মহীঢালের বৈশিষ্ট্যগুলো হলো-

i. সমুদ্রে এর গভীরতা ২০০ থেকে ৩০০০ মিটার

ii. মহীঢাল গড়ে প্রায় ১৬৩২ কিলোমিটার প্রশস্ত 

iii. মহীঢালের উপরিভাগ সমান নয় 

নিচের কোনটি সঠিক?

Created: 11 months ago | Updated: 11 months ago
Updated: 11 months ago

বারিমণ্ডল সম্পর্কে আমাদের জ্ঞান খুবই সীমিত। পৃথিবীতে জনসংখ্যা দ্রুত হারে বাড়ছে এবং সম্পদের পরিমাণ হ্রাস পাচ্ছে। এর জন্য বারিমণ্ডলের প্রতি মানুষ আকৃষ্ট হচ্ছে। কারণ বারিমণ্ডলের তলদেশে বৈচিত্র্যপূর্ণ গঠন রয়েছে এবং সেখানে রয়েছে প্রচুর প্রাকৃতিক সম্পদ।

Promotion