ইউনুস আলী একজন সবজি বিক্রেতা। হরতাল, অবরোধ বিভিন্ন কারণে তার সবজি নষ্ট হচ্ছে এবং সে লোকসানের সম্মুখীন হচ্ছে। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য ইউনুস আলী একটি চায়ের দোকান খোলার সিদ্ধান্ত নিয়েছেন। এজন্য তার ন্যূনতম ৫০,০০০ টাকা দরকার।
ব্যবসায়িক পরিবেশের কোন উপাদানের কারণে ইউনুস আলী ক্ষতির সম্মুখীন হয়েছিলেন?
বলা হয় মানুষ পরিবেশের দাস। জন্ম থেকে মৃত্যু অবধি পরিবেশ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মানুষকে চালিত করে । আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়ে আমাদের পরিবেশ। অপরদিকে ব্যবসায় পরিবেশ সামগ্রিক পরিবেশের একটি অংশ, যা শুধু ব্যবসায়িক কর্মকাণ্ডের সাথে জড়িত। বর্তমান প্রতিযোগিতাপূর্ণ মুক্তবাজার অর্থনীতির যুগে ব্যবসায়ের সাফল্য অর্জন সম্পূর্ণরূপে নির্ভর করে ব্যবসায়ের পরিবেশের উপর। যেসব পারিপার্শ্বিক উপাদান ব্যবসায়কে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত করে তার সমষ্টিকে ব্যবসায়ের পরিবেশ বলে। পরিবেশের উপাদানগুলো ব্যবসায়ের কার্যাবলিকে ব্যাপকভাবে প্রভাবিত করে।
এ অধ্যায় পাঠ শেষে আমরা জানতে পারব—
সূত্র: ক্যামব্রিয়ান পাবলিকেশন্স