত হয়
ii. অধিকার বিঘ্নিত হয়
iii. সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম হয়।
'ভিক্ষুককে ভিক্ষা দেওয়া'— এটা নিচের কোন আইনের সাথে সম্পৃক্ত?
কোন আইনের মাধ্যমে মেধা পাচার নিয়ন্ত্রণ করা সম্ভব?
ISP
সাইবার ক্রাইম প্রতিরোধ আইন
মানব পাচার প্রতিরোধ আইন
IPR
রাষ্ট্রপ্রধানের জারিকৃত অধ্যাদেশ কয় মাস পর্যন্ত বলবৎ থাকে?
আইন প্রধানত কয় শ্রেণিতে বিভক্ত?
সমুদ্রসীমা নিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার বিরোধের মীমাংসা হয়েছে কোন আইনে?
মিঃ আলমগীর একজন জনপ্রতিনিধি। তিনি সামাজিক কর্মকাণ্ডে নিয়মিত অংশগ্রহণ করেন। তিনি সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, নাগরিকের নিরাপত্তা ও অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য কোন আইন প্রয়োগ করেন?
নিচের ছকে (?) চিহ্নিত খালি স্থানে কী বসবে?
যে আইন বা বিধি-বিধানে সরকার পরিচ হয় তাকে কী বলে?
আইনের প্রধান উৎস হিসেবে অধ্যাপক হল্যান্ড কয়টি ভাগে ভাগ করেছেন?
আন্তর্জাতিক আইনের আদিগুরু কে?
শাসনতান্ত্রিক আইন কোথায় উল্লেখ থাকে?
বেসরকারি আইন কোনটি?
সাংবিধানিক আইন হলো---
i. সকল আইনের উর্ধ্বে
ii. সাংবিধানিক আইন দুই প্রকারের
iii. সাংবিধানিক আইন ব্যক্তির সাথে রাষ্ট্রের সম্পর্ক নির্ধারণ
কোনটি শ্রেষ্ঠ মানবীয় গুণ?
Lag শব্দের শাব্দিক অর্থ কী?
Napoleon Code কে ঘোষণা করেন?
Moralitas অর্থ কী?
নৈতিকতার উদ্ভব হয় কোথায়?
'আন্তর্জাতিক আইন নীতিশাস্ত্রের অন্তর্ভুক্ত, এটি আইন নয়'- কার উক্তি?
ল্যাটিন শব্দ 'Mos' থেকে কোন শব্দের উৎপত্তি হয়েছে?
Morality শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
নৈতিকতা কোন ধরনের অবস্থা?
জোনাথান হ্যাইটের মতে নৈতিকতা উদ্ভব ঘটে কয়টি উৎস হতে?
মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে, কিন্তু সর্বত্রই সে শৃঙ্খলিত'— কথাটি কে বলেছেন?
'Power tends to corrupts, and absolute power corrupt absolutely'- উক্তিটি কে করেছেন?
আইন ও নৈতিকতার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান থাকলে কী ঘটে থাকে?
'আইন হলো রাষ্ট্রের নৈতিক অগ্রগতির দর্পণ'- উক্তিটি কার?
রাষ্ট্রীয় কর্তৃপক্ষের স্বীকৃতি ও অনুমোদনকৃত নিয়মকানুনকে কী বলা হয়?
আইন ও নৈতিকতা কীরূপ?
নৈতিকতার মূল ভিত্তি কোনটি?
আইন মান্য করার কারণ হলো-
i. শাস্তির ভয়ে
ii. যৌক্তিকতার উপলব্ধি
iii. বাধ্য হয়ে
স্বাধীনতা ছাড়া ভাবা যায় না-
“চিরন্তন সতর্কতার মধ্যেই স্বাধীনতার মূল্য নিহিত”- উক্তিটি কার?
স্বাধীনতা উপভোগ করার জন্য বেশি প্রয়োজন-
স্বাধীনতার ইংরেজি প্রতিশব্দ 'Liberty' শব্দটি কোন ভাষা থেকে উদ্ভূত?
“অতিশাসনের বিপরীত ব্যবস্থাই হচ্ছে স্বাধীনতা”— উক্তিটি কার?
“জাতীয় স্বাধীনতা হচ্ছে দেশ বা জাতির সব ধরনের উন্নয়নের ভিত্তি”- উক্তিটি কার?
'যে অনুকূল পরিবেশে মানুষ জীবনের চরম ও পরম বিকাশ সাধনের পূর্ণ সুযোগ লাভ করতে পারে তার সাগ্রহ সংরক্ষণকে স্বাধীনতা বলে'-উক্তিটি কার?
'নিজের ওপর, নিজের দেহ ও মনের ওপর ব্যক্তিই সার্বভৌম'- উক্তিটির কার?
'চিরন্তন সতর্কতার মধ্যেই স্বাধীনতার মূল্য নিহিত'- কে বলেছেন?
'Liberty' শব্দের বাংলা অর্থ কী?
অবাধ স্বাধীনতা কীসের নামান্তর?
'Liberty' কোন ল্যাটিন শব্দ থেকে এসেছে?
'Essay on Liberty' গ্রন্থের রচয়িতা কে?
সমাজ সেবক আবু সাঈদ সাহেব একবার একটি সামাজিক অনুষ্ঠানে বক্তৃতাকালে বলেন— সমাজে মানুষের ব্যক্তিত্ব বিকাশ ও জীবনের পূর্ণতা অর্জনের জন্য একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। আর সামগ্রিকভাবে এই বিষয়টিকে শ্রম ও রাষ্ট্রের বিনিময়ে অর্জন এবং সংরক্ষণ করতে হয়। জনাব আবু সাঈদ কোন বিষয়ের ইঙ্গিত দিয়েছেন?
স্বাধীনতার প্রধান রক্ষাকবচ কোনটি?
শিক্ষা লাভের স্বাধীনতা কোন স্বাধীনতার অন্তর্ভুক্ত?
দেশ ও জাতির সব ধরনের উন্নয়নের ভিত্তি হচ্ছে-
স্বাধীনতাকে কয় ভাগে বিভক্ত করা হয়েছে?
মানুষের অধিকারবোধ থেকে কোন ধরনের স্বাধীনতার সৃষ্টি?
ধর্মচর্চা কোন ধরনের স্বাধীনতার অন্তর্ভুক্ত?
কোনটি সামাজিক স্বাধীনতা?
রাজনৈতিক স্বাধীনতাকে 'গণতন্ত্রের সমর্থক' বলে অভিহিত করেছেন কোন ব্যক্তি?
ভোট দানের অধিকার কোন ধরনের স্বাধীনতা?
'সম্পত্তি ভোগের অধিকার' কোন ধরনের স্বাধীনতা?
ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের নিয়ামক হলো—
বর্তমানে কোন সাম্যের ধারণা প্রায় অচল হয়ে পড়েছে?
'সাম্য বলতে একই ধরনের আচরণ বোঝায় না- উক্তিটি কে করেছেন?
সকলের জন্যে পর্যাপ্ত সুযোগ-সুবিধার ব্যবস্থা করার নাম কী?
সাম্যের নেশা স্বাধীনতার আশাকে ব্যর্থ করেছে— কথাটি কার?
অর্থনৈতিক সাম্য বলতে বোঝায়—
i. সকলের সম্পদ সমান হবে
ii. সকলে ন্যায্য মজুরি পাবে
iii. সকলে যোগ্যতা অনুযায়ী কাজ পাবে
সাম্য বলতে বোঝায় -
i. সকলের জন্যে সমান সুযোগ
ii. নিজ নিজ দক্ষতা বিকাশের সুযোগ
iii. আইনের চোখে সবাই সমান
মোটর গাড়ির বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ভ্রাম্যমাণ আদালত জনৈক প্রভাবশালী ব্যক্তির জরিমানা করে। এখানে কোন ধরনের সাম্য কার্যকর হয়েছে?
দক্ষিণ আফ্রিকার বর্ণবৈষম্য উচ্ছেদ কোন ধরনের সাম্যের উদাহরণ?
সাম্যের রূপ কয়টি?
অবকাশ যাপনের সুযোগ সাম্যের কোন শ্রেণিভুক্ত?
বর্তমানে সাম্যকে কয়ভাগে ভাগ করা হয়?
বেকারত্ব হতে মুক্তি লাভ কোন ধরনের সাম্য?
জাতি-ধর্ম-বর্ণ ও পেশাগত কারণে মানুষে মানুষে যখন কোন পার্থক্য করা হয় না, তখন তাকে কী বলে?
মান্নান সাহেবের পরিবারে কী ধরনের সাম্য প্রতিষ্ঠিত হয়েছে?
এ ধরনের সাম্যের প্রভাবে-
i. মানুষের মধ্যে বিভেদ দূর হয়
ii. সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা পায়
iii. জাতীয় উন্নতি ত্বরান্বিত হয়
'একটি রাষ্ট্রে যত সাম্য থাকবে সে রাষ্ট্রে তত স্বাধীনতা থাকবে— উক্তিটি কার?
'সাম্যের নেশা স্বাধীনতার আশাকে ব্যর্থ করেছে -উক্তিটি কার?
আইন কোনটির পূর্বশর্ত?
'সাম্যের নেশা ও স্বাধীনতার আশাকে ব্যর্থ করেছে'— কে উক্তিটি দিয়েছেন?
আইন ও রাষ্ট্রের সম্পর্ক কেমন?
'যেখানে আইন থাকে না, সেখানে স্বাধীনতা থাকতে পারে না'— উক্তিটিতে কী প্রকাশ পাচ্ছে?
'যেখানে আইন থাকে না সেখানে স্বাধীনতা থাকতে পারে না'- উক্তিটি কার?
১৪৪. 'যেখানে আইন নেই, সেখানে স্বাধীনতা থাকতে পারে না'- কে বলেছেন?
আইনের অনুশাসন বলতে বোঝায় -
i. কেউই আইনের ঊর্ধ্বে নয়
ii. বিনা বিচারে কাউকে আটক রাখা যাবে না
iii. সবাই আইনের চোখে সমান
ফরাসি বিপ্লবের মূলমন্ত্র ছিল —
i. সাম্য, স্বাধীনতা ও আইন
ii. আইন, স্বাধীনতা ও ভ্রাতৃত্ব
iii. সাম্য, স্বাধীনতা ও ভ্রাতৃত্ব
পরস্পর সহযোগিতাপূর্ণ মনোভাবের মাধ্যমে একে অপরের পরিপূরক হয়ে দেশ ও সমাজের নীতিসমূহ মেনে সার্বিক কল্যাণে উৎসর্গ হওয়াকে কী বলে?
সুযোগের সমতাকে কী বলা হয়?
স্বাধীনতা বাস্তবায়নের জন্যে কীসের প্রয়োজন?
দাস প্রথার বিরোধিতা করে প্রাকৃতিক সাম্যের কথা প্রচার করেছিলেন কোন দার্শনিক?
জাতির উন্নতির মূল চাবিকাঠি কোনটি?
নিচের কোনটি গণতান্ত্রিক মূল্যবোধের সাংবিধানিক উপাদান?
দেশাত্মবোধের অংশ হলো—
i. নিজেকে রাষ্ট্রের অংশীদার মনে না করা
ii. দেশকে রক্ষা
iii. দেশের সম্মানকে বিশ্বের দরবারে সমুন্নত করা
নতুন নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে ব্যক্তির সমস্যার সমাধানের পথ বাতলে দেয় কোনটি?
কোনটি নাগরিক অধিকারকে সংরক্ষণ করে?
সুশাসন প্রতিষ্ঠার প্রধান শর্ত কী?
জান্নাতের বাবা দেশের সর্বোচ্চ আদালতের বিচারক তিনি বিচারকার্য সম্পাদনের ক্ষেত্রে সরকারের অন্যান্য বিভাগের প্রভাবমুক্ত। এখানে কোন দিকটি ফুটে ওঠেছে?
আরও দেখুন...
or
Don't have an account? Register
Lorem ipsum dolor, sit amet consectetur adipisicing elit. Ducimus nihil, quo, quis minus aspernatur expedita, incidunt facilis aliquid inventore voluptate dolores accusantium laborum labore a dolorum dolore omnis qui? Consequuntur sed facilis repellendus corrupti amet in quibusdam ducimus illo autem, a praesentium.
1 hour ago